চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‘বিশ্ব হিমোফিলিয়া’ দিবস পালিত

বাসস
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৮:১০
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হেমোটোলজি বিভাগ ও হিমোফিলিয়া সোসাইটি অফ বাংলাদেশের যৌথ উদ্যোগে র‌্যালিসহ নানা আয়োজনের মাধ্যমে ‘বিশ্ব হিমোফিলিয়া দিবস-২০২৫’ পালিত হয়েছে।ছবি : বাসস

চট্টগ্রাম, ১৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হেমোটোলজি বিভাগ ও হিমোফিলিয়া সোসাইটি অফ বাংলাদেশের যৌথ উদ্যোগে র‌্যালিসহ নানা আয়োজনের মাধ্যমে ‘বিশ্ব হিমোফিলিয়া দিবস-২০২৫’ পালিত হয়েছে।

‘হিমোফিলিয়া’ হচ্ছে একটি বংশানুক্রমিক জিনগত রোগ। এই রোগে রক্ত জমাট বাঁধতে সমস্যা হয়, তাই একবার রক্তনালী কেটে গেলে রক্তপাত বন্ধ হয় না। ওয়ার্ল্ড ফেডারেশন অফ হিমোফিলিয়া’র প্রতিষ্ঠাতা ফ্র্যাঙ্ক স্নাবেলের জন্মদিনের সম্মানে ১৯৮৯ সাল থেকে ১৭ এপ্রিল বিশ্ব হিমোফিলিয়া দিবস উদযাপিত হয়।

দিবসটি উপলক্ষে আজ শনিবার (১৯ এপ্রিল) সকালে চমেক ক্যাম্পাসে বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন ও হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আজকের এই দিবস পালনের মূল উদ্দেশ্য হলো- হিমোফিলিয়া ও অন্যান্য রক্তক্ষরণ জনিত রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। রোগীদের মানসম্মত চিকিৎসা নিশ্চিতকরণ এবং সমাজে এই রোগ নিয়ে বিদ্যমান ভুল ধারণা দূর করা।

বক্তারা বলেন, চমেক হাসপাতালের এই উদ্যোগ হিমোফিলিয়া রোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি সমাজে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে এবং রোগীদের মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।

পরে র‌্যালিটি চট্টগ্রাম মেডিকেল কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সচেতনাতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণের মাধ্যমে শেষ হয়। র‌্যালিতে চট্টগ্রাম মেডিকেল কলেজের হেমোটোলজি বিভাগের সব কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০