কিশোরগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালতের চারলাখ টাকা জরিমানা

বাসস
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৮:২১
চারলাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত।ছবি : বাসস

কিশোরগঞ্জ, ১৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজলায় আজ খাদ্যে ক্ষতিকর রং, নিবন্ধন ও মোড়কীকরণ ব্যতীত খাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত।

আজ শনিবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা ও সামারি ট্রায়ালের মাধ্যমে এ জরিমানা করেন।

জেলার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যালয় সূত্রে জানা গেছে, বিশুদ্ধ খাদ্য আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় নিবন্ধন ও মোড়কীকরণ ব্যতীত দই উৎপাদন ও বিক্রির দায়ে নয়ন ঘোষের দোকানকে একলাখ টাকা, মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং ব্যবহারের দায়ে একই এলাকার সানি বেকারিকে একলাখ টাকা, শহরের একরামপুর এলাকার লক্ষীনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার ও জগতলক্ষী মিষ্টান্ন ভান্ডার উভয় প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশ ও যথাযথ মোড়কীকরন ব্যতীত দই বিক্রির দায়ে একলাখ টাকা করে মোট দুইলাখ টাকা জরিমানা করা হয়। 

এছাড়াও বিভিন্ন বেকারিতে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য জব্দ ও ধ্বংস করা হয়।

এ সময় কিশোরগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল-সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০