কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ৩ যুবক নিহত 

বাসস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১১:৫৬
প্রতীকী ছবি

কুমিল্লা (দক্ষিণ), ২৩ এপ্রিল ২০২৫ (বাসস): জেলার বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ৩ যুবক নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে। 

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

সোহেল মোল্লা বলেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেনের লাইনে ভোরের দিকে যে কোন সময় এই তিন যুবক ট্রেনে কাটা পরে থাকতে পারে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। কোন ট্রেনে কাটা পরেছে বিষয়টি জানার চেষ্টা করছি।

তিনি জানান, খবর পেয়ে বুড়িচং থানা ও রেলওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়েছে। সেখানে তাদের পরিচয় শনাক্ত করার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

স্থানীয়রা জানান, ভোরে তারা ট্রেনে কাটা পড়ে। তখনও দুজন জীবিত ছিল। পরে মারা যায়।

রসুলপুর সদরের স্টেশন মাস্টার প্রসেনজিৎ চক্রবর্তী বলেন, সকাল ৮ টার দিকে রেলওয়ে স্টেশনের স্টাফরা ডিউটি করতে যায়। সেসময় স্থানীয়দের কাছে ট্রেনে কাটা পরার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আমাকে জানায়। 

তিনি বলেন, ভোর পাঁচটা থেকে আটটা পর্যন্ত কয়েকটি ট্রেন এই রুটে যায়। তারই কোনো একটা ট্রেনে কাটা পড়ে থাকতে পারে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চিতলমারীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
নেত্রকোণায় বাসের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু 
টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা 
ফিলিপাইনে কালমেগির প্রভাবে সৃষ্ট বন্যায় অন্তত ১১৪ জনের প্রাণহানি
রাশিয়ার ভলগোগ্রাদে ড্রোন হামলায় একজন নিহত
বিসিএস (পশুসম্পদ) ক্যাডারের জন্য সমন্বিত মেকআপ কোর্সের বিষয়ে প্রজ্ঞাপন জারি
মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসী আটক
খুলনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযানে ১ লাখ ৬১ হাজার টাকা জরিমানা
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
১০