চাঁদপুরে ৩ মাদক বিক্রিতা গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৭:২৫

চাঁদপুর, ১৯ এপ্রিল, ২০২৫( বাসস) : জেলার মতলব দক্ষিণ ও শাহরাস্তি উপজেলায় গতরাতে যৌথ বাহিনীর পৃথক অভিযানে পারভেজ (২৬), সুমন (৩৬) ও মো. ফয়েজ (২৫) নামে তালিকাভুক্ত তিন মাদক বিক্রিতাকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার রাত ১টা থেকে ২টা পর্যন্ত পৃথক অভিযানে তাদেরকে নিজ নিজ এলাকা থেকে  গ্রেফতার করা হয়।

শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, চাঁদপর সদর আর্মি ক্যাম্প ও মতলন দক্ষিণ থানা পুলিশের সমন্বয়ে তালিকাভুক্ত মাদক বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে উপজেলার কাশিমপুর থেকে পারভেজ ও সমুনকে গ্রেফতার  করা হয়। তাদের কাছ থেকে  ৫০০ গ্রাম গাঁজা, ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট, একটি সিসিটিভি ক্যামেরা, একটি গাঁজা মাপার মেশিন, একটি চার্জার, একটি ফয়েল পেপার উদ্ধার করা হয়।

অপরদিকে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও শাহরাস্তি মডেল থানা পুলিশের সমন্বয়ে উপজেলার নিজমেহার নামক স্থান থেকে তালিকাভুক্ত মাদক বিক্রেতা মো. ফয়েজকে গ্রেফতার  করা হয়। আটক ব্যক্তির কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী ও আটক মাদক বিক্রেতাদের মতলব দক্ষিণ ও শাহরাস্তি থানা পুলিশের  কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।


 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০