পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

বাসস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৬:২৬

পঞ্চগড়, ২৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার দেবীগঞ্জে ইটবাহী ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে জিনেদিন জিদান নামের ৬ বছর বয়সি এক স্কুল শিক্ষার্থীর নিহত হয়েছে।

আজ বুধবার সকালের দিকে দেবীগঞ্জ পৌরসভার শহরের সবুজপাড়ার দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় শিশুটির বাবা নজরুল ইসলাম (৪৫), বড় বোন নওরিন জাহান (১০) ও ট্রাক্টর চালকের সহকারী কাঞ্চন (৩০) আহত হয়েছেন। আহতদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত কাঞ্চনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত জিদান দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের বলরামপুর প্রধানপাড়ার শিক্ষক নজরুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম শ্রেণীতে পড়তো।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নজরুল ইসলাম তার দুই সন্তানকে মোটরসাইকেল যোগে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ইটবোঝাই ট্রাক্টর তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে জিদান মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। পরে তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জিদানকে মৃত ঘোষণা করেন।

দেবীগঞ্জ থানার ওসি সোহেল রানা বলেন, ঘটনার পর চালক পালিয়ে যায়। শিশুটির মরদেহ পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বায়তুল মুকাররম প্রাঙ্গণে ইসলামি বইমেলা শুরু কাল 
ইরানের ক্ষতিগ্রস্ত স্থাপনার নিচে এখনো রয়েছে সমৃদ্ধ পারমাণবিক উপাদান
নাইজারে সন্দেহভাজন জিহাদিরা সেনাদের হত্যা করেছে 
ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি ইসরাইলের
মিরসরাইয়ে কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কা, বাবা-মেয়ের মৃত্যু
হাইকোর্টের বিচারপতি মো. আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গৃহীত
ভারী বর্ষণের সম্ভাবনা ৪ বিভাগে, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত
দক্ষিণ সুদানের ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে খুন ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ 
কানাডার অর্থনীতি জোরদারে মার্ক কার্নির বড় প্রকল্প ঘোষণা
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক
১০