চট্টগ্রামে সংঘবদ্ধ চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৯:৩৪

চট্টগ্রাম, ২৩ এপ্রিল, ২০২৫ (বাসস): চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে মূল্যবান স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ নগদ অর্থ।

বুধবার (২৩ এপ্রিল) কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর কোতোয়ালী থানা পুলিশের একটি দল নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরির ঘটনায় সরাসরি জড়িত নূর উদ্দিন, হান্নান হোসেন ও হৃদয় হাওলাদারকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ সময় গ্রেপ্তারকৃত মূল অভিযুক্ত নূর উদ্দিনের তথ্য মতে তার পাঁচলাইশ থানাধীন হামজারবাগ বাসা থেকে অভিযুক্তের স্ত্রী কুলসুম বেগমের হেফাজত থেকে নগদ টাকা ও স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। 

পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে ধরা হয় স্বর্ণ ব্যবসায়ী মানিক চন্দ্র সিংহ ও গলানো স্বর্ণ বিক্রির সঙ্গে যুক্ত রিপন চন্দ্র পালকে।

এ সময় গ্রেফতার হওয়া চুরির সঙ্গে জড়িত চক্রটির কাছ থেকে নগদ ৩ লাখ ৪৫ হাজার টাকা, গলানো স্বর্ণ ১০৭.১৭ গ্রাম (প্রায় ৯.৩ ভরি), স্বর্ণের চেইন ১টি ও স্বর্ণের ১টি আংটি উদ্ধার করা হয়। 

তিনি আরো বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং চুরির পুরো চক্রকে ধরতে তদন্ত অব্যাহত রয়েছে। 

চক্রটির সঙ্গে সংশ্লিষ্ট অন্য সদস্যদের শনাক্তে কাজ চলছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুদানের এল-ফাশারে আরএসএফ ড্রোন হামলায় ৩০ জন নিহত
মেক্সিকোতে ভারী বৃষ্টিপাতে ২৮ জনের মৃত্যু
চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
যুক্তরাষ্ট্রের আইডাহোতে কাতারের বিমান ঘাঁটি নির্মাণে যুক্তরাষ্ট্রের চুক্তি
হাইতিতে অপুষ্টির ঝুঁকিতে প্রায় ৬০ লাখ মানুষ: জাতিসংঘ প্রতিবেদন
মার্কিন বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিখোঁজ ১৯
পিসিএ সমঝোতা দ্রুততম সময়ে সম্পন্ন করতে বাংলাদেশ-ইইউ ঐকমত্য
চুয়াডাঙ্গা বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন,সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় 
লিবিয়ায় আগস্ট মাসে জাতিসংঘ মিশনে রকেট হামলার ঘটনায় আটক ২
১০