সন্দ্বীপ চ্যানেলে পাথরবোঝাই বাল্কহেড ডুবি, ৭ নাবিক উদ্ধার

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৫:৩৯
বৃহস্পতিবার চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে পাথরবোঝাই বাল্কহেড ডুবির ঘটনায় সন্দ্বীপগামী যাত্রীবাহী একটি সার্ভিস বোট নাবিকদের উদ্ধার করে। ছবি : বাসস

চট্টগ্রাম, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে পাথরবোঝাই একটি বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে নৌযানটিতে থাকা ৭ নাবিককে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গোপসাগরের মোহনায় সন্দ্বীপ চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে। পরে সন্দ্বীপগামী যাত্রীবাহী একটি সার্ভিস বোট নাবিকদের উদ্ধার করে। উদ্ধার হওয়া নাবিকদের বাড়ি কিশোরগঞ্জ জেলায় বলে জানা গেছে।

উদ্ধার হওয়া এক নাবিক জানান, বৃহস্পতিবার ভোররাত ৪টায় পাথরবোঝাই করে একটি বাল্কহেড নিয়ে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। সকালে বাল্কহেডটি লাল বয়া বাতির কাছে আসলে বৈরী আবহাওয়ায় প্রচণ্ড ঢেউয়ের আঘাতে এটি ডুবে যায়। এ সময় বাল্কহেডের স্টাফরা প্রায় ৪৫ মিনিটের মত সমুদ্রে ভেসে ছিল। বাল্কহেডে থাকা সাত নাবিক লাইফ জ্যাকেট নিয়ে পানিতে ভাসতে ভাসতে সন্দ্বীপ চ্যানেলের দিকে চলে আসে। ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে কুমিরা-গুপ্তছড়া রুটের একটি যাত্রীবাহী বোট।

কুমিরা ঘাটের সার্ভিস বোটের চালক মুনছুর মাঝি বলেন, সকাল ৭টায় আমি যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ যাচ্ছিলাম। হঠাৎ মাঝ নদীতে কয়েকজনকে ভাসতে দেখি। দ্রুত তাদের কাছে বোট নিয়ে সাতজনকে উদ্ধার করি। তারা সবাই এখন সুস্থ আছে। উদ্ধার হওয়া নাবিকরা বর্তমানে সন্দ্বীপ রয়েছেন।

কুমিরা নৌ-পুলিশের ইনচার্জ মো. ওয়ালি উদ্দিন আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাল্কহেডটি চট্টগ্রামের মাঝিরঘাট থেকে পাথর নিয়ে ভোলা যাচ্ছিল। বৈরী আবহাওয়ায় সেটি ডুবে যায়। ওই নৌযানে থাকা ৭ নাবিককে উদ্ধার করা হয়েছে। তারা সবাই সুস্থ আছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্যান বিলাসী সাহা
দুবাই পালানোর চেষ্টা ব্যর্থ : গাজীপুরের আন্তঃজেলা ডাকাত দলের প্রধান গ্রেফতার
বিএনপি-জামায়াতের মধ্যে বিভেদ কেন প্রশ্ন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর
বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় পতন, অধিকাংশ শেয়ারের দাম কমেছে
তথ্যপ্রযুক্তি খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কারিগরি সহায়তা প্রদানের জন্য এটুআই-এ আইসিটিসি সেল খোলা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
১০