চাকা পাল্টাতে গিয়ে ট্রাক উল্টে হেল্পার নিহত, চালক হাসপাতালে

বাসস
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১১:১৬
ছবি : বাসস

ঝিনাইদহ, ১৮ এপ্রিল ২০২৫ (বাসস): জেলার কালীগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাক উল্টে একজন নিহত হয়েছেন। নিহতের নাম আশরাফুল ইসলাম (৪৫)। তিনি ওই ট্রাকের হেলপার। মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের বাসস্ট্যান্ডে।

গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় গুরুতর আহত ট্রাকের চালককে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সার বোঝাই ট্রাকটি ঝিনাইদহে যাচ্ছিল। পথিমধ্যে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড মসজিদের সামনে এলে ট্রাকের পেছনের চাকা পাংচার হয়ে যায়। এ সময় ট্রাকের চালক ও হেলপার ট্রাকের চাকা মেরামতের কাজ শুরু করেন।

এক পর্যায়ে চাকা পাল্টানোর লিভার (জগ) ফসকে গেলে ট্রাকটি উল্টে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়েন চালক ও হেলপার। এসময় স্থানীয়রা আশরাফুল ইসলামকে মৃত উদ্ধার করে এবং  চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। চালকের নাম পরিচয় পাওয়া যায়নি। 

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম বলেন, মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত চালককে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় বৃক্ষমেলায় শিক্ষার্থীদের ‘গাছ চেনা প্রতিযোগিতা-২০২৫
জুলাই অভ্যুত্থানের মাধ্যমে শহীদরা বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে : ইআবি ভিসি
বার্সেলোনার আইকনিক ১০ নম্বর জার্সি পেলেন ইয়ামাল
সকলকে সঙ্গে নিয়ে চলার মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি : ঢাবি উপাচার্য
রাজধানীর যাত্রাবাড়ীতে তিন মাদক কারবারি গ্রেফতার 
চাঁদপুরে অননুমোদিত শিশু খাদ্য তৈরির অভিযোগে কারখানা মালিককে জরিমানা
ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে জেডআরএফ’র জনসচেতনামূলক প্রচারপত্র বিতরণ 
তরুণ প্রজন্মের সম্ভাবনা কাজে লাগানোর জন্য স্থানীয় সরকার উপদেষ্টার আহবান
তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা 
রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ২
১০