চট্টগ্রাম (দক্ষিণ), ২৩ এপ্রিল, ২০২৫ (বাসস):জেলার বোয়ালখালীতে ৩০০ কৃষককে দেওয়া হয়েছে আউশ ধানের প্রণোদনা।
কৃষি কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আউশ ধানের আবাদ ও উৎপাদন বাড়াতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করে।
আজ বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এ প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রহমত উল্লাহ। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. আতিক উল্লাহ।
প্রণোদনা হিসেবে জনপ্রতি কৃষককে ৫ কেজি উফশী ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ ও বীজ সংরক্ষণ কর্মকর্তা তপন কান্তি দে, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সৌমিত্র দে, শিবু কান্তি নাথ, লক্ষণ কুমার কারণ, ফরিদুল আলম, জয়নাল আবেদীন, সুপ্রিয়া চৌধুরী ও মঞ্জুর মোর্শেদ।