বিড়ালসহ বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে ভ্যানের উদ্বোধন করলেন পরিবেশ উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ২০:৩০ আপডেট: : ২২ এপ্রিল ২০২৫, ২০:৩৭
আজ যশোরে সাংবাদিকদের ব্রিফ করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি- পিআইডি

ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫ (বাসস) : বিড়ালসহ বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে  সচেতনতামূলক ভ্যানের উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মেছো বিড়ালসহ বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বাড়াতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চালু হয়েছে বিশেষ ভ্যান। এই ভ্যান ঘুরবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলা, বন্যপ্রাণী রক্ষার কথা জানিয়ে সচেতন করবে সব শ্রেণি-পেশার মানুষকে।

আজ যশোরে সচেতনতামূলক ভ্যানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার, যশোর সামাজিক বন বিভাগের সংরক্ষক, বন বিভাগের কর্মকর্তা, পরিবেশ সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

উপদেষ্টা বলেন, প্রাণীর প্রতি আমাদের সহানুভূতিশীল হতে হবে। মেছো বিড়ালসহ সব বন্যপ্রাণী রক্ষায় সচেতনতা জরুরি। প্রাণীদের প্রতি সহানুভূতি দেখিয়ে তাদের বাঁচাতে হবে। 

তিনি বলেন, অনেকে ভ্রান্ত ধারণা থেকে মেছো বিড়ালকে মেরে ফেলেন। এসব প্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে।

উল্লেখ্য, দক্ষিণ-পশ্চিমাঞ্চল, বিশেষ করে গঙ্গা-প্লাবিত এলাকা জীববৈচিত্র্যে ভরপুর। কিন্তু এই এলাকায় প্রাণী সংরক্ষণের উদ্যোগ কম। এখানে আছে মেছো বিড়াল, ধূসর হনুমান, খেকশিয়াল, মদনটাক, ঈগল, মানিকজোড়সহ নানা বিরল প্রাণী। পদ্মা ও তার শাখা নদীতে দেখা যায় বিপন্ন ঘড়িয়াল ও বিলুপ্তপ্রায় কুমিরও।

গবেষণায় দেখা গেছে, এই এলাকায় আছে ২৬০ প্রজাতির পাখি যা দেশের মোট পাখির ৪০ শতাংশের বেশি। কিন্তু যথাযথ সংরক্ষণ না থাকায় এবং বাসস্থান ধ্বংসের ফলে বন্যপ্রাণী আজ হুমকিতে। মানুষের বসতির কাছে চলে আসায় প্রাণীদের সঙ্গে দ্বন্দ্বও বাড়ছে। এতে প্রাণ হারাচ্ছে অনেক বন্যপ্রাণী। মেছো বিড়াল তার একটি দৃষ্টান্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সমুদ্র পরিবহনে কার্বন করের পক্ষে ভোটদানকারি দেশগুলোকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প চমৎকার স্বাস্থ্যের অধিকারী: চিকিৎসক
সারাদেশে কমতে পারে দিনের তাপমাত্রা 
সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে শিল্পকলা একাডেমি মহাপরিচালকের গভীর শোক
গাজায় ইসরাইলের গুলিবর্ষণ বন্ধ, বাসিন্দারা বাড়ি ফিরতে শুরু করেছে
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
১০