পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পূর্ণরূপে বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৮:০৫
সোমবার নিউইয়র্কে জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরাম (UNPFII)-এর ২৪তম অধিবেশনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সচিব মো. আব্দুল খালেক বক্তব্য রাখেন। ছবি: জাতিসংঘ বাংলাদেশ মিশন

ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : সকল নাগরিকের উন্নয়ন ও অধিকারের সুরক্ষা এবং পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পূর্ণরূপে বাস্তবায়নের মাধ্যমে সাংবিধানিক অধিকার নিশ্চিত করার অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।  
সোমবার নিউইয়র্কে জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরাম (ইউএন পার্মানেন্ট ফোরাম অন ইন্ডিজিনাস ইস্যুজ (ইউএনপিএফআইআই)-এর ২৪তম অধিবেশনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সচিব মো. আব্দুল খালেক এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

আজ এখানে প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

খালেক তার বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে ফোরামকে অবহিত করেছেন।

তিনি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে প্রচলিত ভূমি ব্যবস্থাপনা ব্যবস্থার উপরও আলোকপাত করেছেন, যা মূলত পার্বত্য চট্টগ্রাম শাসন বিধিমালা, ১৯০০ অনুসারে পরিচালিত হচ্ছে।

অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবিকা এবং ক্রীড়া ক্ষেত্রে অগ্রগতির জন্য পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশ সরকারের অব্যাহত আর্থিক সহায়তা এবং বরাদ্দের উপর জোর দিয়েছেন তিনি।

বাংলাদেশের বিবৃতিতে নৃগোষ্ঠী এবং সম্প্রদায়গুলোর অনন্য স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও প্রথা রক্ষা এবং প্রচারের জন্য বাংলাদেশের সাংবিধানিক প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়েছে।

‘ফাইন্যান্সিং অব ইন্ডিজিনাস পিপলস ওয়ার্ক অ্যান্ড পার্টিসিপেশন অ্যাক্রোস দ্য মাল্টিলেটারাল অ্যান্ড রিজিওনাল সিস্টেম ’ শীর্ষক বিষয়ভিত্তিক সংলাপে অংশগ্রহণ করে বাংলাদেশ প্রতিনিধিদল যা তাদের প্রভাবিত করে এমন বিষয়গুলোতে প্রাসঙ্গিক বহুপাক্ষিক এবং আঞ্চলিক ব্যবস্থায় তাদের অর্থবহ অংশগ্রহণের গুরুত্ব স্বীকার করেছে।

বাংলাদেশ প্রতিনিধিদল জাতিসংঘের প্রতিষ্ঠিত অনুশীলন এবং পদ্ধতিগুলোকে সম্মান করার গুরুত্বের উপরও জোর দিয়েছে।

বাংলাদেশের প্রতিনিধিদলটিতে ভূমি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এবং সমতল অঞ্চল থেকে ক্ষুদ্রনৃগোষ্ঠী সম্প্রদায়ের প্রতিনিধিরা ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
চট্টগ্রাম কাস্টমসে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘনচিনি আটক
এলডিসি উত্তরণের জন্য স্থিতিশীল নীতি সহায়তা চায় তৈরি পোশাক খাত
খুলনার চিংড়ি চাষীদের উন্নত গলদা চাষের কৌশল শিখতে ‘অভিজ্ঞতা বিনিময়’ সফর 
কারমাইকেল কলেজের ১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ
বিএমইউ এবং এনএসইউর মধ্যে এআই প্রযুক্তি সহায়তা সমঝোতা স্মারক স্বাক্ষর 
সেবা প্রাপ্তি সহজ করতে ৭ দফা নির্দেশনা জারি গণপূর্ত মন্ত্রণালয়ের
রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে উত্তরায় বিএনপির বর্ণাঢ্য র‌্যালি
যারা হেরে যাওয়ার ভয় পাচ্ছেন, তারাই নির্বাচন পেছানোর পাঁয়তারা করছেন : মির্জা ফখরুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৮তম টিএইচএম ডে ও ক্যারিয়ার ফেস্ট 
১০