ঝিনাইদহে ট্রাকের চাপায় নৈশ প্রহরীর মৃত্যু

বাসস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১২:০২
ছবি: বাসস

ঝিনাইদহ, ২৩ এপ্রিল ২০২৫ (বাসস): ঝিনাইদহে ট্রাকের চাপায় বাদল মোল্লা (৫৫) নামে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। নিহত বাদল মোল্লা সদর উপজেলার ছোট কামারকুন্ডু উত্তরপাড়া গ্রামের মোকছেদ আলীর পুত্র। তিনি আলহেরা মোড় এলাকায় নৈশপ্রহরীর কাজ করতেন।

আজ ভোর ৫ টার দিকে হামদহ বাইপাস সংলগ্ন আল হেরা অ্যাকাডেমির সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে দায়িত্ব পালনকালে বাদল মোল্লা ঝিনাইদহ-যশোর মহাসড়কের পশ্চিম পাশে দাঁড়িয়ে ছিলেন । ওই সময় কালীগঞ্জ থেকে ঝিনাইদহ শহরগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বাদল মোল্লা নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা যায়নি। তবে ঘাতক ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
জামায়াত আমীরের সঙ্গে মার্কিন চার্জ দ্য এ্যাফেয়ার্সের সাক্ষাৎ
উত্তরার দুর্ঘটনায় শোক : দুপুরের পর হাইকোর্টে বিচারিক কার্যক্রম স্থগিত
বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭; মরদেহ হস্তান্তর ২০ জনের 
বৈমানিক তৌকিরের মৃত্যুতে কৃষ্ণচন্দ্রপুর গ্রামে শোকের ছায়া
বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় অর্থনীতি সমিতির শোক
ঢাকায় নিহত পাইলট তৌকিরের দাফন রাজশাহীতে, চলছে কবর খনন
বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার : প্রেস উইং
কুড়িগ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত
১০