নওগাঁয় পলিটেকনিক শিক্ষার্থীদের‘ রাইজ ইন রেড’ কর্মসূচি

বাসস
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৭:২৯
আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে ‘রাইজ ইন রেড’ কর্মসূচির পালন করেছে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ছবি : বাসস

নওগাঁ, ১৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে ‘রাইজ ইন রেড’ কর্মসূচির পালন করেছে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে ছয় দফা দাবির দ্রুত বাস্তবায়ন দাবি করেন।

জানা যায়, গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। 

এর আগে শুক্রবার জুমার নামাজ শেষে শিক্ষার্থীরা কাফনের কাপড় পরিধানএবং মাথায় সাদা কাপড় বেঁধে একটি প্রতিবাদী মিছিল করেন। তারা জানান, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত এ  আন্দোলন চলমান থাকবে।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানের মূল ফটকটিকে লাল কাপড় দিয়ে ঢেকে দেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০