মিঠামইনে বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৫:৫০
ছবি : বাসস

কিশোরগঞ্জ, ২৪এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার হাওর উপজেলা মিঠামইনে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেছেন খাদ্য  মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসান ।

আজ বৃহস্পতিবার   বিকেল ৩টায় মিঠামইনে উপজেলার খাদ্য গুদাম প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২৫ উদ্বোধন করেন তিনি।

এ সময় মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি)  উপ-পরিচালক কৃষিবিদ ড. সাদিকুর রহমান, আঞ্চলিক খাদ্য কর্মকর্তা সূরাইয়া খাতুন প্রমুখ।

উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা আব্দুর জব্বার  জানান, মিঠামইন উপজেলায় এবার ১২ হাজার ৪৮৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ও চালের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৭ হাজার ১ শত ৩৮ মেট্রিক টন ধান।

প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছ থেকে এবার ৩৬ টাকা কেজি করে ধান ও ৪৯ টাকা কেজি করে চাল নির্ধারণ করা হয়েছে।

এ সময় খাদ্য  মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসান কৃষকদের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত। ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ার পেছনে এক নম্বর ভূমিকা কৃষকদের।

তিনি এ সময় কৃষকদের  সঙ্গে কথা বলে সরকারিভাবে ধান ক্রয়ের বিষয়ে তাদের উদ্বুদ্ধ করা হয়। অনুষ্ঠান শেষে তিনি মিঠামইনের একটি হাওরে শস্য নমুনা কর্তন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ে জাকসু’র সেমিনার অনুষ্ঠিত
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কুমিল্লায় কর্মীসভা ও গণসংযোগ
মাদারীপুরে ইলিশ সংরক্ষণ অভিযানকালে ২৪ জনের কারাদণ্ড 
চাকসু নির্বাচন : ৫টি ভোটকেন্দ্রে থাকবে ৬০টি গোপন ভোটকক্ষ
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান ১৭ অক্টোবর
আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ছিটকে গেলেন এমবাপ্পে
বিমানের নিয়োগ পরীক্ষায় অসদাচরণের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি প্রয়োগ
জুলাই সনদ সইয়ের মাধ্যমে সবাই এক জায়গায় ঐক্যবদ্ধ হবে : শামসুজ্জামান দুদু
জমকালো আয়োজনে ঢাকায় শুরু হলো ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র
রিমান্ড শেষে কারাগারে নীলফামারীর সাবেক এমপি পাভেল
১০