বোয়ালখালীতে লোকালয়ে আসা ১২ ফুট লম্বা অজগর উদ্ধার 

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৬:৩৩
বোয়ালখালীতে লোকালয়ে আসা ১২ ফুট লম্বা অজগর উদ্ধার। ছবি: বাসস

চট্টগ্রাম, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস): চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক পার হওয়ার সময় উৎসুক লোকজনের সামনে পড়ে ১২ ফুট লম্বা এক অজগর। 

মানুষের টানাটানিতে দিশেহারা অজগরটিকে উদ্ধার করে ওয়াইল্ডলাইফ এন্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশ-এর সদস্য আমীর হোসাইন শাওন।

বুধবার রাত ১২টার দিকে বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলী আহমদ কমিশনার সড়কের বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় থেকে সাপটি উদ্ধার করা হয়।

শাওন বলেন, অজগর খালের পানিতে ভেসে ফায়ার সার্ভিস এলাকায় এসেছে বলে ধারণা করছি। সেটি সড়ক পার হওয়ার সময় লোকজনের চোখে পড়ে। অনেকে অজগরটিকে মারধরও করেছে। 

তিনি বলেন, খবর পেয়ে আমরা দ্রুত অজগরটিকে জনতার হাত থেকে উদ্ধার করি। বন বিভাগকে বিষয়টি জানিয়েছি। তারা আসলে তাদের কাছে সাপটিকে হস্তান্তর করবো। 

শাওন বলেন, অজগরটির ওজন প্রায় সাড়ে ১৭ কেজি ও লম্বায় ১২ ফুট।
এর আগে রাত ৮টার সময় উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মন্টু সওদাগর বাড়ির উঠানে সাড়ে ৪ ফুট দৈর্ঘ্যের একটি শঙ্খিনী সাপ দেখতে পান লোকজন।

পরে বন বিভাগের কর্মকর্তারা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ে জাকসু’র সেমিনার অনুষ্ঠিত
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কুমিল্লায় কর্মীসভা ও গণসংযোগ
মাদারীপুরে ইলিশ সংরক্ষণ অভিযানকালে ২৪ জনের কারাদণ্ড 
চাকসু নির্বাচন : ৫টি ভোটকেন্দ্রে থাকবে ৬০টি গোপন ভোটকক্ষ
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান ১৭ অক্টোবর
আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ছিটকে গেলেন এমবাপ্পে
বিমানের নিয়োগ পরীক্ষায় অসদাচরণের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি প্রয়োগ
জুলাই সনদ সইয়ের মাধ্যমে সবাই এক জায়গায় ঐক্যবদ্ধ হবে : শামসুজ্জামান দুদু
জমকালো আয়োজনে ঢাকায় শুরু হলো ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র
রিমান্ড শেষে কারাগারে নীলফামারীর সাবেক এমপি পাভেল
১০