সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বাসস
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ২০:০১ আপডেট: : ১৯ এপ্রিল ২০২৫, ২০:০৩

সিলেট, ১৯ এপ্রিল, ২০২৫ (বাসস): সিলেটে ট্রাকাচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও অপর একজন আহত হয়েছেন। 

আজ শনিবার বিকেল ৫টার দিকে নগরের চৌহাট্টাস্থ আলপাইন রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, নিহত ব্যক্তির নাম শহিদ আহমদ চৌধুরী (৫৮)। তিনি সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার নেছার আহমদ চৌধুরীর ছেলে।

ওসি জানান, শনিবার বিকেলে একটি ট্রাক নয়াসড়ক থেকে চৌহাট্টার দিকে যাচ্ছিল। আলপাইন রেস্টুরেন্টের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ট্রাকটি চলে যায়। ঘটনাস্থলে মোটরসাইকেল চালক শহিদ আহমদের মৃত্যু হয়। গুরুতর আহত হয় মোটরসাইকেলের অন্য আরোহী।

নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি। এই ঘটনায় কোনো মামলা এখনও হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গত এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৯১
লন্ডন থেকে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া
ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত নতুন বাংলাদেশকে সঠিকভাবে পুনর্গঠন করতে হবে : গোলাম পরওয়ার
রমনা বিভাগের ডিসি মাসুদকে নিয়ে এআই প্রযুক্তির বিভ্রান্তিকর ছবি, ডিএমপির প্রতিবাদ
সচিব হলেন মঈন উদ্দিন আহমেদ
উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬২ কর্মকর্তা
নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ে আগামী মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে ইসি
জাপানের স্বেচ্ছাসেবক নার্স পাচ্ছেন ‘ফরেন মিনিস্টারস কমেনডেশন’
হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা চলছে বেগম খালেদা জিয়ার
১০