রাজশাহীতে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা : মামলার দুই আসামী আটক

বাসস
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৭:৪৯
প্রতীকী ছবি।

রাজশাহী, ১৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : রাজশাহী মহানগরীতে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা আকরাম হোসেনকে হত্যা মামলায় ২ জন আসামিকে আটক করেছে র‌্যাব-৫। 

আটককৃতরা হলেন, রাজশাহী মহানগরীর তালাইমারি শহীদ মিনার এলাকার নান্টু (২৮) ও খোকন মিয়া (২৮)। 

গতকাল শুক্রবার দিবাগত রাতে নওগাঁ সদর থানার রামরায়পুর আড়ারাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই র‌্যাব তাদের আটক করতে সক্ষম হয়। 

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় র‌্যাব-৫ রাজশাহীর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানান র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, মৃত আকরাম হোসেন (৫২) একজন বাস চালক ছিলেন। আটক আসামি নান্টু তার প্রতিবেশি। ভিকটিমের পরিবারের সঙ্গে নান্টুর পূর্বশত্রুতা ছিল। 

নিহতের মেয়ে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। ঘটনার দিন বিকেল সাড়ে ৪টায় ওই  মেয়ে প্রাইভেট পড়া শেষ করে তালাইমারি শহিদ মিনার এলাকায় অটোরিকশা থেকে নেমে বাসায় যাওয়ার পথে আসামি নান্টু ও তার সহযোগীরা তাকে গালিগালাজ ও উত্ত্যক্ত করে। 

এ সময় নিহত আকরামের মেয়ে তাদেরকে কিছু না বলে তার বাসায় গিয়ে বাবা আকরাম হোসেনকে গালিগালাজের কথা জানায়। আকরাম নান্টুর বাবাকে বিষয়টি জানায়। 

এতে নান্টু আরও ক্ষীপ্ত হয়। এরপর ১৬ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে জনৈক মনিরের (৬৫) বাড়ির সামনের রাস্তা দিয়ে নিহত আকরামের ছেলে ও মামলার বাদী ইমাম হোসেন অনন্ত (২৪) নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে আসামি নান্টু ও তার সহযোগী ৯ থেকে ১০ জন মিলে লোহার রড, বাঁশের লাঠি, লাকড়ি, ইট নিয়ে হত্যার উদ্দেশ্য এলোপাতাড়ি মারধর শুরু করে। ইমাম হোসেন জীবন বাঁচতে চিৎকার করলে তার বাবা আকরাম হোসেন  (৫২)  ঘটনাস্থলে উপস্থিত হলে আসামীরা তাকেও মারধর করা শুরু করে। ঘটনার একপর্যায়ে আকরামের মাথায় ইট দিয়ে আঘাত করলে তিনি রক্তাক্ত হয়ে গুরুতর আহত হন। 

স্থানীয়রা ও পরিবারের লোকজন এগিয়ে আসলে আসামীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

পরে মারাত্মকভাবে আহত আকরামকে অটোরিকশা করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করে। 
ঘটনার পর এলাকাবাসী আসামীদেরকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও বিচারের দাবিতে লাশ নিয়ে রাজশাহী মহানগরের তালাইমারি শহিদ মিনার এলাকায় মানববন্ধন করে। 

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে আরএমপির বোয়ালিয়া মডেল থানায় ৭ জনকে আসামি ও আরও ৩ থেকে ৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের  করেন। 

মামলার পর পুলিশের পাশাপাশি র‌্যাব আসামিদের ধরতে অভিযান শুরু করে। এর ধারাবাহিকতায় শুক্রবার রাতে র‌্যাব-৫ রাজশাহীর একটি দল নওগাঁ সদর থানার রামরায়পুর আড়ারাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামি নান্টু ও খোকন মিয়াকে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেসি থেকে ট্রাম্প: এআই অ্যাকশন ফিগারের হিড়িক নেট দুনিয়ায়
একমাত্র মেয়ের সুন্দর ভবিষ্যৎ চান শহীদ জাকিরের স্ত্রী সালমা
শিশুর বামনত্ব : চ্যালেঞ্জ ও মোকাবিলার উপায়
শহীদ জাহাঙ্গীরের স্মৃতি বুকে নিয়ে দিন কাটে মেয়ে সিনথিয়ার
স্বপ্ন-সাধ তুচ্ছ করে দেশের জন্য জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন শহীদ শ্রাবণ
দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
গাজীপুর সাফারী পার্ক থেকে বিপন্ন বন্যপ্রাণী লেমুর চুরির ঘটনায় একজন গ্রেফতার 
সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে আলাদা বেতন কাঠামো প্রয়োজন : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপিতে দুই দিনে ২ হাজার ৭৯৭ মামলা 
১০