বগুড়া, ২৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : বগুড়ায় আজ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার বিকেল তিনটায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা বগুড়ায় এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড বলে নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর।
বগুড়া আবহাওয়া অফিসের টেলিপ্রিন্টার অপারেটর শাহীদুজ্জামান সরকার জানান, বিকেল ৩টায় বগুড়ার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বোচ্চ।
তিনি জানান, এই মৌসুমে এখনো পর্যন্ত এটিই সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। আগামী দিনগুলোতে এই তাপমাত্রা আরো বাড়ার আশঙ্কা রয়েছে।