বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব

বাসস
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ২২:৫৬
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। ফাইল ছবি

ঢাকা, ২১ আগস্ট, ২০২৫ (বাসস) : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বলেছেন, জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর-সংস্থাগুলোকে আরো গতিশীল ও আধুনিকায়ন করতে হবে।

আজ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে সচিব এ কথা বলেন।

আনোয়ার হোসেন বলেন, ‘বিজ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানগুলোর কাজের গতিশীলতা বাড়ানোর পাশাপাশি সেগুলোর আধুনিকায়ন করা হবে।’ তিনি মন্ত্রণালয়সহ সকল দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা কামনা করেন এবং এজন্য সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সচিব বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বৈজ্ঞানিক কর্মকর্তাদের উদ্ভাবন ও আবিষ্কারের মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভা বিকশিত করার পরামর্শ দেন। তাদের গবেষণা কার্যক্রম আরো বাড়ানোর ওপরও জোর দেন। তিনি গ্লাস ও সিরামিক শিল্প, পাট ও বস্ত্র খাত এবং আম প্রক্রিয়াজাতকরণ খাতে নতুন প্রযুক্তি উদ্ভাবনের তাগিদ দেন। তিনি ব্যবসা ও শিল্পের চাহিদার আলোকে গবেষণার ক্ষেত্র নির্ধারণের জন্য অংশীজনদের সম্পৃক্ত করতে কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

বিজ্ঞান সচিব বলেন, ‘নভোথিয়েটারের কার্যক্রমকে আরো কার্যকর ও দৃশ্যমান করতে হবে।’ এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরকে আরো বেশি বিজ্ঞানমেলা আয়োজনের পরামর্শ দেন তিনি।

সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন উইংয়ের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাভাবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
চাঁদপুরে ৬৮ মণ্ডপে বিএনপি নেতার অনুদান
শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : মিনু
কুমিল্লায় অটোচালক জসিম হত্যায় তিনজনের যাবজ্জীবন
ইন্দোনেশিয়ার মাদ্রাসা ধসে ৯১ জনের আটকা পড়ে আছে: কর্মকর্তা
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারের ভেতরেই : ইউএনএইচসিআর প্রধান
মরক্কোতে তরুণদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ
যশোরে পূজা হচ্ছে উৎসবমুখর : সনাতনী নেতৃবৃন্দ
আর্জেন্টিনায় তিন নারী হত্যায় সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী পেরুতে আটক
তারেক রহমানের পক্ষে মোংলায় খাদ্যসামগ্রী বিতরণ
১০