ধরিত্রী দিবসে ১১৬টি সামুদ্রিক কচ্ছপের বাচ্চা অবমুক্ত করেছে ইউএনডিপি

বাসস
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ২০:৫৮
ছবি: সংগৃহীত

কক্সবাজার, ২২ এপ্রিল, ২০২৫ (বাসস): ‘ধরিত্রী দিবস-২০২৫’ উপলক্ষে, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বন বিভাগ এবং পরিবেশ বিভাগের সহযোগিতায়, বঙ্গোপসাগরে ১১৬টি সামুদ্রিক কচ্ছপের বাচ্চা অবমুক্ত করেছে।

এই বছরের ধরিত্রী দিবসের প্রতিপাদ্য, ‘আমাদের শক্তি,আমাদের গ্রহ’। এই প্রতিপাদ্যকে গুরুত্ব দিয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এছাড়া জীববৈচিত্র্য রক্ষা এবং স্থানীয় জীবিকা নির্বাহ এবং দায়িত্বশীল পর্যটনের গুরুত্ব তুলে ধরে দিবসটি পালন করা হয়। 

বাংলাদেশ বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর এবং আরণ্যক ফাউন্ডেশনের সহযোগিতায় ইউএনডিপি কক্সবাজারে সামুদ্রিক কচ্ছপের বাচ্চা অবমুক্তকরণ কর্মসূচি পালন করে। গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (জিইএফ)-এর অর্থায়নে পরিচালিত জিইএফ স্মল গ্রান্টস প্রোগ্রামের আওতায় এই উদ্যোগ বাস্তবায়িত হয়।

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার কচ্ছপের বাচ্চাগুলো অবমুক্ত করেন। এসময়ে তিনি বলেন, ‘সমুদ্রে কচ্ছপের বাচ্চা অবমুক্ত করার অভিজ্ঞতা ছিল অন্যরকম। এটি আমাদের মনে করিয়ে দেয়, যখন আমরা প্রকৃতির যত্ন নেই, তখন প্রকৃতি আপন শক্তিতেই সুস্থ ও সুন্দর হয়ে ওঠে।’ 

তিনি বলেন, ‘কীভাবে স্থানীয় পর্যায়ের কর্মকাণ্ড বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখতে পারে, তার একটি দারুণ উদাহরণ হচ্ছে জিইএফ স্মল গ্রান্টস প্রোগ্রামের অধীনে এই উদ্যোগটি।

সহকারী প্রধান বন সংরক্ষক এবং এসজিপি জাতীয় পরিচালনা কমিটির সদস্য ড. মরিয়ম আখতার অস্থিতিশীল পর্যটনের মতো হুমকি মোকাবেলায় জাতীয় উন্নয়ন পরিকল্পনায় জীববৈচিত্র্য সংরক্ষণকে একীভূত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এবং এসজিপি এনএসসির সহযোগী সদস্য পাপিয়া সুলতানা ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীববৈচিত্র্যের ক্ষতি রোধ এবং বাস্তুতন্ত্র রক্ষার জন্য একটি জাতীয় জীববৈচিত্র্য তহবিল গঠনের প্রস্তাব করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুদানের এল-ফাশারে আরএসএফ ড্রোন হামলায় ৩০ জন নিহত
মেক্সিকোতে ভারী বৃষ্টিপাতে ২৮ জনের মৃত্যু
চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
যুক্তরাষ্ট্রের আইডাহোতে কাতারের বিমান ঘাঁটি নির্মাণে যুক্তরাষ্ট্রের চুক্তি
হাইতিতে অপুষ্টির ঝুঁকিতে প্রায় ৬০ লাখ মানুষ: জাতিসংঘ প্রতিবেদন
মার্কিন বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিখোঁজ ১৯
পিসিএ সমঝোতা দ্রুততম সময়ে সম্পন্ন করতে বাংলাদেশ-ইইউ ঐকমত্য
চুয়াডাঙ্গা বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন,সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় 
লিবিয়ায় আগস্ট মাসে জাতিসংঘ মিশনে রকেট হামলার ঘটনায় আটক ২
১০