বোয়ালখালীতে লোকালয়ে আসা ১২ ফুট লম্বা অজগর উদ্ধার 

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৬:৩৩
বোয়ালখালীতে লোকালয়ে আসা ১২ ফুট লম্বা অজগর উদ্ধার। ছবি: বাসস

চট্টগ্রাম, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস): চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক পার হওয়ার সময় উৎসুক লোকজনের সামনে পড়ে ১২ ফুট লম্বা এক অজগর। 

মানুষের টানাটানিতে দিশেহারা অজগরটিকে উদ্ধার করে ওয়াইল্ডলাইফ এন্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশ-এর সদস্য আমীর হোসাইন শাওন।

বুধবার রাত ১২টার দিকে বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলী আহমদ কমিশনার সড়কের বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় থেকে সাপটি উদ্ধার করা হয়।

শাওন বলেন, অজগর খালের পানিতে ভেসে ফায়ার সার্ভিস এলাকায় এসেছে বলে ধারণা করছি। সেটি সড়ক পার হওয়ার সময় লোকজনের চোখে পড়ে। অনেকে অজগরটিকে মারধরও করেছে। 

তিনি বলেন, খবর পেয়ে আমরা দ্রুত অজগরটিকে জনতার হাত থেকে উদ্ধার করি। বন বিভাগকে বিষয়টি জানিয়েছি। তারা আসলে তাদের কাছে সাপটিকে হস্তান্তর করবো। 

শাওন বলেন, অজগরটির ওজন প্রায় সাড়ে ১৭ কেজি ও লম্বায় ১২ ফুট।
এর আগে রাত ৮টার সময় উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মন্টু সওদাগর বাড়ির উঠানে সাড়ে ৪ ফুট দৈর্ঘ্যের একটি শঙ্খিনী সাপ দেখতে পান লোকজন।

পরে বন বিভাগের কর্মকর্তারা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাবনায় সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি শিক্ষার্থী নিহত
শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন মারা গেছেন
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ইউনেস্কো শিক্ষা প্রধানের সাক্ষাৎ
পানি আটকানো ‘যুদ্ধ ঘোষণার’ শামিল: পাকিস্তান
এশিয়া-প্রশান্ত অঞ্চলে উন্নয়নে প্রায় ৪০ বিলিয়ন ডলার বরাদ্দের প্রতিশ্রুতি এডিবি’র
কক্সবাজারের বাঁকখালী নদীকে শিগগিরই দখল ও দূষণমুক্ত করা হবে : পানি সম্পদ উপদেষ্টা
আইসিটি খাতের দুর্নীতি তদন্ত এবং শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স গঠন
মাদ্রিদ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন আলকারাজ
মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর হবে দেশের অর্থনীতির গেম চেঞ্জার : চবক চেয়ারম্যান
ইউক্রেন নিয়ে ট্রাম্পের সঙ্গে শিগগির বৈঠক করবেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট
১০