যশোরে বোরো’র অধিক ফলন, ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৬:৪৩
ছবি : বাসস

যশোর, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় বোরো ধানের অধিক ফলন হয়েছে। জেলার সর্বত্র মাঠের পর মাঠজুড়ে এখন পাকা ও আধা পাকা ধানের মিষ্টি ঝংকার। আশানুরূপ ফলন হলেও চাষীর মনে এখন বৈশাখী ঝড়-বৃষ্টির শঙ্কা। তাই আগেভাগেই ক্ষেত থেকে ধান ঘরে তুলতে এখন মহাব্যস্ত সময় পার করছেন তারা। 

ঝড়-বৃষ্টির ক্ষতি এড়াতে জেলা  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে চাষীদের নানারকম পরামর্শ দেওয়া হচ্ছে। ৮০ শতাংশ পাকলেই ধান কেটে ফেলতে বলা হচ্ছে। দ্রুত ধান কাটতে ও মাড়াই করতে রিপার ও হার্ভেস্টার ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। প্রয়োজনে অন্য জেলা থেকে মৌসুমী শ্রমিকদের নিয়ে আসারও পরামর্শ দেওয়া হচ্ছে। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার পর্যন্ত জেলায় ২০ ভাগ ধান কাটা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে বেশিরভাগ ধান কাটা শেষ হবে বলে তারা আশা করছেন। তবে কিছু ধান দেরিতে রোপন করায় সেগুলো কাটতে আরও কিছুটা সময় লাগবে। 

জেলায় এবার গতবারের চেয়েও তিন হাজার হেক্টর বেশি জমিতে বোরোর আবাদ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  তথ্য অনুযায়ী, এবার এক লাখ ৬০ হাজার ৭৭৫ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়। এর মধ্যে এক লাখ ৩২ হাজার হেক্টর জমিতে উফশী (উচ্চ ফলনশীল) জাত এবং বাকি জমিতে হাইব্রিড জাতের ধান রয়েছে। 

গত মৌসুমে জেলায় বোরো আবাদ হয়েছিল এক লাখ ৫৭ হাজার ৮৮০ হেক্টর জমিতে। 

অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এবার জেলায় উৎপাদিত ধান থেকে ৭ লাখ ২৮ হাজার মেট্রিক টন চাল পাওয়া যাবে। এ পরিমান চালের বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা। 
জেলা সদর উপজেলার কৃষক রেজাউল এবার দুই বিঘা জমিতে ব্রি-২৮ জাতের ধানের আবাদ করেছিলেন। তার জমির ধান কাটা ও মাড়াইয়ের কাজ গত রোববার শেষ হয়ে গেছে। ধানের ফলনে খুশি রেজাউল বলেন, প্রতি কাঠায় তিনি দেড় মন ধান পেয়েছেন। 

বাঘারপাড়ার কৃষক আব্দুর রহমান বোরোর আবাদ করেছেন ৫ বিঘা জমিতে। ইতিমধ্যে ধান কাটা শুরু করেছেন তিনি। শেষ হতে আরও কয়েকদিন লাগবে বলে জানান। তিনি বলেন, ‘আগামী কয়েকদিনের মধ্যে যদি বড় ধরণের ঝড়-বৃষ্টি না হয় এবং বাজারে দাম যদি ভাল থাকে, চাষীরা লাভবান হবেন।  

সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের কৃষক ফসিয়ার রহমান এক বিঘার কিছু বেশি জমিতে বোরোর আবাদ করেন। এই আবাদে তার খরচ হয়েছে ৬৫ হাজার টাকা। ফসিয়ার বলেন, ‘বাজারে বর্তমানে যে দাম আছে তাতে তিনি ৮০ হাজার টাকার ধান বিক্রি করতে পারবেন। দাম এর চেয়ে কম হলে লোকসান হবে। 

ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ বলেন, অনেক ক্ষেত্রে বিনামূল্যে বীজ ও সার প্রদান, কৃষকদের জলবায়ুর ওপর প্রশিক্ষণ, ধানের বাজারমূল্য বৃদ্ধি, সারপ্রাপ্তি নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তির প্রসার এবং কৃষি বিভাগের সার্বিক তত্ত্বাবধানের কারণে এবার বোরোর উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক ড. মোশাররফ হোসেন বলেন, যশোর জেলায় এবার যে পরিমান ধান হবে বলে আশা করা হচ্ছে তা থেকে ৭ লাখ ২৮ হাজার মেট্রিক টন চাল পাওয়া যাবে। এর বাজারমূল্য প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা। 

তিনি বলেন, ‘ঝড়-বৃষ্টির ক্ষতি এড়াতে আগামী দুই সপ্তাহের মধ্যে বেশিরভাগ ধান কেটে ফেলতে হবে। ৮০ ভাগ পাকলেই ধান কেটে ফেলার জন্য উপজেলা কৃষি অফিস থেকে চাষীদের পরামর্শ দেওয়া হচ্ছে। ধান কাটতে রিপার ও হার্ভেস্টার ব্যবহার করতে বলা হচ্ছে। প্রয়োজনে অন্য জেলা থেকে মৌসুমী শ্রমিকদের আনতেও বলা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাবনায় সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি শিক্ষার্থী নিহত
শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন মারা গেছেন
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ইউনেস্কো শিক্ষা প্রধানের সাক্ষাৎ
পানি আটকানো ‘যুদ্ধ ঘোষণার’ শামিল: পাকিস্তান
এশিয়া-প্রশান্ত অঞ্চলে উন্নয়নে প্রায় ৪০ বিলিয়ন ডলার বরাদ্দের প্রতিশ্রুতি এডিবি’র
কক্সবাজারের বাঁকখালী নদীকে শিগগিরই দখল ও দূষণমুক্ত করা হবে : পানি সম্পদ উপদেষ্টা
আইসিটি খাতের দুর্নীতি তদন্ত এবং শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স গঠন
মাদ্রিদ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন আলকারাজ
মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর হবে দেশের অর্থনীতির গেম চেঞ্জার : চবক চেয়ারম্যান
ইউক্রেন নিয়ে ট্রাম্পের সঙ্গে শিগগির বৈঠক করবেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট
১০