হাবিপ্রবি'র ২২ শিক্ষার্থী থাইল্যান্ডে ইন্টার্নশিপে সুযোগ 

বাসস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৫:১০
থাইল্যান্ডের মহাসারাখাম বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপের সুযোগ পেলেন দিনাজপুর হাবিপ্রবির ২২ শিক্ষার্থী। ছবি: বাসস

দিনাজপুর, ২৩ এপ্রিল, ২০২৫ (বাসস): দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এর ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স অনুষদের (ডিভিএম) ২২ শিক্ষার্থী থাইল্যান্ডের মহাসারাখাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ইন্টার্নশিপ (ক্লিনিক্যাল ট্রেনিং) প্রোগ্রামে অংশ গ্রহণের সুযোগ পেয়েছেন।

গতকাল মঙ্গলবার রাত ১১টায় হাবিপ্রবি'র জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। তিনি প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার রাত ১০ টা ৪৫ মিনিটে হাবিপ্রবি'র ২২ জন শিক্ষার্থী সুষ্ঠুভাবে ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ গ্রহণের জন্য তারা থাইল্যান্ডে পৌঁছে গেছেন।  মহাসারাখাম বিশ্ববিদ্যালয় থাইল্যান্ডের মহাসারাখাম প্রদেশের একটি রাজকীয় সরকারি বিশ্ববিদ্যালয়, যা উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক ভাবে স্বীকৃত। 

এই বিশ্ববিদ্যালয়ের পশু চিকিৎসা অনুষদটি বিশেষ ভাবে প্রশংসিত। যা শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ শিক্ষা ও প্রশিক্ষণ পরিবেশ প্রদান করবে।

হাবিপ্রবি'র বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ড.মো. জাহাঙ্গীর কবির জানান, ইন্টার্নশিপ (ক্লিনিক্যাল ট্রেনিং) প্রোগ্রামে হাবিপ্রবি’র ডিভিএম ১৭ ব্যাচ থেকে মোট ২২ শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার রাতে তারা থাইল্যান্ডে পৌঁছে গেছেন। আজ বুধবার থেকে তাদের ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু হয়ে, আগামী ১২ মে পর্যন্ত চলবে। ইন্টার্নশিপটি মহাসারাখাম বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদের অধীনে অনুষ্ঠিত হবে। যেখানে শিক্ষার্থীরা পোষা প্রাণী এবং গৃহপালিত প্রাণীর অভ্যন্তরীণ চিকিৎসা, সার্জারি এবং ইনপেশেন্ট কেয়ার সম্পর্কে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের তৎপর থাকার নির্দেশ রেল কর্তৃপক্ষের
আওয়ামী লীগ নেতা রাহাত হোসেনকে গ্রেফতার করেছে ডিবি
পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কাল শুরু
ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড় : মাহফুজ আলম
শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসিকে দুদকের চিঠি
পরিবেশ রক্ষায় সব মন্ত্রণালয়কে দায়িত্ব নিতে হবে : পরিবেশ উপদেষ্টা
সাতদিনের মধ্যে এভারেস্ট জয় করে ঘরে ফিরতে চান ৪ সাবেক ব্রিটিশ সেনা
জনবান্ধব ভূমি সেবা প্রতিষ্ঠায় মন্ত্রণালয় অঙ্গীকারাবব্ধ : সিনিয়র সচিব
গাজার অধিবাসীদের সরে যেতে বলেছে ইসরাইলি সেনাবাহিনী
প্রতিরক্ষা প্রদর্শনীতে জাপানের ‘রেলগান’ চমক
১০