হাবিপ্রবি'র ২২ শিক্ষার্থী থাইল্যান্ডে ইন্টার্নশিপে সুযোগ 

বাসস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৫:১০
থাইল্যান্ডের মহাসারাখাম বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপের সুযোগ পেলেন দিনাজপুর হাবিপ্রবির ২২ শিক্ষার্থী। ছবি: বাসস

দিনাজপুর, ২৩ এপ্রিল, ২০২৫ (বাসস): দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এর ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স অনুষদের (ডিভিএম) ২২ শিক্ষার্থী থাইল্যান্ডের মহাসারাখাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ইন্টার্নশিপ (ক্লিনিক্যাল ট্রেনিং) প্রোগ্রামে অংশ গ্রহণের সুযোগ পেয়েছেন।

গতকাল মঙ্গলবার রাত ১১টায় হাবিপ্রবি'র জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। তিনি প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার রাত ১০ টা ৪৫ মিনিটে হাবিপ্রবি'র ২২ জন শিক্ষার্থী সুষ্ঠুভাবে ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ গ্রহণের জন্য তারা থাইল্যান্ডে পৌঁছে গেছেন।  মহাসারাখাম বিশ্ববিদ্যালয় থাইল্যান্ডের মহাসারাখাম প্রদেশের একটি রাজকীয় সরকারি বিশ্ববিদ্যালয়, যা উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক ভাবে স্বীকৃত। 

এই বিশ্ববিদ্যালয়ের পশু চিকিৎসা অনুষদটি বিশেষ ভাবে প্রশংসিত। যা শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ শিক্ষা ও প্রশিক্ষণ পরিবেশ প্রদান করবে।

হাবিপ্রবি'র বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ড.মো. জাহাঙ্গীর কবির জানান, ইন্টার্নশিপ (ক্লিনিক্যাল ট্রেনিং) প্রোগ্রামে হাবিপ্রবি’র ডিভিএম ১৭ ব্যাচ থেকে মোট ২২ শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার রাতে তারা থাইল্যান্ডে পৌঁছে গেছেন। আজ বুধবার থেকে তাদের ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু হয়ে, আগামী ১২ মে পর্যন্ত চলবে। ইন্টার্নশিপটি মহাসারাখাম বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদের অধীনে অনুষ্ঠিত হবে। যেখানে শিক্ষার্থীরা পোষা প্রাণী এবং গৃহপালিত প্রাণীর অভ্যন্তরীণ চিকিৎসা, সার্জারি এবং ইনপেশেন্ট কেয়ার সম্পর্কে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দোহায় ফায়ারসাইড চ্যাটে যোগ দিলেন অধ্যাপক ইউনূস
আমরা সংখ্যালঘু আর সংখ্যাগুরু রাজনীতিতে বিশ্বাসী নই: ডা. শফিকুর রহমান
জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগের দেয়া সকল রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবি শিবিরের
জনদুর্ভোগ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
বাংলাদেশ এবং ওএফআইডি’র মধ্যে চুক্তি
কাতারের বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব প্রধান উপদেষ্টার
সন্দ্বীপে নৌবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
তিস্তার পানি প্রশ্নে কোনো ধরনের কূটনৈতিক রাজনীতি হোক তা দেখতে চাই না: তারেক রহমান
রাজউকের ‘টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট ও বিল্ডিং কন্সট্রাকশন অ্যাক্ট’ নতুন করে প্রণয়ন করা হবে: পরিবেশ উপদেষ্টা 
১০