জলাবদ্ধতা নিরসনে বাগেরহাট ওয়াপদা খাল খনন

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৪:৩৯
বাগেরহাট ওয়াপদা খাল খনন। ছবি : বাসস

বাগেরহাট, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস): বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের অধীনে ওয়াপদা খাল খনন কাজ আজ শেষ হয়েছে।০. ৩৮০ কিলোমিটার দৈর্ঘ্য এ খাল খননের কাজ শুরু হয় চলতি মাসের ১৪ এপ্রিল।

ড্রেজারের মাধ্যমে দ্রুততম সময়ে কাজটি সমাপ্ত হওয়ায় দীর্ঘ দিনের জলাবদ্ধতা  নিরসনে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের কলোনিসহ বাগেরহাট পৌরসভার বাসাবাটি মৌজার ৩ হাজার বস্তিবাসির ভোগান্তির অবসান  হয়েছে।

ভৈরব নদীর জোয়ারের পানি ও বর্ষা মৌসুমে এ এলাকার মানুষ বছরের পর বছর চরম দুর্ভোগের শিকার হন।মেসার্স থ্রি স্টার ডিজিটাল ঠিকাদার কোম্পানি এ খালটির পুনঃ খননের কাজ পেয়ে আগামী বর্ষা মৌসুমের আগেই সম্পন্ন করে। খাল খননে ব্যয় হয়েছে ১০ লাখ ৩৭ হাজার টাকা।

ওয়াপদার এ খালটি শহরের দুই কিলোমিটারে বেশি হলেও তার অধিকাংশ বেদখল হয়ে তা ছোট্ট ড্রেনের রুপ নেয়। খালটি খননের ফলে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সাধারণ বস্তির মানুষের কিছুটা হলেও স্বস্তি মিলেছে বলে বাসাবাটির স্থানীয় বাসিন্দা হাফেজ মাওলানা রুহুল আমিন খান বাসসকে জানান।

এ ছাড়া এ এলাকার বাসিন্দা মোশাররফ হোসেন জানান ,এক সময় এখালটিতে ছিলো নাব্যতা আজ তার অধিকাংশ বেদখল হলেও ওয়াপদা খাল খননের ফলে বস্তি অধ্যুষিত এলাকা বাসাবাটির ৩ হাজার মানুষের দুর্ভেগের আবসান হয়েছে।

বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মোহাম্মদ আল- বিরুনী  বাসসকে জানান, ওয়াপদা খালটি দ্রুতই পুনঃ খননের ফলে দীর্ঘদীনের জলাবদ্ধতা নিরসনে তার ওয়াপদা কলোনির এবং পৌরবাসী ভোগান্তির শিকার থেকে রক্ষা পেয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
ইসির ৬১ কর্মকর্তা বদলি
জলবায়ু পরিবর্তন আজকের বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ : ইইউ রাষ্ট্রদূত
নেপালের সাবেক প্রধান বিচারপতি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে 
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে
নোবিপ্রবিতে ‘লাইন ফলোয়িং রোবট অবস্ট্যাকল এভয়েডিং রোবট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
অভিযানে ২ লাখ ৮৫ হাজার টাকা রাজস্ব আদায় করেছে চসিক
গভীর সমুদ্রে ভাসতে থাকা ১৭ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড
অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদ মর্যাদার ১৪ কর্মকর্তা বদলি
ডাকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ঢাবি উপাচার্যের ধন্যবাদ ও কৃতজ্ঞতা
১০