মিঠামইনে বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৫:৫০
ছবি : বাসস

কিশোরগঞ্জ, ২৪এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার হাওর উপজেলা মিঠামইনে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেছেন খাদ্য  মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসান ।

আজ বৃহস্পতিবার   বিকেল ৩টায় মিঠামইনে উপজেলার খাদ্য গুদাম প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২৫ উদ্বোধন করেন তিনি।

এ সময় মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি)  উপ-পরিচালক কৃষিবিদ ড. সাদিকুর রহমান, আঞ্চলিক খাদ্য কর্মকর্তা সূরাইয়া খাতুন প্রমুখ।

উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা আব্দুর জব্বার  জানান, মিঠামইন উপজেলায় এবার ১২ হাজার ৪৮৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ও চালের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৭ হাজার ১ শত ৩৮ মেট্রিক টন ধান।

প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছ থেকে এবার ৩৬ টাকা কেজি করে ধান ও ৪৯ টাকা কেজি করে চাল নির্ধারণ করা হয়েছে।

এ সময় খাদ্য  মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসান কৃষকদের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত। ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ার পেছনে এক নম্বর ভূমিকা কৃষকদের।

তিনি এ সময় কৃষকদের  সঙ্গে কথা বলে সরকারিভাবে ধান ক্রয়ের বিষয়ে তাদের উদ্বুদ্ধ করা হয়। অনুষ্ঠান শেষে তিনি মিঠামইনের একটি হাওরে শস্য নমুনা কর্তন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চলতি বছর নগরীতে জলাবদ্ধতা কমেছে : ডিএনসিসি প্রশাসক
৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
ইসির ৬১ কর্মকর্তা বদলি
জলবায়ু পরিবর্তন আজকের বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ : ইইউ রাষ্ট্রদূত
নেপালের সাবেক প্রধান বিচারপতি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে 
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে
নোবিপ্রবিতে ‘লাইন ফলোয়িং রোবট অবস্ট্যাকল এভয়েডিং রোবট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
অভিযানে ২ লাখ ৮৫ হাজার টাকা রাজস্ব আদায় করেছে চসিক
গভীর সমুদ্রে ভাসতে থাকা ১৭ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড
অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদ মর্যাদার ১৪ কর্মকর্তা বদলি
১০