দিনাজপুরের ফুলবাড়ীয়ায়  সড়ক দুর্ঘটনায় নিহত-২ 

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৭:৩৩

দিনাজপুর, ২৪ এপ্রিল, ২০২৫(বাসস) : জেলার ফুলবাড়ীয়ায় আজ  সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক ও যাত্রীসহ দু'জন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় দিনাজপুর ফুলবাড়ী থানার ওসি পরিদর্শক একেএম খন্দকার মহিববুল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিকেল সাড়ে ৩টায় দিনাজপুর ফুলবাড়ী উপজেলার জয়নগর বাজারে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে ।

নিহতরা হলেন, জেলার ফুলবাড়ী উপজেলার বারাইপাড়া গ্রামের আফসার আলীর পুত্র ভ্যান চালক আইয়ুব আলী (৫৫) ও একই উপজেলার গড়পিংলাই গ্রামের মইজ উদ্দিনের পুত্র ভ্যানের যাত্রী ইয়াকিন আলী (৫০)।

প্রত্যক্ষদর্শী জয়নগর বাজারের হোটেল মালিক জয়নাল আবদীন জানায়, বিকেলে সাড়ে ৩ টায় নিহত ভ্যান চালক আইয়ুব আলী ও একজন যাত্রী জয়নগর বাজারে উদ্দেশ্যে ভ্যান যোগে খড়ি নিয়ে যাচ্ছিলেন। জয়নগর বাজারের নূর আলমের কীটনাশকের দোকানের সামনে ঢাকা থেকে দিনাজপুর অভিমুখী একটি ট্রাক পিছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। ফলে ট্রাকের নিচে   ভ্যানটি পিষ্ট হয়ে দুমড়ে মুচড়ে ট্রাকের ভেতরে ঢুকে যায়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ভ্যানযাত্রী ইয়াকিন আলী মারা যান । গুরুতর আহত অবস্থায় যাত্রী  আইয়ুব আলীকে  দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় আইয়ুব আলী মারা যান। 

জেলার ফুলবাড়ী থানার ওসি পরিদর্শক একেএম খন্দকার মুহিব্বুল বলেন, নিহত দু'জনের লাশ পুলিশের হেফাজতে রয়েছে।সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। লাশের ময়না তদন্ত সম্পূর্ণ করে পরিবারের  কাছে হস্তান্তর করা হবে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্যবহারকারীর সম্মতি ছাড়া তথ্য চীনা কোম্পানিতে স্থানান্তর করেছে ডিপসিক : সিউল
গণপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধ একটি যৌথ দায়িত্ব : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দীন
রাঙ্গামাটিতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মাদাগাস্কারে ঔপনিবেশিক শাসনের জন্য ‘ক্ষমা প্রার্থনার’ পথে এগোতে চান মাখোঁ
প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে পেরেছে : প্রধান উপদেষ্টা
গণমাধ্যম এখন স্বাধীন, সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে : মুহাম্মদ আবদুল্লাহ
পটুয়াখালীতে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালা
ময়মনসিংহে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কোর্স শুরু
মাদারীপুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার হওয়া ডিএসসিসির কর্মকর্তা সোহেলকে কারাগারে প্রেরণ
১০