হাটহাজারীতে ব্যাটারি রিকশার সাথে বাইকের সংঘর্ষে নিহত ১

বাসস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৯:৩২

চট্টগ্রাম, ২৩ এপ্রিল, ২০২৫ (বাসস): চট্টগ্রামের হাটহাজারীতে ব্যাটারিচালিত অটোরিকশার সাথে বাইকের সংঘর্ষে মো. সাজ্জাদ (২৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো দুই জন।
বুধবার (২৩ এপ্রিল) দুপুর ২টার দিকে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজার সংলগ্ন নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের ওপর এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুরের দিকে নগরীর অক্সিজেন এলাকা থেকে বরযাত্রী নিয়ে মোটরসাইকেল সহকারে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ এলাকায় বিয়েতে যাচ্ছিলেন মো. সাজ্জাদ (২৩)। বরযাত্রীর বহরটি মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারের উত্তর পাশে কুমারী কুল রাস্তার মাথা অতিক্রম করার সময় বেপরোয়া গতিতে পাশাপাশি চলা আরেকটি বাইকের সাথে ধাক্কা লেগে রং সাইডে গিয়ে সাজ্জাদের বাইকটির একটি ব্যাটারি চালিত অটোরিকশার সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে বাইক আরোহী সাজ্জাদের মৃত্যু হয়। আহত হয় বাইকে থাকা অপর দুই ব্যক্তি। 

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম  মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের ওসি শাহাবুদ্দিন বলেন, গুরুতর আহতদের নাম ঠিকানা এখনো জানা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কাজ চলছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুদানের এল-ফাশারে আরএসএফ ড্রোন হামলায় ৩০ জন নিহত
মেক্সিকোতে ভারী বৃষ্টিপাতে ২৮ জনের মৃত্যু
চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
যুক্তরাষ্ট্রের আইডাহোতে কাতারের বিমান ঘাঁটি নির্মাণে যুক্তরাষ্ট্রের চুক্তি
হাইতিতে অপুষ্টির ঝুঁকিতে প্রায় ৬০ লাখ মানুষ: জাতিসংঘ প্রতিবেদন
মার্কিন বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিখোঁজ ১৯
পিসিএ সমঝোতা দ্রুততম সময়ে সম্পন্ন করতে বাংলাদেশ-ইইউ ঐকমত্য
চুয়াডাঙ্গা বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন,সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় 
লিবিয়ায় আগস্ট মাসে জাতিসংঘ মিশনে রকেট হামলার ঘটনায় আটক ২
১০