বোয়ালখালীতে লোকালয়ে আসা ১২ ফুট লম্বা অজগর উদ্ধার 

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৬:৩৩
বোয়ালখালীতে লোকালয়ে আসা ১২ ফুট লম্বা অজগর উদ্ধার। ছবি: বাসস

চট্টগ্রাম, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস): চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক পার হওয়ার সময় উৎসুক লোকজনের সামনে পড়ে ১২ ফুট লম্বা এক অজগর। 

মানুষের টানাটানিতে দিশেহারা অজগরটিকে উদ্ধার করে ওয়াইল্ডলাইফ এন্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশ-এর সদস্য আমীর হোসাইন শাওন।

বুধবার রাত ১২টার দিকে বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলী আহমদ কমিশনার সড়কের বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় থেকে সাপটি উদ্ধার করা হয়।

শাওন বলেন, অজগর খালের পানিতে ভেসে ফায়ার সার্ভিস এলাকায় এসেছে বলে ধারণা করছি। সেটি সড়ক পার হওয়ার সময় লোকজনের চোখে পড়ে। অনেকে অজগরটিকে মারধরও করেছে। 

তিনি বলেন, খবর পেয়ে আমরা দ্রুত অজগরটিকে জনতার হাত থেকে উদ্ধার করি। বন বিভাগকে বিষয়টি জানিয়েছি। তারা আসলে তাদের কাছে সাপটিকে হস্তান্তর করবো। 

শাওন বলেন, অজগরটির ওজন প্রায় সাড়ে ১৭ কেজি ও লম্বায় ১২ ফুট।
এর আগে রাত ৮টার সময় উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মন্টু সওদাগর বাড়ির উঠানে সাড়ে ৪ ফুট দৈর্ঘ্যের একটি শঙ্খিনী সাপ দেখতে পান লোকজন।

পরে বন বিভাগের কর্মকর্তারা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুই দাবিতে বাংলাদেশ মেরিনার্স কমিউনিটির মানববন্ধন
পাকিস্তানের বিপক্ষে জয়ে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন
তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি : উত্তরের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা
বাধা দিয়ে তারুণ্যের শক্তিকে থামানো যাবে না : নাহিদ ইসলাম
শ্বেতপত্রে প্রস্তাবিত শিক্ষা বিষয়ক প্রস্তাবনাগুলো যথাসম্ভব এগিয়ে নেয়া হবে : শিক্ষা উপদেষ্টা
সিলেটে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে কর্মসূচি
কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানী পণ্য জব্দ
আওয়ামী লীগ জনগণকে স্বাধীনতার স্বপক্ষ ও বিপক্ষ শিবিরে বিভক্ত করেছে : সালাহউদ্দিন
পায়রা বন্দরের মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে এই অঞ্চল হবে অর্থনীতির চালিকাশক্তি : নৌপরিবহন উপদেষ্টা
ফিটনেসবিহীন গণপরিবহন সরিয়ে নিতে বিশেষ ঋণ দেবে সরকার: সড়ক উপদেষ্টা
১০