সাভারে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৩:১০
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় বৃহস্পতিবার রাতে মৌমিতা পরিবহনের যাত্রীবাহী একটি বাস থেকে ছিনতাইকারীদের গ্রেফতার করা হয়। ছবি : বাসস

সাভার, ১৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : সাভারে চলন্ত বাসে ছিনতাইয়ের সময় বার্মিজ চাকুসহ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো: নবাবগঞ্জের কেইলাইল গ্রামের মনির হোসেনের ছেলে তানভীর হোসেন তামিম (২৪), সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার জিল্লুর রহমানের ছেলে মামুন হোসেন মুন্না (১৯) এবং ময়মনসিংহের পাগলা থানার বামনখালী গ্রামের মুখলেছুর রহমানের ছেলে সোহানুর রহমান (১৮)। এদের মধ্যে তানভীর হোসেন তামিম সাভার পৌরসভার রেডিও কলোনি জালেশ্বর এলাকায় ভাড়া থাকে।

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় বৃহস্পতিবার রাতে মৌমিতা পরিবহনের যাত্রীবাহী একটি বাস থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির বাসস’কে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল সাভার মডেল থানা পুলিশ। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় ছিনতাই প্রতিরোধে যাত্রীবাহী বাসে তল্লাশি চালাচ্ছিল পুলিশের একটি টিম। এসময় বার্মিজ চাকুসহ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না : ড. মঈন খান
চিরনিদ্রায় শায়িত হলেন জাবি শিক্ষক সৌমিতা
ওমানের বিপক্ষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ১৬০ রান
মিরপুর সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে অভিনয় ও আবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত
কক্সবাজারে বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের ৫ সদস্য আটক
নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী সুশিলা কার্কি
সেঞ্চুরি থেকে ৪ উইকেট দূরে তাসকিন
শ্রীলংকাকে হারিয়ে সুপার ফোরের পথে একধাপ এগিয়ে যেতে চায় বাংলাদেশ
পটুয়াখালী উপকূলে ধরা পড়েছে বিরল ‘তবলা মাছ’
সিএমপি স্কুলের ২৭ শিক্ষার্থী পেলো পুনাক মেধাবৃত্তি
১০