নওগাঁয় আম বাজারজাতকরণ বিষয়ে মতবিনিময় সভা

বাসস
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ২০:১৯
নওগাঁয় আম বাজারজাতকরণ বিষয়ে মতবিনিময় সভা। ছবি: বাসস

নওগাঁ, ২২ এপ্রিল ২০২৫ (বাসস): জেলার সাপাহার উপজেলায় আজ উৎপাদিত আম বাজারজাতকরণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৪টায় সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। 

সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদের সভাপতিত্বে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে আম চাষীদের মধ্যে সাপাহার উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, জামায়াতের উপজেলা আমির আবুল খায়ের তরুণ, আম চাষি কল্যাণ সমিতির সভাপতি মোতাহার হোসেন চৌধুরী, আম আড়তদার সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিফাত, বাপ্পী সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় সাপাহার উপজেলার সব আম চাষি, বাগান মালিক এবং আম আড়ৎদারদের নিয়ে আমের ওজন নির্ধারণ, আড়ৎদারী, যানজট নিরসন ও বাজার পরিষ্কার পরিচ্ছন্নসহ বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং উৎপাদিত আম বাজারজাতকরণ সংক্রান্ত আলোচনা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কাতারে বাংলাদেশি মহিলা খেলোয়াড়রা ব্যস্ত দিন কাটিয়েছেন
টঙ্গীতে একাধিক হত্যা মামলার আসামি অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া গ্রেফতার 
কাতার বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ সমঝোতা স্মারক নবায়ন করবে
দেশের সব সেক্টরকে ধ্বংস করে গেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ : এ্যানি
ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট উপেক্ষা করা উচিত হবে না বিশ্বের : প্রধান উপদেষ্টা
হাকিম-মিলন চত্বরে ছাত্রদল নেতাকর্মীদের পরিচ্ছন্নতা অভিযান
সারা দেশে পুলিশের অভিযানে ১ হাজার ৬ শ’ ১০ জন গ্রেফতার
কুমিল্লায় বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ
সাদা পোশাকে কাউকে গ্রেফতার না করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা 
গভীর সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
১০