চাঁদপুরে খাদ্যদ্রব্যে ভেজাল, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

বাসস
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ২০:১৪

চাঁদপুর, ২২ এপ্রিল, ২০২৫ (বাসস): ভোক্তা অধিকার লঙ্ঘন করে চাঁদপুরে খাবার তৈরিতে ভেজাল মিশিয়ে বিক্রি করার দায়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে জেলা শহরের পুরান বাজারে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনাকালে এই জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই অভিযান পরিচালনা করেন।

আব্দুল্লাহ আল ইমরান বলেন, শহরের পুরান বাজার অভিযান চালিয়ে কাচা কলায় ক্ষতিকর রাসায়নিক স্প্রে করে পাকানোর দায়ে মোক্তার হোসেন নামে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা, নষ্ট পচা মরিচ ভাঙিয়ে বিক্রয় করায় ইউসুফ খান নামে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা এবং হলুদের সঙ্গে রং মিশিয়ে বিক্রয় করায় ব্যবসায়ী দুলাল সাহাকে ৩০ হাজার টাকাসহ মোট ৬০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য-ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুতদারি করা থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়।

ক্যাবের প্রতিনিধি এবং পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রীর সাক্ষাৎ
এএফসি এশিয়ান কাপের পট চূড়ান্ত
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত
নতুন মামলায় গ্রেফতার আনিসুল ও ইনু
আরও ১৩টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
দালাল বিরোধী অভিযানে ১৩ জনকে কারাদন্ড দিয়েছে র‌্যাব-২ এর ভ্রাম্যমান আদালত
ডিএমপি’র ওয়ারী বিভাগের সাবেক ডিসি ইকবাল সাময়িক বরখাস্ত
মোহাম্মদপুরে সিটিটিসি’র অভিযানে তরুণ গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার
ইউরোপা লিগ থেকে অবনমনের বিপক্ষে আপিল করেছে প্যালেস
চুনতি অভয়ারণ্যে রেললাইনে হাতির পাল
১০