কক্সবাজারে টেকনাফের দুর্গম পাহাড়ে নিখোঁজ হওয়া সিলেটের ছয় যুবক উদ্ধার

বাসস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৬:৫০
ছবি : সংগৃহীত

সিলেট, ২৩ এপ্রিল, ২০২২ (বাসস) : কক্সবাজারে রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে নিখোঁজ হওয়া সিলেটের জকিগঞ্জ উপজেলার ছয় যুবককে টেকনাফের পাহাড় থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে টেকনাফের বাহারছড়া পাহাড় থেকে তাদেরকে উদ্ধার করা হয়।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে মোবাইল ফোন ট্রেকিং করে তাদের অবস্থান শনাক্ত করে পুলিশ। এরপর বাহারছড়ার শিলখালীর দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে যুবকদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ছয়জন হলেন-  রশিদ আহমদ (২০), মারুফ আহমদ (১৮), শাহিন আহমদ (২১), এমাদ উদ্দিন (২২), খালেদ হাসান (১৯) ও আব্দুল জলিল (৫৫)। তারা সবাই সিলেটের জকিগঞ্জ উপজেলার ঈদগাবাজার এলাকার পশ্চিম লোহারমহল গ্রামের বাসিন্দা।

অপহৃত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৫ এপ্রিল কাজের সন্ধানে সিলেটের জকিগঞ্জ থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন ছয়জন। ১৬ এপ্রিল কক্সবাজারে পৌঁছে সবাই পরিবারের সঙ্গে মুঠোফোনে কথাও বলেন। এরপর সবার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। নিখোঁজ ব্যক্তিদের পরিবারের কয়েকজন সদস্য গতকাল সোমবার বিকেলে কক্সবাজারের টেকনাফে পৌঁছে অপহরণের অভিযোগ করেন। এরপর পুলিশ অভিযানে নামে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, পুলিশের একটি দল বিকেল থেকে টেকনাফের পাহাড়ের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। রাত পৌনে ৯টার দিকে পুলিশের একটি দল সমুদ্র উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের শিলখালী গ্রামের পূর্ব পাশের পাহাড়ের একটি আস্তানা থেকে অপহৃত ছয়জনকে উদ্ধার করে। অপহরণকারী দলের সদস্যদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

অপহৃত পরিবারের সদস্য বাহার উদ্দিন জানান, গতকাল দুপুরে অপহৃত রশিদ আহমদের মুঠোফোন নম্বর থেকে কল দিয়ে তার ভাইকে বলা হয়, অপহৃত ছয়জন টেকনাফের বাহারছড়ার পাহাড়ের আস্তানায় বন্দী আছেন। রাতেই তাদের বাহারছড়া সৈকত থেকে ট্রলারে তুলে সমুদ্রপথে ইন্দোনেশিয়া পাঠানো হবে। ওই ছয়জনের মধ্যে বাহার উদ্দিনের আরও এক ভাই এমাদ উদ্দিনও রয়েছেন। ফোন পাওয়ার পরপরই খবরটি বাহার উদ্দিন পুলিশকে জানান।

সিলেটের জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, জকিগঞ্জ থেকে কাজের উদ্দেশে কক্সবাজার গিয়ে নিখোঁজ হওয়া ছয়জন রাজমিস্ত্রী শ্রমিককে টেকনাফ থানা পুলিশ অক্ষতবস্থায় উদ্ধার করে জকিগঞ্জ থানা পুলিশকে খবর জানিয়েছে। এ ঘটনায় কাউকে এখনও আটক করার খবর পাওয়া যায়নি। উদ্ধারকৃতদের জকিগঞ্জে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিমান দুর্ঘটনায় বেগম খালেদা জিয়ার শোক : নেতাকর্মীদের হতাহতদের পরিবারের পাশে থাকার আহ্বান
আহতদের চিকিৎসার ব্যবস্থা করছি : প্রধান উপদেষ্টা
আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান তথ্য উপদেষ্টার
ঢাকায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় চীনের শোক
বিমান দুর্ঘটনায় আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার নির্দেশ স্বাস্থ্য উপদেষ্টার
২০২৬ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই
উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় জাপানের শোক
বিমান দুর্ঘটনায় আহতদের পরিবহনের সুবিধার্থে মেট্রোরেলে বিশেষ ব্যবস্থা
সরকারি অর্থ অপচয় ও সেবায় অনিয়মের অভিযোগে দুটি ট্রেনে দুদকের অভিযান
উত্তরায় বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে উপদেষ্টাদের শোক
১০