সন্দ্বীপ চ্যানেলে পাথরবোঝাই বাল্কহেড ডুবি, ৭ নাবিক উদ্ধার

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৫:৩৯
বৃহস্পতিবার চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে পাথরবোঝাই বাল্কহেড ডুবির ঘটনায় সন্দ্বীপগামী যাত্রীবাহী একটি সার্ভিস বোট নাবিকদের উদ্ধার করে। ছবি : বাসস

চট্টগ্রাম, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে পাথরবোঝাই একটি বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে নৌযানটিতে থাকা ৭ নাবিককে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গোপসাগরের মোহনায় সন্দ্বীপ চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে। পরে সন্দ্বীপগামী যাত্রীবাহী একটি সার্ভিস বোট নাবিকদের উদ্ধার করে। উদ্ধার হওয়া নাবিকদের বাড়ি কিশোরগঞ্জ জেলায় বলে জানা গেছে।

উদ্ধার হওয়া এক নাবিক জানান, বৃহস্পতিবার ভোররাত ৪টায় পাথরবোঝাই করে একটি বাল্কহেড নিয়ে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। সকালে বাল্কহেডটি লাল বয়া বাতির কাছে আসলে বৈরী আবহাওয়ায় প্রচণ্ড ঢেউয়ের আঘাতে এটি ডুবে যায়। এ সময় বাল্কহেডের স্টাফরা প্রায় ৪৫ মিনিটের মত সমুদ্রে ভেসে ছিল। বাল্কহেডে থাকা সাত নাবিক লাইফ জ্যাকেট নিয়ে পানিতে ভাসতে ভাসতে সন্দ্বীপ চ্যানেলের দিকে চলে আসে। ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে কুমিরা-গুপ্তছড়া রুটের একটি যাত্রীবাহী বোট।

কুমিরা ঘাটের সার্ভিস বোটের চালক মুনছুর মাঝি বলেন, সকাল ৭টায় আমি যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ যাচ্ছিলাম। হঠাৎ মাঝ নদীতে কয়েকজনকে ভাসতে দেখি। দ্রুত তাদের কাছে বোট নিয়ে সাতজনকে উদ্ধার করি। তারা সবাই এখন সুস্থ আছে। উদ্ধার হওয়া নাবিকরা বর্তমানে সন্দ্বীপ রয়েছেন।

কুমিরা নৌ-পুলিশের ইনচার্জ মো. ওয়ালি উদ্দিন আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাল্কহেডটি চট্টগ্রামের মাঝিরঘাট থেকে পাথর নিয়ে ভোলা যাচ্ছিল। বৈরী আবহাওয়ায় সেটি ডুবে যায়। ওই নৌযানে থাকা ৭ নাবিককে উদ্ধার করা হয়েছে। তারা সবাই সুস্থ আছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কাজী নাবিল পরিবারের ৩৬২ একর জমি ক্রোক, যুক্তরাষ্ট্রের বিনিয়োগ অবরুদ্ধ
নেত্রকোনায় ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
অবিলম্বে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণের দাবি বিশেষজ্ঞদের
বাংলাদেশ পুনর্গঠনে ড. ইউনূসকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর
চট্টগ্রামে বিচারকের স্বাক্ষর জাল করে ভুয়া হলফনামা, আইনজীবী ও দোকানি রিমান্ডে
চট্টগ্রামে মাদক মামলায় ট্রাক চালক ও সহকারীর যাবজ্জীবন
শরীয়তপুরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু  
অর্গানাইজড ক্রাইম হাতি মারা রোধে গোয়েন্দা সংস্থাকে কাজে লাগানো হবে : পরিবেশ উপদেষ্টা
ডেঙ্গু আক্রান্ত আরও ৩৩ জন হাসপাতালে 
শক্তিশালী ভূমিকম্পের পর ১৮৫ বার আফটারশক তুরস্কে!
১০