কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ৩ যুবক নিহত 

বাসস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১১:৫৬
প্রতীকী ছবি

কুমিল্লা (দক্ষিণ), ২৩ এপ্রিল ২০২৫ (বাসস): জেলার বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ৩ যুবক নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে। 

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

সোহেল মোল্লা বলেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেনের লাইনে ভোরের দিকে যে কোন সময় এই তিন যুবক ট্রেনে কাটা পরে থাকতে পারে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। কোন ট্রেনে কাটা পরেছে বিষয়টি জানার চেষ্টা করছি।

তিনি জানান, খবর পেয়ে বুড়িচং থানা ও রেলওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়েছে। সেখানে তাদের পরিচয় শনাক্ত করার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

স্থানীয়রা জানান, ভোরে তারা ট্রেনে কাটা পড়ে। তখনও দুজন জীবিত ছিল। পরে মারা যায়।

রসুলপুর সদরের স্টেশন মাস্টার প্রসেনজিৎ চক্রবর্তী বলেন, সকাল ৮ টার দিকে রেলওয়ে স্টেশনের স্টাফরা ডিউটি করতে যায়। সেসময় স্থানীয়দের কাছে ট্রেনে কাটা পরার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আমাকে জানায়। 

তিনি বলেন, ভোর পাঁচটা থেকে আটটা পর্যন্ত কয়েকটি ট্রেন এই রুটে যায়। তারই কোনো একটা ট্রেনে কাটা পড়ে থাকতে পারে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে জাতীয় ফুটবল দল
রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
ময়মনসিংহে খালেদা জিয়ার কারামুক্তি দিবসে দোয়া ও আলোচনা সভা 
খামারে হিট স্ট্রেস সমস্যার সমাধান দিবে বাকৃবি শিক্ষার্থীর উদ্ভাবিত এআই প্রযুক্তি
সাতক্ষীরায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সম্মেলন 
মাইলস্টোন ট্র্যাজেডি: বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেল আরও ৩ শিক্ষার্থী
দিনাজপুর হাবিপ্রবি জুলাই আন্দোলনে ৭৯ জন হামলাকারী ছাত্রলীগের নাম প্রকাশ
কুমিরের সঙ্গে কুস্তি করা ইনফ্লুয়েন্সার সম্পর্কে তদন্ত শুরু অস্ট্রেলিয়ায়
মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
১০