কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ৩ যুবক নিহত 

বাসস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১১:৫৬
প্রতীকী ছবি

কুমিল্লা (দক্ষিণ), ২৩ এপ্রিল ২০২৫ (বাসস): জেলার বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ৩ যুবক নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে। 

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

সোহেল মোল্লা বলেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেনের লাইনে ভোরের দিকে যে কোন সময় এই তিন যুবক ট্রেনে কাটা পরে থাকতে পারে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। কোন ট্রেনে কাটা পরেছে বিষয়টি জানার চেষ্টা করছি।

তিনি জানান, খবর পেয়ে বুড়িচং থানা ও রেলওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়েছে। সেখানে তাদের পরিচয় শনাক্ত করার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

স্থানীয়রা জানান, ভোরে তারা ট্রেনে কাটা পড়ে। তখনও দুজন জীবিত ছিল। পরে মারা যায়।

রসুলপুর সদরের স্টেশন মাস্টার প্রসেনজিৎ চক্রবর্তী বলেন, সকাল ৮ টার দিকে রেলওয়ে স্টেশনের স্টাফরা ডিউটি করতে যায়। সেসময় স্থানীয়দের কাছে ট্রেনে কাটা পরার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আমাকে জানায়। 

তিনি বলেন, ভোর পাঁচটা থেকে আটটা পর্যন্ত কয়েকটি ট্রেন এই রুটে যায়। তারই কোনো একটা ট্রেনে কাটা পড়ে থাকতে পারে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে ৩৮ বছরের শিক্ষকতা শেষে শ্রদ্ধা-ভালবাসায় প্রধান শিক্ষকের বিদায়
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম হাসপাতালে
ডাকসু প্রার্থী তালিকা প্রকাশ: বৈধ প্রার্থী ৪৬২ জন
যৌথ বাহিনী এক সপ্তাহের অভিযানে সারাদেশে আটক ৫৬
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৫ জন গ্রেফতার
চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল: ফাওজুল কবির খান
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা    
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
১০