নেত্রকোনার হাওরাঞ্চলে  বোরো ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন 

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৪:১৫
নেত্রকোনার জেলার হাওর উপজেলায় বোরো ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন । ছবি : বাসস

নেত্রকোনা, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার হাওর উপজেলা  মোহনগঞ্জে এবার ধান কাটার মওসুমে অভ্যন্তরীণ বোরো ধান , চাল সংগ্রহ ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

আজ  বৃহস্পতিবার সকালে মোহনগঞ্জ উপজেলা এলসিডি খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর।

জেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগের আয়োজনে জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা উপজেলাসহ সংশ্লিষ্ট সকল বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে বেলা সাড়ে ১১ টায়উপজেলা পরিষদ অডিটরিয়াম কাম-মাল্টিপারপাস হলরুমে
কৃষক, মিল মালিক, খাদ্য বিভাগীয় কর্মকর্তা এবং অংশীজনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসকের সভাপতিত্বে আলোচনা সভায়  খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক  প্রধান অতিথির বক্তব্যে বলেন, কৃষকদের সঙ্গে কোনো ধরনের হয়রানি সহ্য করা হবে না।

যদি খাদ্য কর্মকর্তাদের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ পাওয়া যায়, তা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, "সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের মাধ্যমে তাদের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য কাজ করছে। কৃষকদের যাতে কোনো দুর্ভোগ পোহাতে না হয়, সে বিষয়েও খাদ্য কর্মকর্তা ও কৃষি কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে।

আলোচনা সভায়   ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আবু নঈম মোহাম্মদ সফিউল আলম,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রাফিকুজ্জামান,  জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোয়েতাছেমুর রহমান, মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ, স্থানীয় কৃষক ও কর্মকর্তা-পদস্থ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায়,   কৃষকরা যেন না ঠকেন এবং তাদের ফসলের প্রাপ্য মূল্য যেন সঠিকভাবে পেয়ে থাকেন সে দিকে খেয়াল রাখতে খাদ্য অধিদপ্তর, কৃষিবিভাগ ও মিল মালিকদের নির্দেশনা  দেওয়া হয়।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে,নেত্রকোনা জেলার দশ উপজেলায় আজ থেকে ৩১ আগস্ট সময়সীমার মধ্যে এ বছর  চলতি বোরো মওসুমে  ৩৬ টাকা কেজি দরে ১৩ হাজার ৪৩২ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ৬১ হাজার ১৬১ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্যান বিলাসী সাহা
দুবাই পালানোর চেষ্টা ব্যর্থ : গাজীপুরের আন্তঃজেলা ডাকাত দলের প্রধান গ্রেফতার
বিএনপি-জামায়াতের মধ্যে বিভেদ কেন প্রশ্ন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর
বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় পতন, অধিকাংশ শেয়ারের দাম কমেছে
তথ্যপ্রযুক্তি খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কারিগরি সহায়তা প্রদানের জন্য এটুআই-এ আইসিটিসি সেল খোলা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
১০