হাটহাজারীতে ব্যাটারি রিকশার সাথে বাইকের সংঘর্ষে নিহত ১

বাসস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৯:৩২

চট্টগ্রাম, ২৩ এপ্রিল, ২০২৫ (বাসস): চট্টগ্রামের হাটহাজারীতে ব্যাটারিচালিত অটোরিকশার সাথে বাইকের সংঘর্ষে মো. সাজ্জাদ (২৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো দুই জন।
বুধবার (২৩ এপ্রিল) দুপুর ২টার দিকে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজার সংলগ্ন নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের ওপর এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুরের দিকে নগরীর অক্সিজেন এলাকা থেকে বরযাত্রী নিয়ে মোটরসাইকেল সহকারে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ এলাকায় বিয়েতে যাচ্ছিলেন মো. সাজ্জাদ (২৩)। বরযাত্রীর বহরটি মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারের উত্তর পাশে কুমারী কুল রাস্তার মাথা অতিক্রম করার সময় বেপরোয়া গতিতে পাশাপাশি চলা আরেকটি বাইকের সাথে ধাক্কা লেগে রং সাইডে গিয়ে সাজ্জাদের বাইকটির একটি ব্যাটারি চালিত অটোরিকশার সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে বাইক আরোহী সাজ্জাদের মৃত্যু হয়। আহত হয় বাইকে থাকা অপর দুই ব্যক্তি। 

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম  মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের ওসি শাহাবুদ্দিন বলেন, গুরুতর আহতদের নাম ঠিকানা এখনো জানা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কাজ চলছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজনৈতিক বিবেচনায় দেয়া সারের লাইসেন্স বাতিল করা হবে: কৃষি উপদেষ্টা
জুলাই স্মৃতি স্মরণে হাবিপ্রবিতে থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত
২২ জুলাই: আইনশৃঙ্খলা বাহিনীর ‘চিরুনি অভিযান’ শুরু, ৪ দফা দাবিতে আন্দোলনকারীদের আল্টিমেটাম
গ্রামীণ ব্যাংকের প্রতিনিধিদলকে চীনা দূতাবাসের সংবর্ধনা 
মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানকে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই: অধ্যাপক আলী রীয়াজ
সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১,৬০২
ফিলিস্তিনে জাতিসংঘের শীর্ষ মানবিক কর্মকর্তার ভিসা নবায়ন করবে না ইসরাইল
ইন্দোনেশিয়ায় ফেরিতে অগ্নিকাণ্ডে নিহত ৩
ইসরাইলি সেনাদের গুলিতে ত্রাণ নিতে এসে নিহত ৯৩
টাঙ্গাইলে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু 
১০