নওগাঁ, ২৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার পোরশা উপজেলায় আজ ট্রাক্টরের সাথে মোটর সাইকেলের সংঘর্ষে নাজমুল হক সুমন (২১) নামের একব্যক্তি নিহত হয়েছেন।
আজ বুধবার দুপুরে পোরশা উপজেলার নিতপুর-সারাইগাছী সড়কের বড় ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল হক সুমন জেলার পোরশা উপজেলার নিতপুর পুরাতন পাড়ার মজিবর রহমানের ছেলে। এ দুর্ঘটনায় আজিম উদ্দীন (২৩) নামের আরও একজন আহত হয়েছেন।
জানা গেছে, আজ বুধবার দুপুরে সুমন ও আজিম উদ্দীন একটি মোটরসাইকেল যোগে বাড়ি থেকে নিতপুর-সারাইগাছী সড়ক হয়ে সুতরইল মোড়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা বড় ব্রিজ এলাকায় পৌঁছিলে মাটিবাহী একটি ট্রাক্টর হঠাৎ দক্ষিন পাশ থেকে রাস্তায় উঠলে মোটরসাইকেলের সাথে সেটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাজমুল হক সুমন নিহত হন। এ ঘটনায় আহত আজিম উদ্দীনকে উদ্ধার করে প্রথমে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বিকালে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নাজমুল হক সুমনের মরদেহ নওগাঁ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।