বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব

বাসস
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ২২:৫৬
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। ফাইল ছবি

ঢাকা, ২১ আগস্ট, ২০২৫ (বাসস) : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বলেছেন, জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর-সংস্থাগুলোকে আরো গতিশীল ও আধুনিকায়ন করতে হবে।

আজ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে সচিব এ কথা বলেন।

আনোয়ার হোসেন বলেন, ‘বিজ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানগুলোর কাজের গতিশীলতা বাড়ানোর পাশাপাশি সেগুলোর আধুনিকায়ন করা হবে।’ তিনি মন্ত্রণালয়সহ সকল দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা কামনা করেন এবং এজন্য সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সচিব বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বৈজ্ঞানিক কর্মকর্তাদের উদ্ভাবন ও আবিষ্কারের মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভা বিকশিত করার পরামর্শ দেন। তাদের গবেষণা কার্যক্রম আরো বাড়ানোর ওপরও জোর দেন। তিনি গ্লাস ও সিরামিক শিল্প, পাট ও বস্ত্র খাত এবং আম প্রক্রিয়াজাতকরণ খাতে নতুন প্রযুক্তি উদ্ভাবনের তাগিদ দেন। তিনি ব্যবসা ও শিল্পের চাহিদার আলোকে গবেষণার ক্ষেত্র নির্ধারণের জন্য অংশীজনদের সম্পৃক্ত করতে কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

বিজ্ঞান সচিব বলেন, ‘নভোথিয়েটারের কার্যক্রমকে আরো কার্যকর ও দৃশ্যমান করতে হবে।’ এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরকে আরো বেশি বিজ্ঞানমেলা আয়োজনের পরামর্শ দেন তিনি।

সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন উইংয়ের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে জনগণের হীনম্মন্যতার বাইরে আনতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা 
রেকর্ড জয়ে এশিয়া কাপ শুরু করল ভারত
জামায়াত নেতাদের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের বৈঠক
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
১৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসছেন টাফেল
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
তিন জেলায় দুদকের অভিযান: সেতু, স্কুল ভবন ও স্বাস্থ্যসেবায় অনিয়ম উদ্‌ঘাটন
বাছাই পর্বের শেষ ম্যাচে হারল আর্জেন্টিনা ও ব্রাজিল
৫৭ রানে অলআউট আরব আমিরাত
১০