নেত্রকোনার হাওরাঞ্চলে  বোরো ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন 

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৪:১৫
নেত্রকোনার জেলার হাওর উপজেলায় বোরো ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন । ছবি : বাসস

নেত্রকোনা, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার হাওর উপজেলা  মোহনগঞ্জে এবার ধান কাটার মওসুমে অভ্যন্তরীণ বোরো ধান , চাল সংগ্রহ ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

আজ  বৃহস্পতিবার সকালে মোহনগঞ্জ উপজেলা এলসিডি খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর।

জেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগের আয়োজনে জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা উপজেলাসহ সংশ্লিষ্ট সকল বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে বেলা সাড়ে ১১ টায়উপজেলা পরিষদ অডিটরিয়াম কাম-মাল্টিপারপাস হলরুমে
কৃষক, মিল মালিক, খাদ্য বিভাগীয় কর্মকর্তা এবং অংশীজনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসকের সভাপতিত্বে আলোচনা সভায়  খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক  প্রধান অতিথির বক্তব্যে বলেন, কৃষকদের সঙ্গে কোনো ধরনের হয়রানি সহ্য করা হবে না।

যদি খাদ্য কর্মকর্তাদের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ পাওয়া যায়, তা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, "সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের মাধ্যমে তাদের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য কাজ করছে। কৃষকদের যাতে কোনো দুর্ভোগ পোহাতে না হয়, সে বিষয়েও খাদ্য কর্মকর্তা ও কৃষি কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে।

আলোচনা সভায়   ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আবু নঈম মোহাম্মদ সফিউল আলম,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রাফিকুজ্জামান,  জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোয়েতাছেমুর রহমান, মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ, স্থানীয় কৃষক ও কর্মকর্তা-পদস্থ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায়,   কৃষকরা যেন না ঠকেন এবং তাদের ফসলের প্রাপ্য মূল্য যেন সঠিকভাবে পেয়ে থাকেন সে দিকে খেয়াল রাখতে খাদ্য অধিদপ্তর, কৃষিবিভাগ ও মিল মালিকদের নির্দেশনা  দেওয়া হয়।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে,নেত্রকোনা জেলার দশ উপজেলায় আজ থেকে ৩১ আগস্ট সময়সীমার মধ্যে এ বছর  চলতি বোরো মওসুমে  ৩৬ টাকা কেজি দরে ১৩ হাজার ৪৩২ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ৬১ হাজার ১৬১ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ে জাকসু’র সেমিনার অনুষ্ঠিত
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কুমিল্লায় কর্মীসভা ও গণসংযোগ
মাদারীপুরে ইলিশ সংরক্ষণ অভিযানকালে ২৪ জনের কারাদণ্ড 
চাকসু নির্বাচন : ৫টি ভোটকেন্দ্রে থাকবে ৬০টি গোপন ভোটকক্ষ
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান ১৭ অক্টোবর
আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ছিটকে গেলেন এমবাপ্পে
বিমানের নিয়োগ পরীক্ষায় অসদাচরণের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি প্রয়োগ
জুলাই সনদ সইয়ের মাধ্যমে সবাই এক জায়গায় ঐক্যবদ্ধ হবে : শামসুজ্জামান দুদু
জমকালো আয়োজনে ঢাকায় শুরু হলো ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র
রিমান্ড শেষে কারাগারে নীলফামারীর সাবেক এমপি পাভেল
১০