জলাবদ্ধতা নিরসনে বাগেরহাট ওয়াপদা খাল খনন

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৪:৩৯
বাগেরহাট ওয়াপদা খাল খনন। ছবি : বাসস

বাগেরহাট, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস): বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের অধীনে ওয়াপদা খাল খনন কাজ আজ শেষ হয়েছে।০. ৩৮০ কিলোমিটার দৈর্ঘ্য এ খাল খননের কাজ শুরু হয় চলতি মাসের ১৪ এপ্রিল।

ড্রেজারের মাধ্যমে দ্রুততম সময়ে কাজটি সমাপ্ত হওয়ায় দীর্ঘ দিনের জলাবদ্ধতা  নিরসনে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের কলোনিসহ বাগেরহাট পৌরসভার বাসাবাটি মৌজার ৩ হাজার বস্তিবাসির ভোগান্তির অবসান  হয়েছে।

ভৈরব নদীর জোয়ারের পানি ও বর্ষা মৌসুমে এ এলাকার মানুষ বছরের পর বছর চরম দুর্ভোগের শিকার হন।মেসার্স থ্রি স্টার ডিজিটাল ঠিকাদার কোম্পানি এ খালটির পুনঃ খননের কাজ পেয়ে আগামী বর্ষা মৌসুমের আগেই সম্পন্ন করে। খাল খননে ব্যয় হয়েছে ১০ লাখ ৩৭ হাজার টাকা।

ওয়াপদার এ খালটি শহরের দুই কিলোমিটারে বেশি হলেও তার অধিকাংশ বেদখল হয়ে তা ছোট্ট ড্রেনের রুপ নেয়। খালটি খননের ফলে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সাধারণ বস্তির মানুষের কিছুটা হলেও স্বস্তি মিলেছে বলে বাসাবাটির স্থানীয় বাসিন্দা হাফেজ মাওলানা রুহুল আমিন খান বাসসকে জানান।

এ ছাড়া এ এলাকার বাসিন্দা মোশাররফ হোসেন জানান ,এক সময় এখালটিতে ছিলো নাব্যতা আজ তার অধিকাংশ বেদখল হলেও ওয়াপদা খাল খননের ফলে বস্তি অধ্যুষিত এলাকা বাসাবাটির ৩ হাজার মানুষের দুর্ভেগের আবসান হয়েছে।

বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মোহাম্মদ আল- বিরুনী  বাসসকে জানান, ওয়াপদা খালটি দ্রুতই পুনঃ খননের ফলে দীর্ঘদীনের জলাবদ্ধতা নিরসনে তার ওয়াপদা কলোনির এবং পৌরবাসী ভোগান্তির শিকার থেকে রক্ষা পেয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ে জাকসু’র সেমিনার অনুষ্ঠিত
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কুমিল্লায় কর্মীসভা ও গণসংযোগ
মাদারীপুরে ইলিশ সংরক্ষণ অভিযানকালে ২৪ জনের কারাদণ্ড 
চাকসু নির্বাচন : ৫টি ভোটকেন্দ্রে থাকবে ৬০টি গোপন ভোটকক্ষ
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান ১৭ অক্টোবর
আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ছিটকে গেলেন এমবাপ্পে
বিমানের নিয়োগ পরীক্ষায় অসদাচরণের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি প্রয়োগ
জুলাই সনদ সইয়ের মাধ্যমে সবাই এক জায়গায় ঐক্যবদ্ধ হবে : শামসুজ্জামান দুদু
জমকালো আয়োজনে ঢাকায় শুরু হলো ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র
রিমান্ড শেষে কারাগারে নীলফামারীর সাবেক এমপি পাভেল
১০