দিনাজপুরে একটি মিল থেকে ১২০০ বস্তা পচা গম জব্দ

বাসস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৪:০১
দিনাজপুরে ১২শ’ বস্তা পচা গম জব্দ করে পুনর্ভবা নদীতে ফেলে দেওয়া হয়েছে। ছবি : বাসস

দিনাজপুর, ২৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : দিনাজপুর শহরের পুলহাট এলাকার একটি হাসকিং মিলের চাতাল থেকে জেলা প্রশাসন ১২০০ বস্তা পচা গম জব্দ করেছে। জব্দকৃত গম পুনর্ভবা নদীর পানিতে ফেলে দেওয়া হয়েছে।

বুধবার  দিনাজপুর ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুর দুইটায় দিনাজপুর জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়ালের নেতৃত্বে শহরের পুলহাট বাণিজ্যিক এলাকার একটি মিলের চাতালে এই অভিযান চালানো হয়। এ সময় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালকসহ জেলা খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বোরহান উদ্দিন বলেন, জব্দ করা ১২০০ বস্তা পচা গম দিনাজপুর শহরের বাণিজ্যিক এলাকার পুলহাটে একটি মিলের চাতালে শুকানোর সময় এই অভিযান চালানো হয়।

সূত্রটি জানায়, জব্দকৃত পচা গমগুলি এতটাই খারাপ ছিল যে, কোনোভাবেই খাওয়া যেত না। অথচ এই পচা গমগুলি পিষে ভাল গমের আটার সাথে মিশিয়ে চালিয়ে দেয়ার জন্য শুকানো হচ্ছিল। এলাকাবাসীর পক্ষ থেকে বিষয়টি জেলা প্রশাসনকে জানালে জেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। 

পাটোয়ারী বিজনেস হাউজ এর মালিক শহীদুর রহমান পাটোয়ারী জব্দকৃত পচা গমের বিষয়ে সত্যতা স্বীকার করে বলেন, জেলার বীরগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রাম থেকে গমগুলি ট্রাকে করে আনার সময় বৃষ্টির পানিতে ভিজে গিয়েছিল। ট্রাকে কোনো ত্রিপল ছিল না। এ কারণে বৃষ্টিতে ভিজে গম গুলি পচে গিয়েছে। 

দিনাজপুর ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক বলেন, অভিযানে কোন ধরনের  জরিমানা করা হয়নি। তবে জব্দকৃত পচা গমগুলি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে দিনাজপুর শহরের পাশে দিয়ে প্রবাহিত পুনর্ভবা নদীতে ফেলে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুদানের এল-ফাশারে আরএসএফ ড্রোন হামলায় ৩০ জন নিহত
মেক্সিকোতে ভারী বৃষ্টিপাতে ২৮ জনের মৃত্যু
চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
যুক্তরাষ্ট্রের আইডাহোতে কাতারের বিমান ঘাঁটি নির্মাণে যুক্তরাষ্ট্রের চুক্তি
হাইতিতে অপুষ্টির ঝুঁকিতে প্রায় ৬০ লাখ মানুষ: জাতিসংঘ প্রতিবেদন
মার্কিন বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিখোঁজ ১৯
পিসিএ সমঝোতা দ্রুততম সময়ে সম্পন্ন করতে বাংলাদেশ-ইইউ ঐকমত্য
চুয়াডাঙ্গা বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন,সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় 
লিবিয়ায় আগস্ট মাসে জাতিসংঘ মিশনে রকেট হামলার ঘটনায় আটক ২
১০