দিনাজপুরের ফুলবাড়ীয়ায়  সড়ক দুর্ঘটনায় নিহত-২ 

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৭:৩৩

দিনাজপুর, ২৪ এপ্রিল, ২০২৫(বাসস) : জেলার ফুলবাড়ীয়ায় আজ  সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক ও যাত্রীসহ দু'জন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় দিনাজপুর ফুলবাড়ী থানার ওসি পরিদর্শক একেএম খন্দকার মহিববুল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিকেল সাড়ে ৩টায় দিনাজপুর ফুলবাড়ী উপজেলার জয়নগর বাজারে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে ।

নিহতরা হলেন, জেলার ফুলবাড়ী উপজেলার বারাইপাড়া গ্রামের আফসার আলীর পুত্র ভ্যান চালক আইয়ুব আলী (৫৫) ও একই উপজেলার গড়পিংলাই গ্রামের মইজ উদ্দিনের পুত্র ভ্যানের যাত্রী ইয়াকিন আলী (৫০)।

প্রত্যক্ষদর্শী জয়নগর বাজারের হোটেল মালিক জয়নাল আবদীন জানায়, বিকেলে সাড়ে ৩ টায় নিহত ভ্যান চালক আইয়ুব আলী ও একজন যাত্রী জয়নগর বাজারে উদ্দেশ্যে ভ্যান যোগে খড়ি নিয়ে যাচ্ছিলেন। জয়নগর বাজারের নূর আলমের কীটনাশকের দোকানের সামনে ঢাকা থেকে দিনাজপুর অভিমুখী একটি ট্রাক পিছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। ফলে ট্রাকের নিচে   ভ্যানটি পিষ্ট হয়ে দুমড়ে মুচড়ে ট্রাকের ভেতরে ঢুকে যায়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ভ্যানযাত্রী ইয়াকিন আলী মারা যান । গুরুতর আহত অবস্থায় যাত্রী  আইয়ুব আলীকে  দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় আইয়ুব আলী মারা যান। 

জেলার ফুলবাড়ী থানার ওসি পরিদর্শক একেএম খন্দকার মুহিব্বুল বলেন, নিহত দু'জনের লাশ পুলিশের হেফাজতে রয়েছে।সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। লাশের ময়না তদন্ত সম্পূর্ণ করে পরিবারের  কাছে হস্তান্তর করা হবে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ে জাকসু’র সেমিনার অনুষ্ঠিত
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কুমিল্লায় কর্মীসভা ও গণসংযোগ
মাদারীপুরে ইলিশ সংরক্ষণ অভিযানকালে ২৪ জনের কারাদণ্ড 
চাকসু নির্বাচন : ৫টি ভোটকেন্দ্রে থাকবে ৬০টি গোপন ভোটকক্ষ
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান ১৭ অক্টোবর
আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ছিটকে গেলেন এমবাপ্পে
বিমানের নিয়োগ পরীক্ষায় অসদাচরণের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি প্রয়োগ
জুলাই সনদ সইয়ের মাধ্যমে সবাই এক জায়গায় ঐক্যবদ্ধ হবে : শামসুজ্জামান দুদু
জমকালো আয়োজনে ঢাকায় শুরু হলো ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র
রিমান্ড শেষে কারাগারে নীলফামারীর সাবেক এমপি পাভেল
১০