রাঙ্গামাটিতে কৃষি কর্মকর্তাদের আঞ্চলিক কর্মশালা

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৬:০৮
কৃষি কর্মকর্তাদের আঞ্চলিক কর্মশালা। ছবি : বাসস

রাঙ্গামাটি, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় আজ তিন পার্বত্য জেলার কৃষি কর্মকর্তাদের নিয়ে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির ( ঢাকা) আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি  ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইংয়ের ডিরেক্টর কৃষিবিদ এস এম সোহরাব উদ্দিন।

রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ নাসিম হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (হর্টিকালচার) অতিরিক্ত পরিচালক ড. মোঃ মেহেদী মাসুদ, ওয়াইআরএফপি ডিএই প্রকল্প পরিচালক মুহাম্মদ আবদুল হামিদ,বনরূপা হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক আপ্রু মার্মা প্রমুখ।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইংয়ের ডিরেক্টর কৃষিবিদ এস এম সোহরাব উদ্দিন বলেন, কৃষি উৎপাদনে পার্বত্য চট্টগ্রাম দেশের জন্য অত্যন্ত গুরুত্বপুর্ণ একটি অঞ্চল। এ অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগানোসহ পার্বত্য অঞ্চলের কৃষিকে আধুনিকায়ন করতে সরকারের পক্ষ থেকে সকল প্রকার সহায়তা প্রদান করা হবে।

কর্মশালায় তিন পার্বত্য জেলার কৃষি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।


 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাবনায় সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি শিক্ষার্থী নিহত
শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন মারা গেছেন
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ইউনেস্কো শিক্ষা প্রধানের সাক্ষাৎ
পানি আটকানো ‘যুদ্ধ ঘোষণার’ শামিল: পাকিস্তান
এশিয়া-প্রশান্ত অঞ্চলে উন্নয়নে প্রায় ৪০ বিলিয়ন ডলার বরাদ্দের প্রতিশ্রুতি এডিবি’র
কক্সবাজারের বাঁকখালী নদীকে শিগগিরই দখল ও দূষণমুক্ত করা হবে : পানি সম্পদ উপদেষ্টা
আইসিটি খাতের দুর্নীতি তদন্ত এবং শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স গঠন
মাদ্রিদ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন আলকারাজ
মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর হবে দেশের অর্থনীতির গেম চেঞ্জার : চবক চেয়ারম্যান
ইউক্রেন নিয়ে ট্রাম্পের সঙ্গে শিগগির বৈঠক করবেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট
১০