চট্টগ্রামে সংঘবদ্ধ চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৯:৩৪

চট্টগ্রাম, ২৩ এপ্রিল, ২০২৫ (বাসস): চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে মূল্যবান স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ নগদ অর্থ।

বুধবার (২৩ এপ্রিল) কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর কোতোয়ালী থানা পুলিশের একটি দল নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরির ঘটনায় সরাসরি জড়িত নূর উদ্দিন, হান্নান হোসেন ও হৃদয় হাওলাদারকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ সময় গ্রেপ্তারকৃত মূল অভিযুক্ত নূর উদ্দিনের তথ্য মতে তার পাঁচলাইশ থানাধীন হামজারবাগ বাসা থেকে অভিযুক্তের স্ত্রী কুলসুম বেগমের হেফাজত থেকে নগদ টাকা ও স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। 

পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে ধরা হয় স্বর্ণ ব্যবসায়ী মানিক চন্দ্র সিংহ ও গলানো স্বর্ণ বিক্রির সঙ্গে যুক্ত রিপন চন্দ্র পালকে।

এ সময় গ্রেফতার হওয়া চুরির সঙ্গে জড়িত চক্রটির কাছ থেকে নগদ ৩ লাখ ৪৫ হাজার টাকা, গলানো স্বর্ণ ১০৭.১৭ গ্রাম (প্রায় ৯.৩ ভরি), স্বর্ণের চেইন ১টি ও স্বর্ণের ১টি আংটি উদ্ধার করা হয়। 

তিনি আরো বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং চুরির পুরো চক্রকে ধরতে তদন্ত অব্যাহত রয়েছে। 

চক্রটির সঙ্গে সংশ্লিষ্ট অন্য সদস্যদের শনাক্তে কাজ চলছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে ৩৮ বছরের শিক্ষকতা শেষে শ্রদ্ধা-ভালবাসায় প্রধান শিক্ষকের বিদায়
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম হাসপাতালে
ডাকসু প্রার্থী তালিকা প্রকাশ: বৈধ প্রার্থী ৪৬২ জন
যৌথ বাহিনী এক সপ্তাহের অভিযানে সারাদেশে আটক ৫৬
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৫ জন গ্রেফতার
চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল: ফাওজুল কবির খান
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা    
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
১০