চাঁদপুরে আগুনে পুড়েছে ১১ ব্যবসা প্রতিষ্ঠান

বাসস
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১২:৩৪
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া বাজারে লাগা আগুনে পুড়ে গেছে ১১টি ব্যবসা প্রতিষ্ঠান। ছবি : বাসস

চাঁদপুর, ২০ এপ্রিল, ২০২৫ (বাসস): চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া বাজারে রোববার মধ্যরাতে আগুনে পুড়েছে ১১টি ব্যবসা প্রতিষ্ঠান।  বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন।

বহরিয়া বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সামাদ খান,নাসির খান,লিটন, ইউসুফ ভূইয়া, মালেক, নান্নু হাজী জানান, প্রথমে একজন সিএনজির ড্রাইভার বাজারে আগুন লাগার দৃশ্য দেখে। পরে মাইকিং করে এবং ফায়ার সার্ভিস খবর দেয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পুড়েছে ১১টি ব্যবসা প্রতিষ্ঠান।  অগ্নিকাণ্ডে  আমাদের  কাপড়ের দোকান, খাবার হোটেল, স্বর্ণের দোকান, ফার্মেসী, মাইক ও ব্যাটারি দোকান, টেইলার্সসহ প্রায় ১১টি দোকান  ক্ষতিগ্রস্ত হয়েছে। 

চাঁদপুর দক্ষিণ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সামছুল আলম বলেন, আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমান এখনো নির্ধারণ করা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০