দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

বাসস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১২:০৮

ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজধানী ঢাকাসহ রংপুর ও ময়মনসিংহ বিভাগ এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এতে আরও বলা হয়েছে, রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা ছড়িয়ে পড়তে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যৌথভাবে যশোর ও রাজশাহীতে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজ বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য, আজ ভোর ৬ টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ৩৫ মিলিমিটার বা মিমি।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। ঢাকায় বাতাসের গতি দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩০ মিনিটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
জামায়াত আমীরের সঙ্গে মার্কিন চার্জ দ্য এ্যাফেয়ার্সের সাক্ষাৎ
বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭; মরদেহ হস্তান্তর ২০ জনের 
বৈমানিক তৌকিরের মৃত্যুতে কৃষ্ণচন্দ্রপুর গ্রামে শোকের ছায়া
বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় অর্থনীতি সমিতির শোক
ঢাকায় নিহত পাইলট তৌকিরের দাফন রাজশাহীতে, চলছে কবর খনন
বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার : প্রেস উইং
কুড়িগ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত
বরগুনার অগ্নিকাণ্ডের ভিডিও দিয়ে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
১০