পিরোজপুরে হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড

বাসস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৬:০১ আপডেট: : ২৩ এপ্রিল ২০২৫, ১৬:০৮
ছবি : সংগৃহীত

পিরোজপুর, ২৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার ভান্ডারিয়া উপজেলায় এমদাদুল ফরাজী নামে এক যুবককে হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে পিরোজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোক্তাগীর আলম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের মজিদ হাওলাদারের ছেলে মো. হাচান হাওলাদার (৩৫) এবং গোপালগঞ্জের কাশিয়ানী থানার ঘোনাপাড়া গ্রামের ছেলে প্রিন্স মোল্লা (৪২)।

নিহত এমদাদুল ফরাজী (৩০) ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের ছেলে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু জানান, ২০০৮ সালের ৩ মার্চ আসামীরা এমদাদুল ফরাজীর ভাড়ায় চালিত মোটরসাইকেলযোগে সাফা বন্দর এলাকা থেকে চরখালীতে যায়। সেখান থেকে মোটরসাইকেল চালক এমদাদুলকে সঙ্গে নিয়ে তারা ভান্ডারিয়া-মঠবাড়িয়া সড়কের দারুল হুদা মাদ্রাসা এলাকায় গিয়ে তাকে হত্যা করে এবং মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।

পরদিন ৪ মার্চ নিহতের বাবা খান জাহান আলী ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন ভান্ডারিয়া থানার এসআই আলাউদ্দিন একই বছরের ২৫ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক দুই আসামিকে দোষী সাব্যস্ত করে রায় প্রদান করেন। তবে রায় ঘোষণার সময় আসামীরা পলাতক ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বায়তুল মুকাররম প্রাঙ্গণে ইসলামি বইমেলা শুরু কাল 
ইরানের ক্ষতিগ্রস্ত স্থাপনার নিচে এখনো রয়েছে সমৃদ্ধ পারমাণবিক উপাদান
নাইজারে সন্দেহভাজন জিহাদিরা সেনাদের হত্যা করেছে 
ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি ইসরাইলের
মিরসরাইয়ে কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কা, বাবা-মেয়ের মৃত্যু
হাইকোর্টের বিচারপতি মো. আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গৃহীত
ভারী বর্ষণের সম্ভাবনা ৪ বিভাগে, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত
দক্ষিণ সুদানের ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে খুন ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ 
কানাডার অর্থনীতি জোরদারে মার্ক কার্নির বড় প্রকল্প ঘোষণা
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক
১০