সাভারে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৩:১০
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় বৃহস্পতিবার রাতে মৌমিতা পরিবহনের যাত্রীবাহী একটি বাস থেকে ছিনতাইকারীদের গ্রেফতার করা হয়। ছবি : বাসস

সাভার, ১৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : সাভারে চলন্ত বাসে ছিনতাইয়ের সময় বার্মিজ চাকুসহ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো: নবাবগঞ্জের কেইলাইল গ্রামের মনির হোসেনের ছেলে তানভীর হোসেন তামিম (২৪), সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার জিল্লুর রহমানের ছেলে মামুন হোসেন মুন্না (১৯) এবং ময়মনসিংহের পাগলা থানার বামনখালী গ্রামের মুখলেছুর রহমানের ছেলে সোহানুর রহমান (১৮)। এদের মধ্যে তানভীর হোসেন তামিম সাভার পৌরসভার রেডিও কলোনি জালেশ্বর এলাকায় ভাড়া থাকে।

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় বৃহস্পতিবার রাতে মৌমিতা পরিবহনের যাত্রীবাহী একটি বাস থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির বাসস’কে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল সাভার মডেল থানা পুলিশ। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় ছিনতাই প্রতিরোধে যাত্রীবাহী বাসে তল্লাশি চালাচ্ছিল পুলিশের একটি টিম। এসময় বার্মিজ চাকুসহ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জয়পুরহাটে অটোমেটেড ভূমি সেবা সংক্রান্ত কর্মশালা
ঝিনাইদহে পলিথিন বিক্রি ও মজুদ করায় জরিমানা
বাকৃবির পরিবহন সেবায় অনলাইন সিস্টেমের উদ্বোধন
টাঙ্গাইলে দুই ডিম ব্যবসায়ীকে জরিমানা
শিল্প উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ
বগুড়ায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী
ঝিনাইদহে সবুজ ক্যাম্পাস বিনির্মাণে চারা রোপণ
নাটোরে সাপের কামড় প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
পিএসসি’তে নতুন ৩ সদস্য নিয়োগ
ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের লক্ষ্যবস্তু করে এআই ব্যবহার করছে যুক্তরাষ্ট্র: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
১০