রাঙ্গামাটি, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় আজ তিন পার্বত্য জেলার কৃষি কর্মকর্তাদের নিয়ে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির ( ঢাকা) আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইংয়ের ডিরেক্টর কৃষিবিদ এস এম সোহরাব উদ্দিন।
রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ নাসিম হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (হর্টিকালচার) অতিরিক্ত পরিচালক ড. মোঃ মেহেদী মাসুদ, ওয়াইআরএফপি ডিএই প্রকল্প পরিচালক মুহাম্মদ আবদুল হামিদ,বনরূপা হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক আপ্রু মার্মা প্রমুখ।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইংয়ের ডিরেক্টর কৃষিবিদ এস এম সোহরাব উদ্দিন বলেন, কৃষি উৎপাদনে পার্বত্য চট্টগ্রাম দেশের জন্য অত্যন্ত গুরুত্বপুর্ণ একটি অঞ্চল। এ অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগানোসহ পার্বত্য অঞ্চলের কৃষিকে আধুনিকায়ন করতে সরকারের পক্ষ থেকে সকল প্রকার সহায়তা প্রদান করা হবে।
কর্মশালায় তিন পার্বত্য জেলার কৃষি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।