জলাবদ্ধতা নিরসনে বাগেরহাট ওয়াপদা খাল খনন

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৪:৩৯
বাগেরহাট ওয়াপদা খাল খনন। ছবি : বাসস

বাগেরহাট, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস): বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের অধীনে ওয়াপদা খাল খনন কাজ আজ শেষ হয়েছে।০. ৩৮০ কিলোমিটার দৈর্ঘ্য এ খাল খননের কাজ শুরু হয় চলতি মাসের ১৪ এপ্রিল।

ড্রেজারের মাধ্যমে দ্রুততম সময়ে কাজটি সমাপ্ত হওয়ায় দীর্ঘ দিনের জলাবদ্ধতা  নিরসনে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের কলোনিসহ বাগেরহাট পৌরসভার বাসাবাটি মৌজার ৩ হাজার বস্তিবাসির ভোগান্তির অবসান  হয়েছে।

ভৈরব নদীর জোয়ারের পানি ও বর্ষা মৌসুমে এ এলাকার মানুষ বছরের পর বছর চরম দুর্ভোগের শিকার হন।মেসার্স থ্রি স্টার ডিজিটাল ঠিকাদার কোম্পানি এ খালটির পুনঃ খননের কাজ পেয়ে আগামী বর্ষা মৌসুমের আগেই সম্পন্ন করে। খাল খননে ব্যয় হয়েছে ১০ লাখ ৩৭ হাজার টাকা।

ওয়াপদার এ খালটি শহরের দুই কিলোমিটারে বেশি হলেও তার অধিকাংশ বেদখল হয়ে তা ছোট্ট ড্রেনের রুপ নেয়। খালটি খননের ফলে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সাধারণ বস্তির মানুষের কিছুটা হলেও স্বস্তি মিলেছে বলে বাসাবাটির স্থানীয় বাসিন্দা হাফেজ মাওলানা রুহুল আমিন খান বাসসকে জানান।

এ ছাড়া এ এলাকার বাসিন্দা মোশাররফ হোসেন জানান ,এক সময় এখালটিতে ছিলো নাব্যতা আজ তার অধিকাংশ বেদখল হলেও ওয়াপদা খাল খননের ফলে বস্তি অধ্যুষিত এলাকা বাসাবাটির ৩ হাজার মানুষের দুর্ভেগের আবসান হয়েছে।

বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মোহাম্মদ আল- বিরুনী  বাসসকে জানান, ওয়াপদা খালটি দ্রুতই পুনঃ খননের ফলে দীর্ঘদীনের জলাবদ্ধতা নিরসনে তার ওয়াপদা কলোনির এবং পৌরবাসী ভোগান্তির শিকার থেকে রক্ষা পেয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্যান বিলাসী সাহা
দুবাই পালানোর চেষ্টা ব্যর্থ : গাজীপুরের আন্তঃজেলা ডাকাত দলের প্রধান গ্রেফতার
বিএনপি-জামায়াতের মধ্যে বিভেদ কেন প্রশ্ন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর
বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় পতন, অধিকাংশ শেয়ারের দাম কমেছে
তথ্যপ্রযুক্তি খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কারিগরি সহায়তা প্রদানের জন্য এটুআই-এ আইসিটিসি সেল খোলা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
১০