অন্তর্বর্তী সরকার এসেছে একটি ঐতিহাসিক ধারার মধ্য দিয়ে : সমাজকল্যাণ উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৭:৫১ আপডেট: : ২৩ এপ্রিল ২০২৫, ১৮:১২
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: পিআইডি

ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি সুন্দর দেশ হিসেবে পরিচিত করে তুলতে চাই। ঠিক তেমনি সমাজকল্যাণ মন্ত্রণালয়কেও সেরা মন্ত্রণালয় হিসেবে পরিচিত করে তুলতে চাই। 

উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এসেছে একটি ঐতিহাসিক ধারার মধ্য দিয়ে। 

তিনি আজ বুধবার আগারগাঁও সমাজসেবা অধিদপ্তরে মধুমতি মিলনায়তনে দু’দিনব্যাপী ‘সামাজিক উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবেলায় অংশীজনদের নিয়ে পথচলা’ মূলভাবনায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সম্মেলন, ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা এ সব কথা বলেন।

উপদেষ্টা এ সময় আরও বলেন, ‘বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার যে সুযোগ পেয়েছি, এ সৌভাগ্যটা উপলব্ধি করে পিছনের জঞ্জাল, দুর্নীতির ঊর্ধ্বে থেকে আমরা আমাদের মন্ত্রণালয়কে শৃঙ্খলার মধ্যে আনবো এবং প্রজাতন্ত্রের কর্মচারী আমরা স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে কাজ করবো।’

তিনি বলেন, ‘বিগত সরকারের যে অপশাসন, দুর্নীতিতে সমাজ নিষ্পেষিত ছিল যার ফলে জুলাই আন্দোলন তারুণ্যের বিপ্লব ছিলো। ৫ আগস্টের আগে যে সকল অপশাসন প্রচলিত ছিল তা থেকে বেরিয়ে আসতে হবে। দেশ এখন নতুন মূল্যবোধ, নতুন বয়ানের জায়গায় এসে দাঁড়িয়েছে। আমরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখি, সমাজের প্রত্যন্ত অঞ্চলের অসহায়, দুস্থ মানুষের সেবা করার যে স্বপ্ন দেখি এই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে আরও স্বচ্ছ হতে হবে।’

সম্মেলনে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন।

সম্মেলনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উচ্চ পর্যায়ের কর্মকর্তারা, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্ট, শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল এবং সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় সমাজসেবা কার্যালয়, জেলা সমাজসেবা কার্যালয়সহ সদর কার্যালয়ের উপ-পরিচালকগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দোহায় ফায়ারসাইড চ্যাটে যোগ দিলেন অধ্যাপক ইউনূস
আমরা সংখ্যালঘু আর সংখ্যাগুরু রাজনীতিতে বিশ্বাসী নই: ডা. শফিকুর রহমান
জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগের দেয়া সকল রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবি শিবিরের
জনদুর্ভোগ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
বাংলাদেশ এবং ওএফআইডি’র মধ্যে চুক্তি
কাতারের বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব প্রধান উপদেষ্টার
সন্দ্বীপে নৌবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
তিস্তার পানি প্রশ্নে কোনো ধরনের কূটনৈতিক রাজনীতি হোক তা দেখতে চাই না: তারেক রহমান
রাজউকের ‘টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট ও বিল্ডিং কন্সট্রাকশন অ্যাক্ট’ নতুন করে প্রণয়ন করা হবে: পরিবেশ উপদেষ্টা 
১০