সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বাসস
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ২০:০১ আপডেট: : ১৯ এপ্রিল ২০২৫, ২০:০৩

সিলেট, ১৯ এপ্রিল, ২০২৫ (বাসস): সিলেটে ট্রাকাচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও অপর একজন আহত হয়েছেন। 

আজ শনিবার বিকেল ৫টার দিকে নগরের চৌহাট্টাস্থ আলপাইন রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, নিহত ব্যক্তির নাম শহিদ আহমদ চৌধুরী (৫৮)। তিনি সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার নেছার আহমদ চৌধুরীর ছেলে।

ওসি জানান, শনিবার বিকেলে একটি ট্রাক নয়াসড়ক থেকে চৌহাট্টার দিকে যাচ্ছিল। আলপাইন রেস্টুরেন্টের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ট্রাকটি চলে যায়। ঘটনাস্থলে মোটরসাইকেল চালক শহিদ আহমদের মৃত্যু হয়। গুরুতর আহত হয় মোটরসাইকেলের অন্য আরোহী।

নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি। এই ঘটনায় কোনো মামলা এখনও হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০