পিরোজপুরে হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড

বাসস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৬:০১ আপডেট: : ২৩ এপ্রিল ২০২৫, ১৬:০৮
ছবি : সংগৃহীত

পিরোজপুর, ২৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার ভান্ডারিয়া উপজেলায় এমদাদুল ফরাজী নামে এক যুবককে হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে পিরোজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোক্তাগীর আলম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের মজিদ হাওলাদারের ছেলে মো. হাচান হাওলাদার (৩৫) এবং গোপালগঞ্জের কাশিয়ানী থানার ঘোনাপাড়া গ্রামের ছেলে প্রিন্স মোল্লা (৪২)।

নিহত এমদাদুল ফরাজী (৩০) ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের ছেলে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু জানান, ২০০৮ সালের ৩ মার্চ আসামীরা এমদাদুল ফরাজীর ভাড়ায় চালিত মোটরসাইকেলযোগে সাফা বন্দর এলাকা থেকে চরখালীতে যায়। সেখান থেকে মোটরসাইকেল চালক এমদাদুলকে সঙ্গে নিয়ে তারা ভান্ডারিয়া-মঠবাড়িয়া সড়কের দারুল হুদা মাদ্রাসা এলাকায় গিয়ে তাকে হত্যা করে এবং মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।

পরদিন ৪ মার্চ নিহতের বাবা খান জাহান আলী ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন ভান্ডারিয়া থানার এসআই আলাউদ্দিন একই বছরের ২৫ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক দুই আসামিকে দোষী সাব্যস্ত করে রায় প্রদান করেন। তবে রায় ঘোষণার সময় আসামীরা পলাতক ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে ৩৮ বছরের শিক্ষকতা শেষে শ্রদ্ধা-ভালবাসায় প্রধান শিক্ষকের বিদায়
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম হাসপাতালে
ডাকসু প্রার্থী তালিকা প্রকাশ: বৈধ প্রার্থী ৪৬২ জন
যৌথ বাহিনী এক সপ্তাহের অভিযানে সারাদেশে আটক ৫৬
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৫ জন গ্রেফতার
চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল: ফাওজুল কবির খান
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা    
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
১০