চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু

বাসস
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ২৩:০২

চট্টগ্রাম, ২১ আগস্ট ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরীর রাজাপুকুর লেইন এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যের পণ্য বিক্রির সময় ট্রাক চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে নগরীর কোতোয়ালি থানার রাজাপুকুর লেইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রণজিত কর্মকার (৭০) রাজাপুকুর লেইনে ভাড়া বাসায় থাকতেন। তিনি পেশায় স্বর্ণকার ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে তিনটার দিকে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য সংগ্রহ করতে শতাধিক মানুষ লাইনে দাঁড়িয়ে ছিলেন। ট্রাকটি পৌঁছানোর পর হুড়োহুড়ির সৃষ্টি হয়। অপেক্ষাকৃত উঁচু স্থানে পার্কিং করার পর ট্রাকটি পেছনের দিকে সরে আসলে রণজিত কর্মকার চাপা পড়েন।

স্থানীয়রা উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম বলেন, টিসিবির পণ্য নেওয়ার জন্য হুড়োহুড়ির মধ্যে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে চাপা দেয়। পরে উনাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ট্রাক চালককে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবার মামলা করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নাসার মহাকাশ কর্মসূচিতে চীনা নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা
প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
লালমনিরহাটে হত্যা মামলার আসামি গ্রেফতার
সাংস্কৃতিক কূটনীতি জোরদারে ফিলিপিনো দূতাবাসের নৈশভোজ
হত্যাচেষ্টা মামলায় ডাকসু’র ভিপি প্রার্থী জালালের জামিন
চানখারপুল হত্যা মামলায় ১৩ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ
মহিলা অধিদফতরের উদ্যোগে সেলাই মেশিন ও চেক বিতরণ
নবনির্বাচিত ডাকসু নেতাদের প্রতি নাহিদের শুভেচ্ছা
সুনামগঞ্জে প্রেস কাউন্সিলের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
১০