সাভারে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৩:১০
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় বৃহস্পতিবার রাতে মৌমিতা পরিবহনের যাত্রীবাহী একটি বাস থেকে ছিনতাইকারীদের গ্রেফতার করা হয়। ছবি : বাসস

সাভার, ১৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : সাভারে চলন্ত বাসে ছিনতাইয়ের সময় বার্মিজ চাকুসহ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো: নবাবগঞ্জের কেইলাইল গ্রামের মনির হোসেনের ছেলে তানভীর হোসেন তামিম (২৪), সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার জিল্লুর রহমানের ছেলে মামুন হোসেন মুন্না (১৯) এবং ময়মনসিংহের পাগলা থানার বামনখালী গ্রামের মুখলেছুর রহমানের ছেলে সোহানুর রহমান (১৮)। এদের মধ্যে তানভীর হোসেন তামিম সাভার পৌরসভার রেডিও কলোনি জালেশ্বর এলাকায় ভাড়া থাকে।

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় বৃহস্পতিবার রাতে মৌমিতা পরিবহনের যাত্রীবাহী একটি বাস থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির বাসস’কে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল সাভার মডেল থানা পুলিশ। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় ছিনতাই প্রতিরোধে যাত্রীবাহী বাসে তল্লাশি চালাচ্ছিল পুলিশের একটি টিম। এসময় বার্মিজ চাকুসহ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০