চাঁদপুরে ৩ মাদক বিক্রিতা গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৭:২৫

চাঁদপুর, ১৯ এপ্রিল, ২০২৫( বাসস) : জেলার মতলব দক্ষিণ ও শাহরাস্তি উপজেলায় গতরাতে যৌথ বাহিনীর পৃথক অভিযানে পারভেজ (২৬), সুমন (৩৬) ও মো. ফয়েজ (২৫) নামে তালিকাভুক্ত তিন মাদক বিক্রিতাকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার রাত ১টা থেকে ২টা পর্যন্ত পৃথক অভিযানে তাদেরকে নিজ নিজ এলাকা থেকে  গ্রেফতার করা হয়।

শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, চাঁদপর সদর আর্মি ক্যাম্প ও মতলন দক্ষিণ থানা পুলিশের সমন্বয়ে তালিকাভুক্ত মাদক বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে উপজেলার কাশিমপুর থেকে পারভেজ ও সমুনকে গ্রেফতার  করা হয়। তাদের কাছ থেকে  ৫০০ গ্রাম গাঁজা, ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট, একটি সিসিটিভি ক্যামেরা, একটি গাঁজা মাপার মেশিন, একটি চার্জার, একটি ফয়েল পেপার উদ্ধার করা হয়।

অপরদিকে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও শাহরাস্তি মডেল থানা পুলিশের সমন্বয়ে উপজেলার নিজমেহার নামক স্থান থেকে তালিকাভুক্ত মাদক বিক্রেতা মো. ফয়েজকে গ্রেফতার  করা হয়। আটক ব্যক্তির কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী ও আটক মাদক বিক্রেতাদের মতলব দক্ষিণ ও শাহরাস্তি থানা পুলিশের  কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।


 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেসি থেকে ট্রাম্প: এআই অ্যাকশন ফিগারের হিড়িক নেট দুনিয়ায়
একমাত্র মেয়ের সুন্দর ভবিষ্যৎ চান শহীদ জাকিরের স্ত্রী সালমা
শিশুর বামনত্ব : চ্যালেঞ্জ ও মোকাবিলার উপায়
শহীদ জাহাঙ্গীরের স্মৃতি বুকে নিয়ে দিন কাটে মেয়ে সিনথিয়ার
স্বপ্ন-সাধ তুচ্ছ করে দেশের জন্য জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন শহীদ শ্রাবণ
দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
গাজীপুর সাফারী পার্ক থেকে বিপন্ন বন্যপ্রাণী লেমুর চুরির ঘটনায় একজন গ্রেফতার 
সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে আলাদা বেতন কাঠামো প্রয়োজন : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপিতে দুই দিনে ২ হাজার ৭৯৭ মামলা 
১০