মিঠামইনে বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৫:৫০
ছবি : বাসস

কিশোরগঞ্জ, ২৪এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার হাওর উপজেলা মিঠামইনে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেছেন খাদ্য  মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসান ।

আজ বৃহস্পতিবার   বিকেল ৩টায় মিঠামইনে উপজেলার খাদ্য গুদাম প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২৫ উদ্বোধন করেন তিনি।

এ সময় মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি)  উপ-পরিচালক কৃষিবিদ ড. সাদিকুর রহমান, আঞ্চলিক খাদ্য কর্মকর্তা সূরাইয়া খাতুন প্রমুখ।

উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা আব্দুর জব্বার  জানান, মিঠামইন উপজেলায় এবার ১২ হাজার ৪৮৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ও চালের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৭ হাজার ১ শত ৩৮ মেট্রিক টন ধান।

প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছ থেকে এবার ৩৬ টাকা কেজি করে ধান ও ৪৯ টাকা কেজি করে চাল নির্ধারণ করা হয়েছে।

এ সময় খাদ্য  মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসান কৃষকদের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত। ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ার পেছনে এক নম্বর ভূমিকা কৃষকদের।

তিনি এ সময় কৃষকদের  সঙ্গে কথা বলে সরকারিভাবে ধান ক্রয়ের বিষয়ে তাদের উদ্বুদ্ধ করা হয়। অনুষ্ঠান শেষে তিনি মিঠামইনের একটি হাওরে শস্য নমুনা কর্তন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে ৩৮ বছরের শিক্ষকতা শেষে শ্রদ্ধা-ভালবাসায় প্রধান শিক্ষকের বিদায়
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম হাসপাতালে
ডাকসু প্রার্থী তালিকা প্রকাশ: বৈধ প্রার্থী ৪৬২ জন
যৌথ বাহিনী এক সপ্তাহের অভিযানে সারাদেশে আটক ৫৬
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৫ জন গ্রেফতার
চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল: ফাওজুল কবির খান
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা    
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
১০