সাতক্ষীরায় সীমান্ত থেকে ভারতীয় রূপা জব্দ

বাসস
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৭:১২
আজ সাতক্ষীরায় সীমান্ত থেকে ভারতীয় রূপা জব্দ। ছবি : বাসস

সাতক্ষীরা, ১৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার কলারোয়া উপজেলায় আজ ভারতীয় সীমান্ত থেকে বাংলাদেশে পাচারকালে প্রায় ১৩ কেজি ভারতীয় রূপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ শনিবার সকালে কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালী সীমান্ত থেকে এসব রূপা জব্দ করা হয়। 

সাতক্ষীরা-৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটেলিয়নের হাবিলদার আবুল কাশেম এর নেতৃত্বে একটি চৌকস দল কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালী সীমান্তে অভিযান চালায়। এ সময় সেখানে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ব্যাগটি তল্লাশি করে ১২ কেজি ৯৭৫ গ্রাম রূপা জব্দ করে। জব্দকৃত রূপার বাজার মূল্য ২৭ লাখ ২৪ হাজার ৭৫০ টাকা। 

তিনি জানান, এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনসহ জব্দকৃত রূপা সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে বিজিবি সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপির সীমান্ত এলাকায় বিজিবি বিশেষ চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, বোরকা, ওষুধ ও সাবানসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় তিনলাখ টাকা।  

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেসি থেকে ট্রাম্প: এআই অ্যাকশন ফিগারের হিড়িক নেট দুনিয়ায়
একমাত্র মেয়ের সুন্দর ভবিষ্যৎ চান শহীদ জাকিরের স্ত্রী সালমা
শিশুর বামনত্ব : চ্যালেঞ্জ ও মোকাবিলার উপায়
শহীদ জাহাঙ্গীরের স্মৃতি বুকে নিয়ে দিন কাটে মেয়ে সিনথিয়ার
স্বপ্ন-সাধ তুচ্ছ করে দেশের জন্য জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন শহীদ শ্রাবণ
দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
গাজীপুর সাফারী পার্ক থেকে বিপন্ন বন্যপ্রাণী লেমুর চুরির ঘটনায় একজন গ্রেফতার 
সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে আলাদা বেতন কাঠামো প্রয়োজন : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপিতে দুই দিনে ২ হাজার ৭৯৭ মামলা 
১০