গৌরনদীর সাবেক পৌর মেয়র হারিছের বিচার দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৬:৩৭
গৌরনদীর সাবেক পৌর মেয়র হারিছের বিচার দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল। ছবি : বাসস

বরিশাল, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. হারিছুর রহমানের বিচার ও ফাঁসির দাবিতে আজ সকালে উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টায় সরকারি গৌরনদী গৌরনদী কলেজ শহীদ মিনার থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা বলেন, খুনি হারিছুর রহমান ২৪’র জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ডসহ মেয়রের দায়িত্ব পালনকালে সীমাহীন দুর্নীতি ও সরকারি অর্থ লুটপাট করেছেন। লুটপাট ও দুর্নীতির টাকায় সে এখন জেলখানায় বিলাসী জীবন যাপন করছে। কারাগারে দায়িত্বপালনরত কর্মকর্তা-কর্মচারীসহ অসৎ পুলিশ সদস্যরা তাকে সহায়তা করছে। তার দুর্নীতির তদন্তে দুদক কর্তৃক কমিটি গঠনের দাবি জানানোসহ বিক্ষোভকারীরা অবিলম্বে খুনি হারিছুর রহমানের বিচার ও ফাঁসির দাবি করেন।

তারা আরো বলেন, জেল কোড অনুযায়ী প্রাপ্য সুযোগ সুবিধার বাইরে যদি জেল কর্তৃপক্ষ ও পুলিশ সদস্যরা হারিছকে কোন বাড়তি সুবিধা দেয়, তা হলে আমরা তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলব। প্রয়োজনে আমরা জেলখানা ঘেরাও করব।

গৌরনদী উপজেলা বিএনপি’র আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা বিএনপি’র সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শফিকুর রহমান শরীফ স্বপন, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম খান সেন্টু, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. শামীম খলিফা, মো. জামাল ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিপ্লব হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফুয়াদ হোসেন এ্যানি, পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন বাচ্চু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল আমীন ও মো. কামরুল আহসান জয়।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাবনায় সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি শিক্ষার্থী নিহত
শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন মারা গেছেন
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ইউনেস্কো শিক্ষা প্রধানের সাক্ষাৎ
পানি আটকানো ‘যুদ্ধ ঘোষণার’ শামিল: পাকিস্তান
এশিয়া-প্রশান্ত অঞ্চলে উন্নয়নে প্রায় ৪০ বিলিয়ন ডলার বরাদ্দের প্রতিশ্রুতি এডিবি’র
কক্সবাজারের বাঁকখালী নদীকে শিগগিরই দখল ও দূষণমুক্ত করা হবে : পানি সম্পদ উপদেষ্টা
আইসিটি খাতের দুর্নীতি তদন্ত এবং শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স গঠন
মাদ্রিদ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন আলকারাজ
মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর হবে দেশের অর্থনীতির গেম চেঞ্জার : চবক চেয়ারম্যান
ইউক্রেন নিয়ে ট্রাম্পের সঙ্গে শিগগির বৈঠক করবেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট
১০