টাঙ্গাইলের গোপালপুরে পোল্ট্রি বর্জ্যে নদের জল দূষিত, বাড়ছে রোগব্যাধি

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৩:০৪
টাঙ্গাইলের গোপালপুরে পোল্ট্রি বর্জ্যে বৈরাণ ননদের জল দূষিত। ছবি: বাসস

টাঙ্গাইল, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস): জেলার গোপালপুরে পোল্ট্রি শিল্পের বর্জ্যে বৈরাণ নদের জল দূষিত হয়ে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে। পানি দূষিত হওয়ায় মরে যাচ্ছে মাছ। সেইসঙ্গে ছড়াচ্ছে রোগবালাই।

জানা যায়, প্রায় চার বছর আগে পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘৬৪ জেলার অভ্যন্তরীণ ছোট নদী, খাল, জলাশয় পুনঃখনন উপপ্রকল্প’ এর মাধ্যমে পাউবো ৬৫ কোটি টাকা ব্যয়ে বৈরাণ নদের তলদেশ খনন করে। উজান ও ভাটিতে খনন হলেও পৌর শহর অংশে নদের তেমন সংস্কার হয়নি। ফলে শহরের অংশে নদ এখন খাল।

ধোপাকান্দি থেকে পালপাড়া আনন্দময়ী দেব মন্দির পর্যন্ত দুই পাড়ের শতাধিক পোল্ট্রি ফার্ম পাইপের মাধ্যমে প্রতি দিনই নদে বর্জ্য ফেলছে। পোল্ট্রির বর্জ্যে মিথেন ও অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। এতে নদের মাটি, পানি ও বায়ু দূষিত হচ্ছে। দুর্গন্ধ ছড়িয়ে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করছে। মশা-মাছি বাড়ায় রোগবালাইয়ের প্রকোপ দেখা দিয়েছে। অথচ বর্জ্য ব্যবস্থাপনা বাধ্যতামূলক করা হচ্ছে না।

হাট বৈরাণ মহল্লার বাসিন্দাদের অভিযোগ, নদের কালচে জলে নামলে হাতপা ও শরীর চুলকায়। 

চামড়া ফুলে গিয়ে ঘা হয়। দুই পাড়ের পোল্ট্রি বর্জ্য নদে ফেলায় জল বিবর্ণ ও বিষাক্ত হচ্ছে। নদে কোনো মাছ নেই। দূষিত জলের দুর্গন্ধে বাড়িঘরে থাকা দায়।

গোপালপুর আনন্দময়ী দেবমন্দির কমিটির সাংগঠনিক সম্পাদক প্রবীর চন্দ্র জানান, দেব মন্দিরে প্রতিদিন শত শত পুন্যার্থী ও ভক্তরা আসেন। কিন্তু নদের বিষাক্ত জলের দুর্গন্ধে মন্দিরে টেকা দায়। নদের দুই পাড় জুড়ে ফেলা হয় ময়লা-আবর্জনা। পৌর প্রশাসনকে অভিযোগ দিলেও কাজ হয়নি।

উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম জানান, দখলে, দূষণে বৈরাণের মরণদশা। পোল্ট্রি খামার নদকে ধ্বংস করছে। নদের জল বিষাক্ত হচ্ছে। বাসিন্দারা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোরশেদ জানান, পোল্ট্রি শিল্পের রেজিস্ট্রেশন দেয়ার আগে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার শর্ত দেয়া হয়। কিন্তু খামার মালিকরা তা মানছেন না। দুর্গন্ধ ও রোগব্যাধি ছড়াচ্ছে। 

খামারিদের বারবার সতর্ক করা হচ্ছে।

গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন জানান, বৈরাণ নদকে দখল ও দূষণ মুক্ত করতে খুব দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুই দাবিতে বাংলাদেশ মেরিনার্স কমিউনিটির মানববন্ধন
পাকিস্তানের বিপক্ষে জয়ে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন
তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি : উত্তরের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা
বাধা দিয়ে তারুণ্যের শক্তিকে থামানো যাবে না : নাহিদ ইসলাম
শ্বেতপত্রে প্রস্তাবিত শিক্ষা বিষয়ক প্রস্তাবনাগুলো যথাসম্ভব এগিয়ে নেয়া হবে : শিক্ষা উপদেষ্টা
সিলেটে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে কর্মসূচি
কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানী পণ্য জব্দ
আওয়ামী লীগ জনগণকে স্বাধীনতার স্বপক্ষ ও বিপক্ষ শিবিরে বিভক্ত করেছে : সালাহউদ্দিন
পায়রা বন্দরের মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে এই অঞ্চল হবে অর্থনীতির চালিকাশক্তি : নৌপরিবহন উপদেষ্টা
ফিটনেসবিহীন গণপরিবহন সরিয়ে নিতে বিশেষ ঋণ দেবে সরকার: সড়ক উপদেষ্টা
১০