চাঁদপুরে ৩ মাদক বিক্রিতা গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৭:২৫

চাঁদপুর, ১৯ এপ্রিল, ২০২৫( বাসস) : জেলার মতলব দক্ষিণ ও শাহরাস্তি উপজেলায় গতরাতে যৌথ বাহিনীর পৃথক অভিযানে পারভেজ (২৬), সুমন (৩৬) ও মো. ফয়েজ (২৫) নামে তালিকাভুক্ত তিন মাদক বিক্রিতাকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার রাত ১টা থেকে ২টা পর্যন্ত পৃথক অভিযানে তাদেরকে নিজ নিজ এলাকা থেকে  গ্রেফতার করা হয়।

শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, চাঁদপর সদর আর্মি ক্যাম্প ও মতলন দক্ষিণ থানা পুলিশের সমন্বয়ে তালিকাভুক্ত মাদক বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে উপজেলার কাশিমপুর থেকে পারভেজ ও সমুনকে গ্রেফতার  করা হয়। তাদের কাছ থেকে  ৫০০ গ্রাম গাঁজা, ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট, একটি সিসিটিভি ক্যামেরা, একটি গাঁজা মাপার মেশিন, একটি চার্জার, একটি ফয়েল পেপার উদ্ধার করা হয়।

অপরদিকে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও শাহরাস্তি মডেল থানা পুলিশের সমন্বয়ে উপজেলার নিজমেহার নামক স্থান থেকে তালিকাভুক্ত মাদক বিক্রেতা মো. ফয়েজকে গ্রেফতার  করা হয়। আটক ব্যক্তির কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী ও আটক মাদক বিক্রেতাদের মতলব দক্ষিণ ও শাহরাস্তি থানা পুলিশের  কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।


 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালী উপকূলে ধরা পড়েছে বিরল ‘তবলা মাছ’
সিএমপি স্কুলের ২৭ শিক্ষার্থী পেলো পুনাক মেধাবৃত্তি
ঝিনাইদহে পরিবেশ রক্ষায় তালের বীজ রোপণ
নওগাঁয় কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার
রাজধানীতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ১২ সদস্য গ্রেফতার
নাটোরে চলনবিলে নৌকা বাইচ প্রতিযোগিতা
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
ফিলিস্তিনে ইসরাইলি বসতি স্থাপন পরিকল্পনার নিন্দা জানালেন তারেক রহমান
ডাকসুতে ৭৮ শতাংশ ভোট কাস্টিং প্রমাণ করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ছাড়াই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব : ফুয়াদ
কাতারে হামলার নিন্দা জানাতে আমিরাতে ইসরাইলি দূতকে তলব
১০