দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

বাসস
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৪:১৯

দিনাজপুর, ২০ এপ্রিল, ২০২৫(বাসস) : দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর পৌর এলাকার পল্লবীর মোড়ে আজ পিক-আপ ভ্যানের ধাক্কায়  একজন এসএসসি পরীক্ষার্থী নিহত এবং একজন আহত হয়েছে।
মৃত পরীক্ষার্থী মো. হাসান আলী (১৬) জেলার বিরামপুর উপজেলার পৌর এলাকার থানাপাড়া মহল্লার  মিলন হোসেনের পুত্র।

আজ রোববার বেলা সাড়ে ১২ টায় দিনাজপুর বিরামপুর থানার ওসি পরিদর্শক মো. মমতাজুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ রোববার সকাল সাড়ে ৯ টায় দু'জন এসএসসি পরীক্ষার্থী মোটরসাইকেল যোগে তাদের বাড়ি থেকে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছিলেন।  দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর পৌর এলাকার পল্লবীর মোড় নামক স্থানে পৌঁছলে পিছন থেকে আসা পিকআপ ভ্যান ওই মোটরসাইকেলের আরোহীদের ধাক্কা দেয়। ফলে মোটরসাইকেলের চালকসহ দুই পরীক্ষার্থী পড়ে গিয়ে আহত হন। 

আহত দুজন এসএসসি পরীক্ষার্থীকে প্রত্যক্ষ-দর্শীরা উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. ফরহাদ হোসেন এসএসসি পরীক্ষার্থী মো. হাসান আলীকে মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেল চালক মো. নাঈম হোসেন (১৬) গুরুতর আহত অবস্থায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেতে চিকিৎসাধীন রয়েছে। আহত মো. নাঈম হোসেন বিরামপুর উপজেলা থানাপাড়ার নিয়ামুল হকের পুত্র বলে পরিচয় জানা যায়।

পুলিশের সূত্রটি জানায়, দুর্ঘটনার পর ঘাতক পিক-আপ ভ্যানটি দ্রুত পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া পিক-আপ ভ্যানটি ডিজিটাল পদ্ধতি অনুসরণ শনাক্ত করতে পুলিশ কাজ করছেন। নিহত এসএসসি পরীক্ষার্থী হাসানের মরদেহের সুরতহাল  রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। লাশ জরুরি ভিত্তিতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

লাশের ময়না তদন্ত সম্পন্ন হলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
স্থানীয় নির্বাচন দ্রুত প্রয়োজন: তোফায়েল আহমেদ
রাবি প্রেসক্লাবের নেতৃত্বে মাহিন ও মিশন
রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের প্রচেষ্টা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: পিডিবি চেয়ারম্যান
এই মুহূর্তে রাজনৈতিক ঐক্য জরুরি : মির্জা ফখরুল
ফেনীর যুবলীগ নেতা চট্টগ্রামে গ্রেফতার
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র
সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না: তোফায়েল আহমেদ
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার হলে নিষিদ্ধ সামগ্রীসহ প্রবেশ করা যাবে না
১০