নওগাঁয় পলিটেকনিক শিক্ষার্থীদের‘ রাইজ ইন রেড’ কর্মসূচি

বাসস
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৭:২৯
আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে ‘রাইজ ইন রেড’ কর্মসূচির পালন করেছে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ছবি : বাসস

নওগাঁ, ১৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে ‘রাইজ ইন রেড’ কর্মসূচির পালন করেছে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে ছয় দফা দাবির দ্রুত বাস্তবায়ন দাবি করেন।

জানা যায়, গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। 

এর আগে শুক্রবার জুমার নামাজ শেষে শিক্ষার্থীরা কাফনের কাপড় পরিধানএবং মাথায় সাদা কাপড় বেঁধে একটি প্রতিবাদী মিছিল করেন। তারা জানান, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত এ  আন্দোলন চলমান থাকবে।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানের মূল ফটকটিকে লাল কাপড় দিয়ে ঢেকে দেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেসি থেকে ট্রাম্প: এআই অ্যাকশন ফিগারের হিড়িক নেট দুনিয়ায়
একমাত্র মেয়ের সুন্দর ভবিষ্যৎ চান শহীদ জাকিরের স্ত্রী সালমা
শিশুর বামনত্ব : চ্যালেঞ্জ ও মোকাবিলার উপায়
শহীদ জাহাঙ্গীরের স্মৃতি বুকে নিয়ে দিন কাটে মেয়ে সিনথিয়ার
স্বপ্ন-সাধ তুচ্ছ করে দেশের জন্য জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন শহীদ শ্রাবণ
দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
গাজীপুর সাফারী পার্ক থেকে বিপন্ন বন্যপ্রাণী লেমুর চুরির ঘটনায় একজন গ্রেফতার 
সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে আলাদা বেতন কাঠামো প্রয়োজন : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপিতে দুই দিনে ২ হাজার ৭৯৭ মামলা 
১০