হবিগঞ্জ, ১৮ এপ্রিল ২০২৫ (বাসস): হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই জন পুরুষ এবং দুই জন মহিলা।
গুরুতর আহত ১৩ জনকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আশংকাজনক অবস্থায় ২ শিশুকে ঢাকা প্রেরণ করা হয়েছে।
গতরাত আনুমানিক ২টার দিকে উপজেলার বাখরনগর নামক স্থানে ঢাকাগামী ট্রাক (নাম্বার চট্ট মেট্রো ট ১১-৬৩৩১) এবং পিক-আপ (নাম্বার ঢাকা মেট্রো ন- ১৯-৮৭৯১) এর মুখোমুখি সংঘর্ষে ৪ জন ঘটনাস্থলেই মারা যান।
নিহতরা হলেন, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার চমকপুর গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী মোস্তাকিমা আক্তার (৩৫), তার ভাই হাফিজুর রহমান (২৬), নবীগঞ্জের রাইয়াপুর গ্রামের জামাল মিয়ার স্ত্রী আয়েশা আক্তার (৩০) ও মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার পংশীপুর গ্রামের মালেক মিয়ার পুত্র পিকআপের হেলপার রহিম মিয়া (২২)।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুলাহ আল মামুন জানান, বাসা বাড়ির মালামালসহ পিকআপটিতে অনুমান ১৬/১৭ জন যাত্রী ছিল। লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক এবং পিকআপটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে।
তিনি বলেন, ঢাকামুখী ট্রাক ও সিলেটমুখী পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। পিকআপে ঘরের জিনিসপত্রসহ ১৭ জন যাত্রী ছিল। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।