পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পূর্ণরূপে বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৮:০৫
সোমবার নিউইয়র্কে জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরাম (UNPFII)-এর ২৪তম অধিবেশনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সচিব মো. আব্দুল খালেক বক্তব্য রাখেন। ছবি: জাতিসংঘ বাংলাদেশ মিশন

ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : সকল নাগরিকের উন্নয়ন ও অধিকারের সুরক্ষা এবং পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পূর্ণরূপে বাস্তবায়নের মাধ্যমে সাংবিধানিক অধিকার নিশ্চিত করার অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।  
সোমবার নিউইয়র্কে জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরাম (ইউএন পার্মানেন্ট ফোরাম অন ইন্ডিজিনাস ইস্যুজ (ইউএনপিএফআইআই)-এর ২৪তম অধিবেশনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সচিব মো. আব্দুল খালেক এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

আজ এখানে প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

খালেক তার বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে ফোরামকে অবহিত করেছেন।

তিনি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে প্রচলিত ভূমি ব্যবস্থাপনা ব্যবস্থার উপরও আলোকপাত করেছেন, যা মূলত পার্বত্য চট্টগ্রাম শাসন বিধিমালা, ১৯০০ অনুসারে পরিচালিত হচ্ছে।

অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবিকা এবং ক্রীড়া ক্ষেত্রে অগ্রগতির জন্য পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশ সরকারের অব্যাহত আর্থিক সহায়তা এবং বরাদ্দের উপর জোর দিয়েছেন তিনি।

বাংলাদেশের বিবৃতিতে নৃগোষ্ঠী এবং সম্প্রদায়গুলোর অনন্য স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও প্রথা রক্ষা এবং প্রচারের জন্য বাংলাদেশের সাংবিধানিক প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়েছে।

‘ফাইন্যান্সিং অব ইন্ডিজিনাস পিপলস ওয়ার্ক অ্যান্ড পার্টিসিপেশন অ্যাক্রোস দ্য মাল্টিলেটারাল অ্যান্ড রিজিওনাল সিস্টেম ’ শীর্ষক বিষয়ভিত্তিক সংলাপে অংশগ্রহণ করে বাংলাদেশ প্রতিনিধিদল যা তাদের প্রভাবিত করে এমন বিষয়গুলোতে প্রাসঙ্গিক বহুপাক্ষিক এবং আঞ্চলিক ব্যবস্থায় তাদের অর্থবহ অংশগ্রহণের গুরুত্ব স্বীকার করেছে।

বাংলাদেশ প্রতিনিধিদল জাতিসংঘের প্রতিষ্ঠিত অনুশীলন এবং পদ্ধতিগুলোকে সম্মান করার গুরুত্বের উপরও জোর দিয়েছে।

বাংলাদেশের প্রতিনিধিদলটিতে ভূমি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এবং সমতল অঞ্চল থেকে ক্ষুদ্রনৃগোষ্ঠী সম্প্রদায়ের প্রতিনিধিরা ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হোল্ডিং ট্যাক্স প্রদানে আগামী মে মাসের প্রথম সপ্তাহে কর মেলা আয়োজন করা হবে: ডিএনসিসি প্রশাসক
দৈত্যাকৃতি ক্যাঙ্গারু ‘জলবায়ু বিপর্যয়’-এর কারণে বিলুপ্ত হয়েছে
ব্যবহারকারীর সম্মতি ছাড়া তথ্য চীনা কোম্পানিতে স্থানান্তর করেছে ডিপসিক : সিউল
গণপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধ একটি যৌথ দায়িত্ব : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দীন
রাঙ্গামাটিতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মাদাগাস্কারে ঔপনিবেশিক শাসনের জন্য ‘ক্ষমা প্রার্থনার’ পথে এগোতে চান মাখোঁ
প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে পেরেছে : প্রধান উপদেষ্টা
গণমাধ্যম এখন স্বাধীন, সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে : মুহাম্মদ আবদুল্লাহ
পটুয়াখালীতে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালা
ময়মনসিংহে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কোর্স শুরু
১০