নেত্রকোনার হাওরাঞ্চলে  বোরো ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন 

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৪:১৫
নেত্রকোনার জেলার হাওর উপজেলায় বোরো ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন । ছবি : বাসস

নেত্রকোনা, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার হাওর উপজেলা  মোহনগঞ্জে এবার ধান কাটার মওসুমে অভ্যন্তরীণ বোরো ধান , চাল সংগ্রহ ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

আজ  বৃহস্পতিবার সকালে মোহনগঞ্জ উপজেলা এলসিডি খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর।

জেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগের আয়োজনে জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা উপজেলাসহ সংশ্লিষ্ট সকল বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে বেলা সাড়ে ১১ টায়উপজেলা পরিষদ অডিটরিয়াম কাম-মাল্টিপারপাস হলরুমে
কৃষক, মিল মালিক, খাদ্য বিভাগীয় কর্মকর্তা এবং অংশীজনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসকের সভাপতিত্বে আলোচনা সভায়  খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক  প্রধান অতিথির বক্তব্যে বলেন, কৃষকদের সঙ্গে কোনো ধরনের হয়রানি সহ্য করা হবে না।

যদি খাদ্য কর্মকর্তাদের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ পাওয়া যায়, তা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, "সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের মাধ্যমে তাদের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য কাজ করছে। কৃষকদের যাতে কোনো দুর্ভোগ পোহাতে না হয়, সে বিষয়েও খাদ্য কর্মকর্তা ও কৃষি কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে।

আলোচনা সভায়   ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আবু নঈম মোহাম্মদ সফিউল আলম,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রাফিকুজ্জামান,  জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোয়েতাছেমুর রহমান, মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ, স্থানীয় কৃষক ও কর্মকর্তা-পদস্থ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায়,   কৃষকরা যেন না ঠকেন এবং তাদের ফসলের প্রাপ্য মূল্য যেন সঠিকভাবে পেয়ে থাকেন সে দিকে খেয়াল রাখতে খাদ্য অধিদপ্তর, কৃষিবিভাগ ও মিল মালিকদের নির্দেশনা  দেওয়া হয়।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে,নেত্রকোনা জেলার দশ উপজেলায় আজ থেকে ৩১ আগস্ট সময়সীমার মধ্যে এ বছর  চলতি বোরো মওসুমে  ৩৬ টাকা কেজি দরে ১৩ হাজার ৪৩২ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ৬১ হাজার ১৬১ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুই দাবিতে বাংলাদেশ মেরিনার্স কমিউনিটির মানববন্ধন
পাকিস্তানের বিপক্ষে জয়ে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন
তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি : উত্তরের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা
বাধা দিয়ে তারুণ্যের শক্তিকে থামানো যাবে না : নাহিদ ইসলাম
শ্বেতপত্রে প্রস্তাবিত শিক্ষা বিষয়ক প্রস্তাবনাগুলো যথাসম্ভব এগিয়ে নেয়া হবে : শিক্ষা উপদেষ্টা
সিলেটে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে কর্মসূচি
কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানী পণ্য জব্দ
আওয়ামী লীগ জনগণকে স্বাধীনতার স্বপক্ষ ও বিপক্ষ শিবিরে বিভক্ত করেছে : সালাহউদ্দিন
পায়রা বন্দরের মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে এই অঞ্চল হবে অর্থনীতির চালিকাশক্তি : নৌপরিবহন উপদেষ্টা
ফিটনেসবিহীন গণপরিবহন সরিয়ে নিতে বিশেষ ঋণ দেবে সরকার: সড়ক উপদেষ্টা
১০