সাভারে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৩:১০
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় বৃহস্পতিবার রাতে মৌমিতা পরিবহনের যাত্রীবাহী একটি বাস থেকে ছিনতাইকারীদের গ্রেফতার করা হয়। ছবি : বাসস

সাভার, ১৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : সাভারে চলন্ত বাসে ছিনতাইয়ের সময় বার্মিজ চাকুসহ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো: নবাবগঞ্জের কেইলাইল গ্রামের মনির হোসেনের ছেলে তানভীর হোসেন তামিম (২৪), সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার জিল্লুর রহমানের ছেলে মামুন হোসেন মুন্না (১৯) এবং ময়মনসিংহের পাগলা থানার বামনখালী গ্রামের মুখলেছুর রহমানের ছেলে সোহানুর রহমান (১৮)। এদের মধ্যে তানভীর হোসেন তামিম সাভার পৌরসভার রেডিও কলোনি জালেশ্বর এলাকায় ভাড়া থাকে।

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় বৃহস্পতিবার রাতে মৌমিতা পরিবহনের যাত্রীবাহী একটি বাস থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির বাসস’কে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল সাভার মডেল থানা পুলিশ। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় ছিনতাই প্রতিরোধে যাত্রীবাহী বাসে তল্লাশি চালাচ্ছিল পুলিশের একটি টিম। এসময় বার্মিজ চাকুসহ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সকলকে সঙ্গে নিয়ে চলার মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি : ঢাবি উপাচার্য
চাঁদপুরে অননুমোদিত শিশু খাদ্য তৈরির অভিযোগে কারখানা মালিককে জরিমানা
ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে জেডআরএফ’র জনসচেতনামূলক প্রচারপত্র বিতরণ 
তরুণ প্রজন্মের সম্ভাবনা কাজে লাগানোর জন্য স্থানীয় সরকার উপদেষ্টার আহবান
তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা 
রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ২
নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে : রিজভী
পাকিস্তানের বিপক্ষে টি২০ সিরিজে বাংলাদেশের অপরিবর্তিত দল ঘোষণা
গোপালগঞ্জের পরিস্থিতিতে জনসাধারণকে ধৈর্য ও সহযোগিতার আহ্বান সেনাবাহিনীর
চট্টগ্রামের আনোয়ারায় পুকুরঘাটে পুঁতে রাখা অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১
১০