কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ৩ যুবক নিহত 

বাসস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১১:৫৬
প্রতীকী ছবি

কুমিল্লা (দক্ষিণ), ২৩ এপ্রিল ২০২৫ (বাসস): জেলার বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ৩ যুবক নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে। 

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

সোহেল মোল্লা বলেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেনের লাইনে ভোরের দিকে যে কোন সময় এই তিন যুবক ট্রেনে কাটা পরে থাকতে পারে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। কোন ট্রেনে কাটা পরেছে বিষয়টি জানার চেষ্টা করছি।

তিনি জানান, খবর পেয়ে বুড়িচং থানা ও রেলওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়েছে। সেখানে তাদের পরিচয় শনাক্ত করার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

স্থানীয়রা জানান, ভোরে তারা ট্রেনে কাটা পড়ে। তখনও দুজন জীবিত ছিল। পরে মারা যায়।

রসুলপুর সদরের স্টেশন মাস্টার প্রসেনজিৎ চক্রবর্তী বলেন, সকাল ৮ টার দিকে রেলওয়ে স্টেশনের স্টাফরা ডিউটি করতে যায়। সেসময় স্থানীয়দের কাছে ট্রেনে কাটা পরার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আমাকে জানায়। 

তিনি বলেন, ভোর পাঁচটা থেকে আটটা পর্যন্ত কয়েকটি ট্রেন এই রুটে যায়। তারই কোনো একটা ট্রেনে কাটা পড়ে থাকতে পারে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
জামায়াত আমীরের সঙ্গে মার্কিন চার্জ দ্য এ্যাফেয়ার্সের সাক্ষাৎ
উত্তরার দুর্ঘটনায় শোক : দুপুরের পর হাইকোর্টে বিচারিক কার্যক্রম স্থগিত
বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭; মরদেহ হস্তান্তর ২০ জনের 
বৈমানিক তৌকিরের মৃত্যুতে কৃষ্ণচন্দ্রপুর গ্রামে শোকের ছায়া
বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় অর্থনীতি সমিতির শোক
ঢাকায় নিহত পাইলট তৌকিরের দাফন রাজশাহীতে, চলছে কবর খনন
বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার : প্রেস উইং
কুড়িগ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত
১০