মিঠামইনে বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৫:৫০
ছবি : বাসস

কিশোরগঞ্জ, ২৪এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার হাওর উপজেলা মিঠামইনে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেছেন খাদ্য  মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসান ।

আজ বৃহস্পতিবার   বিকেল ৩টায় মিঠামইনে উপজেলার খাদ্য গুদাম প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২৫ উদ্বোধন করেন তিনি।

এ সময় মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি)  উপ-পরিচালক কৃষিবিদ ড. সাদিকুর রহমান, আঞ্চলিক খাদ্য কর্মকর্তা সূরাইয়া খাতুন প্রমুখ।

উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা আব্দুর জব্বার  জানান, মিঠামইন উপজেলায় এবার ১২ হাজার ৪৮৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ও চালের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৭ হাজার ১ শত ৩৮ মেট্রিক টন ধান।

প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছ থেকে এবার ৩৬ টাকা কেজি করে ধান ও ৪৯ টাকা কেজি করে চাল নির্ধারণ করা হয়েছে।

এ সময় খাদ্য  মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসান কৃষকদের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত। ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ার পেছনে এক নম্বর ভূমিকা কৃষকদের।

তিনি এ সময় কৃষকদের  সঙ্গে কথা বলে সরকারিভাবে ধান ক্রয়ের বিষয়ে তাদের উদ্বুদ্ধ করা হয়। অনুষ্ঠান শেষে তিনি মিঠামইনের একটি হাওরে শস্য নমুনা কর্তন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুই দাবিতে বাংলাদেশ মেরিনার্স কমিউনিটির মানববন্ধন
পাকিস্তানের বিপক্ষে জয়ে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন
তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি : উত্তরের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা
বাধা দিয়ে তারুণ্যের শক্তিকে থামানো যাবে না : নাহিদ ইসলাম
শ্বেতপত্রে প্রস্তাবিত শিক্ষা বিষয়ক প্রস্তাবনাগুলো যথাসম্ভব এগিয়ে নেয়া হবে : শিক্ষা উপদেষ্টা
সিলেটে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে কর্মসূচি
কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানী পণ্য জব্দ
আওয়ামী লীগ জনগণকে স্বাধীনতার স্বপক্ষ ও বিপক্ষ শিবিরে বিভক্ত করেছে : সালাহউদ্দিন
পায়রা বন্দরের মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে এই অঞ্চল হবে অর্থনীতির চালিকাশক্তি : নৌপরিবহন উপদেষ্টা
ফিটনেসবিহীন গণপরিবহন সরিয়ে নিতে বিশেষ ঋণ দেবে সরকার: সড়ক উপদেষ্টা
১০