নওগাঁয় সড়ক দুর্ঘটনায় একজন নিহত 

বাসস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৮:২৪

নওগাঁ, ২৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার পোরশা উপজেলায় আজ ট্রাক্টরের সাথে মোটর সাইকেলের সংঘর্ষে নাজমুল হক সুমন (২১) নামের একব্যক্তি নিহত হয়েছেন।

আজ বুধবার দুপুরে পোরশা উপজেলার নিতপুর-সারাইগাছী সড়কের বড় ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নাজমুল হক সুমন জেলার পোরশা উপজেলার নিতপুর পুরাতন পাড়ার মজিবর রহমানের ছেলে। এ দুর্ঘটনায় আজিম উদ্দীন (২৩) নামের আরও একজন আহত হয়েছেন। 

জানা গেছে, আজ বুধবার দুপুরে সুমন ও আজিম উদ্দীন একটি মোটরসাইকেল যোগে বাড়ি থেকে নিতপুর-সারাইগাছী সড়ক হয়ে সুতরইল মোড়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা বড় ব্রিজ এলাকায় পৌঁছিলে মাটিবাহী একটি ট্রাক্টর হঠাৎ দক্ষিন পাশ থেকে রাস্তায় উঠলে মোটরসাইকেলের সাথে সেটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাজমুল হক সুমন নিহত হন। এ ঘটনায় আহত আজিম উদ্দীনকে উদ্ধার করে প্রথমে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বিকালে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নাজমুল হক সুমনের মরদেহ নওগাঁ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দোহায় ফায়ারসাইড চ্যাটে যোগ দিলেন অধ্যাপক ইউনূস
আমরা সংখ্যালঘু আর সংখ্যাগুরু রাজনীতিতে বিশ্বাসী নই: ডা. শফিকুর রহমান
জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগের দেয়া সকল রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবি শিবিরের
জনদুর্ভোগ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
বাংলাদেশ এবং ওএফআইডি’র মধ্যে চুক্তি
কাতারের বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব প্রধান উপদেষ্টার
সন্দ্বীপে নৌবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
তিস্তার পানি প্রশ্নে কোনো ধরনের কূটনৈতিক রাজনীতি হোক তা দেখতে চাই না: তারেক রহমান
রাজউকের ‘টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট ও বিল্ডিং কন্সট্রাকশন অ্যাক্ট’ নতুন করে প্রণয়ন করা হবে: পরিবেশ উপদেষ্টা 
১০