ছাত্র-শিক্ষকই হলো শিক্ষার মূল অনুষঙ্গ: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৯:৩৮
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ফাইল ছবি

ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫ (বাসস) : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষার অনুষঙ্গ হচ্ছে ছাত্র-শিক্ষক। আমাদের কাজ হচ্ছে এতে সহযোগিতা করা।

আজ মিরপুরের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত 'প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৫ এর পরবর্তী সেক্টর প্রোগ্রাম ডিজাইনিং' সংক্রান্ত ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা চাই যে, আমাদের শিশুরা সাক্ষর হয়ে উঠুক, তাদের ভাষায় এবং গণিতে। 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোছা. নূরজাহান খাতুন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের 'প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৪' এর অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফরিদ আহমদ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা দিনব্যাপী এই ওয়ার্কশপে অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রীর সাক্ষাৎ
এএফসি এশিয়ান কাপের পট চূড়ান্ত
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত
নতুন মামলায় গ্রেফতার আনিসুল ও ইনু
আরও ১৩টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
দালাল বিরোধী অভিযানে ১৩ জনকে কারাদন্ড দিয়েছে র‌্যাব-২ এর ভ্রাম্যমান আদালত
ডিএমপি’র ওয়ারী বিভাগের সাবেক ডিসি ইকবাল সাময়িক বরখাস্ত
মোহাম্মদপুরে সিটিটিসি’র অভিযানে তরুণ গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার
ইউরোপা লিগ থেকে অবনমনের বিপক্ষে আপিল করেছে প্যালেস
চুনতি অভয়ারণ্যে রেললাইনে হাতির পাল
১০