নেত্রকোনায় হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, আরেকজনের যাবজ্জীবন 

বাসস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ২০:৪৭
ছবি : বাসস

নেত্রকোনা, ২৩ এপ্রিল ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলার আবদুস সোবহান (৫০) হত্যা মামলার রায়ে এমদাদ হোসেন নামের একব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং আবুল হাসেম ওরফে মো. আবুনি নামের আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালত।

আজ বুধবার দুপুরে এ রায় দেন মামলার বিচারক নেত্রকোনার সিনিয়র জেলা ও দায়রা জজ  মো.  হাফিজুর রহমান।

এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পিপি আবুল হাসেম এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মজিবুর রহমান খান তালুকদার।

রায় প্রদানকালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এমদাদ হোসেন জেল হাজতে এবং যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি আবুল হাসেম ওরফে মো. আবুনি আদালতে উপস্থিত ছিলেন।  

মৃত্যুদণ্ডপ্রাপ্ত  আসামি এমদাদ হোসেন জেলার সদর উপজেলার চন্দ্রপতিখিলার মৃত মোখশেদ আলীর ছেলে। 

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, একটি অটোরিকশা হারানোর ঘটনায় সদর উপজেলার চল্লিশা উত্তর বিলচুলঙ্গি (চন্দাপতিখিলা) এলাকার আবদুস সোবাহানকে পূর্ব পরিকল্পিতভাবে গত ২০১৯ সনের ৬ জুলাই মোবাইল ফোনে ডেকে নেয় তার চাচাতো ভাই রাসেল। এরপর তিনি বাড়ি না ফিরে না আসায় পরদিন খোঁজাখুঁজি করে একই এলাকার চাঁন মিয়ার পতিত জমির মাটি খুঁড়ে আবদুস সোবহানের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সোবহানের স্ত্রী শিউলি আক্তার বাদী হয়ে ওই দিনই নেত্রকোনা মডেল থানায় রাসেল সহ এমদাদ ও অটোরিকশার মালিক আবুল হোসেনকে আসামি করে মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে।

এই মামলার অপর আসামি রাসেলের বয়স কম থাকায় তাকে শিশু-কিশোর দণ্ডবিধিতে নেয়া হয়। রাসেল মিয়া একই এলাকার মৃত আব্দুল হামিদের সন্তান।

এ মামলায় ১৪ জনের সাক্ষ্য গ্রহণ ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ বুধবার রায় ঘোষনা করেন। নেত্রকোনার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান তাঁর রায়ে এমদাদ হোসেন নামের একব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং আবুল হাসেম ওরফে মো. আবুনি নামের আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্যান বিলাসী সাহা
দুবাই পালানোর চেষ্টা ব্যর্থ : গাজীপুরের আন্তঃজেলা ডাকাত দলের প্রধান গ্রেফতার
বিএনপি-জামায়াতের মধ্যে বিভেদ কেন প্রশ্ন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর
বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় পতন, অধিকাংশ শেয়ারের দাম কমেছে
তথ্যপ্রযুক্তি খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কারিগরি সহায়তা প্রদানের জন্য এটুআই-এ আইসিটিসি সেল খোলা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
১০