জলাবদ্ধতা নিরসনে বাগেরহাট ওয়াপদা খাল খনন

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৪:৩৯
বাগেরহাট ওয়াপদা খাল খনন। ছবি : বাসস

বাগেরহাট, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস): বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের অধীনে ওয়াপদা খাল খনন কাজ আজ শেষ হয়েছে।০. ৩৮০ কিলোমিটার দৈর্ঘ্য এ খাল খননের কাজ শুরু হয় চলতি মাসের ১৪ এপ্রিল।

ড্রেজারের মাধ্যমে দ্রুততম সময়ে কাজটি সমাপ্ত হওয়ায় দীর্ঘ দিনের জলাবদ্ধতা  নিরসনে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের কলোনিসহ বাগেরহাট পৌরসভার বাসাবাটি মৌজার ৩ হাজার বস্তিবাসির ভোগান্তির অবসান  হয়েছে।

ভৈরব নদীর জোয়ারের পানি ও বর্ষা মৌসুমে এ এলাকার মানুষ বছরের পর বছর চরম দুর্ভোগের শিকার হন।মেসার্স থ্রি স্টার ডিজিটাল ঠিকাদার কোম্পানি এ খালটির পুনঃ খননের কাজ পেয়ে আগামী বর্ষা মৌসুমের আগেই সম্পন্ন করে। খাল খননে ব্যয় হয়েছে ১০ লাখ ৩৭ হাজার টাকা।

ওয়াপদার এ খালটি শহরের দুই কিলোমিটারে বেশি হলেও তার অধিকাংশ বেদখল হয়ে তা ছোট্ট ড্রেনের রুপ নেয়। খালটি খননের ফলে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সাধারণ বস্তির মানুষের কিছুটা হলেও স্বস্তি মিলেছে বলে বাসাবাটির স্থানীয় বাসিন্দা হাফেজ মাওলানা রুহুল আমিন খান বাসসকে জানান।

এ ছাড়া এ এলাকার বাসিন্দা মোশাররফ হোসেন জানান ,এক সময় এখালটিতে ছিলো নাব্যতা আজ তার অধিকাংশ বেদখল হলেও ওয়াপদা খাল খননের ফলে বস্তি অধ্যুষিত এলাকা বাসাবাটির ৩ হাজার মানুষের দুর্ভেগের আবসান হয়েছে।

বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মোহাম্মদ আল- বিরুনী  বাসসকে জানান, ওয়াপদা খালটি দ্রুতই পুনঃ খননের ফলে দীর্ঘদীনের জলাবদ্ধতা নিরসনে তার ওয়াপদা কলোনির এবং পৌরবাসী ভোগান্তির শিকার থেকে রক্ষা পেয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুই দাবিতে বাংলাদেশ মেরিনার্স কমিউনিটির মানববন্ধন
পাকিস্তানের বিপক্ষে জয়ে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন
তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি : উত্তরের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা
বাধা দিয়ে তারুণ্যের শক্তিকে থামানো যাবে না : নাহিদ ইসলাম
শ্বেতপত্রে প্রস্তাবিত শিক্ষা বিষয়ক প্রস্তাবনাগুলো যথাসম্ভব এগিয়ে নেয়া হবে : শিক্ষা উপদেষ্টা
সিলেটে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে কর্মসূচি
কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানী পণ্য জব্দ
আওয়ামী লীগ জনগণকে স্বাধীনতার স্বপক্ষ ও বিপক্ষ শিবিরে বিভক্ত করেছে : সালাহউদ্দিন
পায়রা বন্দরের মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে এই অঞ্চল হবে অর্থনীতির চালিকাশক্তি : নৌপরিবহন উপদেষ্টা
ফিটনেসবিহীন গণপরিবহন সরিয়ে নিতে বিশেষ ঋণ দেবে সরকার: সড়ক উপদেষ্টা
১০