আলেম-ওলামাগণ সামাজিক শক্তির উৎস : ধর্ম উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ২২:৩০
শনিবার চট্টগ্রামে বক্তব্য দেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি : বাসস

চট্টগ্রাম, ১৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আলেম-ওলামারা হলেন সামাজিক শক্তির উৎস। মানুষ আলেম-ওলামাদের শ্রদ্ধা করে, পছন্দ করে। তাদের কথা মেনে চলে।

আজ শনিবার চট্টগ্রামের হাটহাজারী নূরানী তালীমুল কুরআন বোর্ড-চট্টগ্রাম কর্তৃক আয়োজিত ‘শিক্ষক কর্মশালা ও সেমিনার’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের দেশের অধিকাংশ মানুষ শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করতে পারে না। শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত এর শিক্ষা দেওয়া জাতিকে আল্লাহর অভিশাপ থেকে মুক্তি দেওয়ার প্রয়াস। ২৬ হাজার মাদরাসা নূরানী তালীমুল কুরআন বোর্ডের অধীনে বিশুদ্ধ কুরআন তেলাওয়াত প্রশিক্ষণে কাজ করে যাচ্ছে। ৪০ লাখ শিক্ষার্থী প্রতি দুই মাস অন্তর অন্তর প্রশিক্ষণ নিচ্ছে। নূরানী তালীমুল কুরআন বোর্ড পৃথিবীর বিভিন্ন দেশে নানাভাবে দ্বীনের আলো ছড়িয়ে দেওয়ার কাজ করছে।

হাটহাজারী নূরানী তালীমুল কুরআন বোর্ড-চট্টগ্রামের চেয়ারম্যান মাওলানা মুফতি খলিল আহমদ কাসেমী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম মশিউজ্জামান, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু কাওসার মোহাম্মদ হোসেন, বোর্ডের মহাসচিব মওলানা মুফতী জসিমউদ্দিন, বোর্ডের অর্থসচিব মওলানা ওসমান ফয়জী, বোর্ড এর সহ-সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক মওলানা মুফতী মুহাম্মদ আলী, বোর্ড এর সহ-সভাপতি মওলানা মাহমুদুল হাসান প্রমুখ।

পরবর্তীতে উপদেষ্টা হাটহাজারী জেলা পরিষদ অডিটরিয়াম হলে বাংলা শুদ্ধ উচ্চারণ, ভাষা-সাহিত্য ও সাংবাদিকতা শেখার প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান ‘রাজবাড়ি’ এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত লেখালেখি কর্মশালা, সংবর্ধনা, আলোচনা সভা ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে কন্টেইনার জট কমাতে ‘স্টোররেন্ট’ একমাস স্থগিত
যশোরে শুরু হলো জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের রূপসা জোনের খেলা
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে এফসিটিসি’র আর্টিকেল প্রতিপালনের আহ্বান
বেরোবিতে ‘একাডেমিক নিয়ম-রীতি ও র‌্যাগিং প্রতিরোধ’ বিষয়ক সেমিনার 
আগামী ১ সেপ্টেম্বর থেকে ওএমএসের আওতায় ২৪ টাকা দরে আটা বিক্রি হবে
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় শাড়ি,ওষুধ জব্দ
রাজশাহীতে অপহৃত ব্যক্তি উদ্ধার, আটক ৮
সাবেক যুগ্ম সচিব ও আওয়ামী লীগ নেতা সিরাজুল কারাগারে
লিগ্যাল এইড-এ ৪ লাখ ৯৯ হাজার ৬৬৬ জনকে আইনি পরামর্শ সেবা
হিট প্রকল্প মূল্যায়নে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান
১০