চট্টগ্রামে সংঘবদ্ধ চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৯:৩৪

চট্টগ্রাম, ২৩ এপ্রিল, ২০২৫ (বাসস): চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে মূল্যবান স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ নগদ অর্থ।

বুধবার (২৩ এপ্রিল) কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর কোতোয়ালী থানা পুলিশের একটি দল নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরির ঘটনায় সরাসরি জড়িত নূর উদ্দিন, হান্নান হোসেন ও হৃদয় হাওলাদারকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ সময় গ্রেপ্তারকৃত মূল অভিযুক্ত নূর উদ্দিনের তথ্য মতে তার পাঁচলাইশ থানাধীন হামজারবাগ বাসা থেকে অভিযুক্তের স্ত্রী কুলসুম বেগমের হেফাজত থেকে নগদ টাকা ও স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। 

পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে ধরা হয় স্বর্ণ ব্যবসায়ী মানিক চন্দ্র সিংহ ও গলানো স্বর্ণ বিক্রির সঙ্গে যুক্ত রিপন চন্দ্র পালকে।

এ সময় গ্রেফতার হওয়া চুরির সঙ্গে জড়িত চক্রটির কাছ থেকে নগদ ৩ লাখ ৪৫ হাজার টাকা, গলানো স্বর্ণ ১০৭.১৭ গ্রাম (প্রায় ৯.৩ ভরি), স্বর্ণের চেইন ১টি ও স্বর্ণের ১টি আংটি উদ্ধার করা হয়। 

তিনি আরো বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং চুরির পুরো চক্রকে ধরতে তদন্ত অব্যাহত রয়েছে। 

চক্রটির সঙ্গে সংশ্লিষ্ট অন্য সদস্যদের শনাক্তে কাজ চলছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে অসহায় রোগীদের হুইল চেয়ার বিতরণ
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৩৩ জন 
মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার
দুদকের ৪টি অভিযানে দুর্নীতি ও অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে
কাঠমান্ডু থেকে দেশে ফিরলেন বাংলাদেশ ফুটবল দল ও আটকে পড়া নাগরিকরা
জয় দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ
বৈষম্যের শিকার অফিসারদের আবেদনপত্র ২১ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে
দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে রাজবাড়িতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
জামায়াতের আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
‘পোপ ফেস্ট’ উদযাপনে ভ্যাটিকান রাষ্ট্রদূতের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দল
১০