গৌরনদীর সাবেক পৌর মেয়র হারিছের বিচার দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৬:৩৭
গৌরনদীর সাবেক পৌর মেয়র হারিছের বিচার দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল। ছবি : বাসস

বরিশাল, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. হারিছুর রহমানের বিচার ও ফাঁসির দাবিতে আজ সকালে উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টায় সরকারি গৌরনদী গৌরনদী কলেজ শহীদ মিনার থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা বলেন, খুনি হারিছুর রহমান ২৪’র জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ডসহ মেয়রের দায়িত্ব পালনকালে সীমাহীন দুর্নীতি ও সরকারি অর্থ লুটপাট করেছেন। লুটপাট ও দুর্নীতির টাকায় সে এখন জেলখানায় বিলাসী জীবন যাপন করছে। কারাগারে দায়িত্বপালনরত কর্মকর্তা-কর্মচারীসহ অসৎ পুলিশ সদস্যরা তাকে সহায়তা করছে। তার দুর্নীতির তদন্তে দুদক কর্তৃক কমিটি গঠনের দাবি জানানোসহ বিক্ষোভকারীরা অবিলম্বে খুনি হারিছুর রহমানের বিচার ও ফাঁসির দাবি করেন।

তারা আরো বলেন, জেল কোড অনুযায়ী প্রাপ্য সুযোগ সুবিধার বাইরে যদি জেল কর্তৃপক্ষ ও পুলিশ সদস্যরা হারিছকে কোন বাড়তি সুবিধা দেয়, তা হলে আমরা তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলব। প্রয়োজনে আমরা জেলখানা ঘেরাও করব।

গৌরনদী উপজেলা বিএনপি’র আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা বিএনপি’র সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শফিকুর রহমান শরীফ স্বপন, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম খান সেন্টু, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. শামীম খলিফা, মো. জামাল ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিপ্লব হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফুয়াদ হোসেন এ্যানি, পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন বাচ্চু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল আমীন ও মো. কামরুল আহসান জয়।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ে জাকসু’র সেমিনার অনুষ্ঠিত
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কুমিল্লায় কর্মীসভা ও গণসংযোগ
মাদারীপুরে ইলিশ সংরক্ষণ অভিযানকালে ২৪ জনের কারাদণ্ড 
চাকসু নির্বাচন : ৫টি ভোটকেন্দ্রে থাকবে ৬০টি গোপন ভোটকক্ষ
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান ১৭ অক্টোবর
আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ছিটকে গেলেন এমবাপ্পে
বিমানের নিয়োগ পরীক্ষায় অসদাচরণের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি প্রয়োগ
জুলাই সনদ সইয়ের মাধ্যমে সবাই এক জায়গায় ঐক্যবদ্ধ হবে : শামসুজ্জামান দুদু
জমকালো আয়োজনে ঢাকায় শুরু হলো ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র
রিমান্ড শেষে কারাগারে নীলফামারীর সাবেক এমপি পাভেল
১০