সাতক্ষীরায় সীমান্ত থেকে ভারতীয় রূপা জব্দ

বাসস
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৭:১২
আজ সাতক্ষীরায় সীমান্ত থেকে ভারতীয় রূপা জব্দ। ছবি : বাসস

সাতক্ষীরা, ১৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার কলারোয়া উপজেলায় আজ ভারতীয় সীমান্ত থেকে বাংলাদেশে পাচারকালে প্রায় ১৩ কেজি ভারতীয় রূপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ শনিবার সকালে কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালী সীমান্ত থেকে এসব রূপা জব্দ করা হয়। 

সাতক্ষীরা-৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটেলিয়নের হাবিলদার আবুল কাশেম এর নেতৃত্বে একটি চৌকস দল কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালী সীমান্তে অভিযান চালায়। এ সময় সেখানে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ব্যাগটি তল্লাশি করে ১২ কেজি ৯৭৫ গ্রাম রূপা জব্দ করে। জব্দকৃত রূপার বাজার মূল্য ২৭ লাখ ২৪ হাজার ৭৫০ টাকা। 

তিনি জানান, এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনসহ জব্দকৃত রূপা সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে বিজিবি সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপির সীমান্ত এলাকায় বিজিবি বিশেষ চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, বোরকা, ওষুধ ও সাবানসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় তিনলাখ টাকা।  

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালী উপকূলে ধরা পড়েছে বিরল ‘তবলা মাছ’
সিএমপি স্কুলের ২৭ শিক্ষার্থী পেলো পুনাক মেধাবৃত্তি
ঝিনাইদহে পরিবেশ রক্ষায় তালের বীজ রোপণ
নওগাঁয় কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার
রাজধানীতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ১২ সদস্য গ্রেফতার
নাটোরে চলনবিলে নৌকা বাইচ প্রতিযোগিতা
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
ফিলিস্তিনে ইসরাইলি বসতি স্থাপন পরিকল্পনার নিন্দা জানালেন তারেক রহমান
ডাকসুতে ৭৮ শতাংশ ভোট কাস্টিং প্রমাণ করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ছাড়াই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব : ফুয়াদ
কাতারে হামলার নিন্দা জানাতে আমিরাতে ইসরাইলি দূতকে তলব
১০