পিরোজপুর, ২৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নতুন ছয়তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ভবনের উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ আশরাফুল আলম খান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলজিইডি-র অতিরিক্ত প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবর তালুকদার, সিনিয়র শিক্ষক বিবেকানন্দ মজুমদার ও কাজী মনিরুল ইসলাম প্রমুখ।