বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

বাসস
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৯:৩২
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে বিশিষ্ট কৃষি উদ্যোক্তা স্পেকট্রা হেক্সা ফিডস লিমিটেডের ডিরেক্টর এবং সিইও কৃষি অর্থনীতিবিদ মো. আহসানুজ্জামান লিস্ট এবং মহাসচিব হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থ সংস্থান ও ব্যাংকিং বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর গোলাম হাফেজ কেনেডি আগামী দুই বছরের জন্য দায়িত্বভার গ্রহণ করেছেন।

আজ শনিবার রাজধানীর ফার্মগেইটের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের কনফারেন্স রুমে এ দায়িত্ব হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়।সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে জানানো হয়, সমিতির জ্যৈষ্ঠ সহ-সভাপতি হিসেবে সরকারের সাবেক সচিব আনোয়ারুল ইসলাম সিকদার, সহ-সভাপতি হিসেবে ড. মো. মিজানুর রহমান, প্রফেসর ড. মুহাম্মদ আখতারুজ্জামান, ড. ফাতেমা ওয়াদুদ শিলা, মো. মুজিবর রহমান ও প্রফেসর ড. মো. মিজানুর রহমান সরকার, যুগ্ম মহাসচিব হিসেবে শেখ মুহাম্মদ মাসউদ, ড. এস. এম. মনিরুজ্জামান ও মো. আল আরিফ হাসান এবং কোষাধ্যক্ষ হিসেবে সাবেক অতিরিক্ত সচিব মো. আজিজুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

৬০ সদস্য বিশিষ্ট কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে সুরুজ্জামান শুভ, দপ্তর সম্পাদক হিসেবে মিটুল কুমার সাহা, সহ-দপ্তর সম্পাদক হিসেবে মো. ওয়াহিদুল ইসলাম (পিন্তু), প্রচার সম্পাদক হিসেবে মো. শোয়ায়িব খান তারিক, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মুহাম্মদ রাজীব সুলতান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে প্রফেসর ড. মো. আখতারুজ্জামান খান, মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে পারভিন আক্তার, গবেষণা সম্পাদক হিসেবে প্রফেসর ড. মো. ওয়াকিলুর রহমান, প্রকাশনা সম্পাদক হিসেবে সরকারের সাবেক অতিরিক্ত সচিব ড. রনজিত কুমার সরকার, সহ-প্রকাশনা সম্পাদক হিসেবে গোলাম রব্বানী রাব্বি, সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে আফরোজা রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে ড. নছিবা আক্তার দায়িত্ব পান।

এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন ড. মুজিবুল হক চুন্নু, শামিমুর রহমান শামীম, সাজ্জাদুল হাসান, আবুল কালাম আজাদ, মো. জাকির হোসেন, মিজানুর রহমান স্বপন, মো. সামিউল হক টুটুল, আতাউর রহমান, নুরুল আহসান এন্ড্রু, মো. আবুল মনছুর, মো. আব্দুল আলীম মাহমুদ, মো. আব্দুর রউফ, মো. মাহবুবুর রহমান মুকুল, প্রফেসর ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমান, ড. প্রফেসর মিজানুল হক কাজল, মো. শরিফুল ইসলাম, ড. মো. মোশারফ উদ্দিন মোল্লা, প্রফেসর ড. হুমায়ুন কবির, ড. মেহেজেবুন্নেসা রহমান টুম্পা, প্রফেসর ড. জসিম উদ্দিন আহমদ, প্রফেসর ড. মো. মামুন আর রশিদ, ড. মো. আব্দুল মজিদ প্রামানিক, শামীমা আক্তার, ড. এ কে এম মাহবুবুল রশিদ গোলাপ, ড. মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রফেসর ড. কাজী তামিম রহমান, মো. ইকবাল, মো. আবু জাফর সিদ্দিক, মো. মমিনুল হক, মো. মাহফুজুর হোসেন, মো. মেহেদী হাসান, মো. শফিকুল ইসলাম, এ এম শোয়াইব, মো. জিয়াউল কবীর রাতুল, মো. গোলাম মর্তুজা সেলিম, কাজী নাফিস ছোয়াদ ও রকিবুল হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০