মিঠামইনে বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৫:৫০
ছবি : বাসস

কিশোরগঞ্জ, ২৪এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার হাওর উপজেলা মিঠামইনে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেছেন খাদ্য  মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসান ।

আজ বৃহস্পতিবার   বিকেল ৩টায় মিঠামইনে উপজেলার খাদ্য গুদাম প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২৫ উদ্বোধন করেন তিনি।

এ সময় মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি)  উপ-পরিচালক কৃষিবিদ ড. সাদিকুর রহমান, আঞ্চলিক খাদ্য কর্মকর্তা সূরাইয়া খাতুন প্রমুখ।

উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা আব্দুর জব্বার  জানান, মিঠামইন উপজেলায় এবার ১২ হাজার ৪৮৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ও চালের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৭ হাজার ১ শত ৩৮ মেট্রিক টন ধান।

প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছ থেকে এবার ৩৬ টাকা কেজি করে ধান ও ৪৯ টাকা কেজি করে চাল নির্ধারণ করা হয়েছে।

এ সময় খাদ্য  মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসান কৃষকদের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত। ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ার পেছনে এক নম্বর ভূমিকা কৃষকদের।

তিনি এ সময় কৃষকদের  সঙ্গে কথা বলে সরকারিভাবে ধান ক্রয়ের বিষয়ে তাদের উদ্বুদ্ধ করা হয়। অনুষ্ঠান শেষে তিনি মিঠামইনের একটি হাওরে শস্য নমুনা কর্তন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্যান বিলাসী সাহা
দুবাই পালানোর চেষ্টা ব্যর্থ : গাজীপুরের আন্তঃজেলা ডাকাত দলের প্রধান গ্রেফতার
বিএনপি-জামায়াতের মধ্যে বিভেদ কেন প্রশ্ন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর
বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় পতন, অধিকাংশ শেয়ারের দাম কমেছে
তথ্যপ্রযুক্তি খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কারিগরি সহায়তা প্রদানের জন্য এটুআই-এ আইসিটিসি সেল খোলা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
১০