গাজীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত   

বাসস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৭:৫১

গাজীপুর, ২৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার শ্রীপুর উপজেলায় আজ একটি সিএনজি-চালিত অটোরিকশা নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে আনসারুল (৬৫) নামের একব্যক্তি নিহত হয়েছেন।

আজ বুধবার সকালে মাওনা-বরমী আঞ্চলিক মহাসড়কে উপজেলার টেপিরবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আনসারুল রংপুরের বদরগঞ্জ উপজেলার সর্দারপাড়া গ্রামের মৃত মইন উদ্দিনের ছেলে। 

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। নিহত ও আহতরা সবাই সিএনজি- চালিত অটোরিকশার যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর সোয়া ৫ টার দিকে একটি সিএনজি- চালিত অটোরিকশা ৫ জন যাত্রী নিয়ে মাওনা পল্লীবিদ্যুৎ মোড় এলাকা থেকে বরমী যাচ্ছিল। পথিমধ্যে সিএনজি- চালিত অটোরিকশাটি টেপিরবাড়ী এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে অটোরিকশার ৫ যাত্রী আহত হন। আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশার যাত্রী আনসারুলকে মৃত ঘোষনা করেন। 

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আসমা-উল হোসনা জানান, মৃত অবস্থায় আনসারুল নামের একজনকে হাসপাতালে আনা হয়েছিল। বাকি ৪ জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সড়ক দুর্ঘটনায় একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন জানান, নিহত আনসারুলের মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রেমিট্যান্স প্রবাহে ১৯ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ
বিএফআইডিসি আন্তর্জাতিক বাজারে রপ্তানি সম্ভাবনা তৈরি করতে সক্ষম : রিজওয়ানা হাসান
গণপূর্ত অধিদপ্তরের দুই উপ-সহকারী প্রকৌশলীকে বাধ্যতামূলক অবসর
স্ত্রীসহ বগুড়ার সাবেক এমপি রিপুর দেশত্যাগের নিষেধাজ্ঞা
স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা মিঠু কারাগারে
সাংবাদিক ভিসার মেয়াদ না কমাতে যুক্তরাষ্ট্রের প্রতি সংবাদ সংস্থাগুলোর আহ্বান
যত দ্রুত সম্ভব সঙ্কট নিরসনের চেষ্টা করছি : নেপালের প্রেসিডেন্ট
বগুড়ায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
দুর্গাপূজায় নৌ পুলিশের অঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে : অতিরিক্ত আইজিপি
১০