সুনামগঞ্জে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার

বাসস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৬:৩৪
সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার ‘সুস্বাস্থ্যের জন্য পুষ্টি ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

সুনামগঞ্জ, ২৩ এপ্রিল ২০২৫ (বাসস) : জেলায় আজ ‘সুস্বাস্থ্যের জন্য পুষ্টি ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)-এর সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

বারটান-এর নির্বাহী পরিচালক (উপ-সচিব) রেহেনা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

সুনামগঞ্জ আঞ্চলিক বারটানের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মুশফিকুস সালেহীন-এর সঞ্চালনায় এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারটানের প্রধান কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুর রাজ্জাক।

সেমিনারে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তফা ইকবাল আজাদ, ডেপুটি সিভিল সার্জন ডা. সুকদেব সাহা, জেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রেজাউল আলম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শরীফ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। 

সেমিনারে বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে পুষ্টি জ্ঞান সমৃদ্ধ করে তুলতে হবে। পুষ্টি সমৃদ্ধ জাতি মানেই একটি সমৃদ্ধশালী জাতি। তাই ভবিষ্যৎ প্রজন্মকে পুষ্টি সমৃদ্ধ করে তুলতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে পুষ্টি সচেতনতা বিষয়ক সেমিনার আয়োজন করা প্রয়োজন।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রেমিট্যান্স প্রবাহে ১৯ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ
বিএফআইডিসি আন্তর্জাতিক বাজারে রপ্তানি সম্ভাবনা তৈরি করতে সক্ষম : রিজওয়ানা হাসান
গণপূর্ত অধিদপ্তরের দুই উপ-সহকারী প্রকৌশলীকে বাধ্যতামূলক অবসর
স্ত্রীসহ বগুড়ার সাবেক এমপি রিপুর দেশত্যাগের নিষেধাজ্ঞা
স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা মিঠু কারাগারে
সাংবাদিক ভিসার মেয়াদ না কমাতে যুক্তরাষ্ট্রের প্রতি সংবাদ সংস্থাগুলোর আহ্বান
যত দ্রুত সম্ভব সঙ্কট নিরসনের চেষ্টা করছি : নেপালের প্রেসিডেন্ট
বগুড়ায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
দুর্গাপূজায় নৌ পুলিশের অঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে : অতিরিক্ত আইজিপি
১০