পিরোজপুরে হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড

বাসস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৬:০১ আপডেট: : ২৩ এপ্রিল ২০২৫, ১৬:০৮
ছবি : সংগৃহীত

পিরোজপুর, ২৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার ভান্ডারিয়া উপজেলায় এমদাদুল ফরাজী নামে এক যুবককে হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে পিরোজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোক্তাগীর আলম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের মজিদ হাওলাদারের ছেলে মো. হাচান হাওলাদার (৩৫) এবং গোপালগঞ্জের কাশিয়ানী থানার ঘোনাপাড়া গ্রামের ছেলে প্রিন্স মোল্লা (৪২)।

নিহত এমদাদুল ফরাজী (৩০) ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের ছেলে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু জানান, ২০০৮ সালের ৩ মার্চ আসামীরা এমদাদুল ফরাজীর ভাড়ায় চালিত মোটরসাইকেলযোগে সাফা বন্দর এলাকা থেকে চরখালীতে যায়। সেখান থেকে মোটরসাইকেল চালক এমদাদুলকে সঙ্গে নিয়ে তারা ভান্ডারিয়া-মঠবাড়িয়া সড়কের দারুল হুদা মাদ্রাসা এলাকায় গিয়ে তাকে হত্যা করে এবং মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।

পরদিন ৪ মার্চ নিহতের বাবা খান জাহান আলী ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন ভান্ডারিয়া থানার এসআই আলাউদ্দিন একই বছরের ২৫ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক দুই আসামিকে দোষী সাব্যস্ত করে রায় প্রদান করেন। তবে রায় ঘোষণার সময় আসামীরা পলাতক ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চিতলমারীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
নেত্রকোণায় বাসের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু 
টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা 
ফিলিপাইনে কালমেগির প্রভাবে সৃষ্ট বন্যায় অন্তত ১১৪ জনের প্রাণহানি
রাশিয়ার ভলগোগ্রাদে ড্রোন হামলায় একজন নিহত
বিসিএস (পশুসম্পদ) ক্যাডারের জন্য সমন্বিত মেকআপ কোর্সের বিষয়ে প্রজ্ঞাপন জারি
মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসী আটক
খুলনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযানে ১ লাখ ৬১ হাজার টাকা জরিমানা
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
১০